নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অবসর

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫

প্রিয় নবী মানব জাতির দুটো আর্শীবাদের কথা বলেছেন যা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিংবা অপচয় করলে জীবনে অভিশাপ নেমে আসবে,
.
একটা হচ্ছে 'স্বাস্থ্য' আরেকটি হলো অবসর কিংবা 'ফ্রি টাইম'
.
সময় অনেক মূল্যবান কিন্তু উপার্জনের সময়টা সাধারণত রুটি রোজগারে চলে যাবে সেটা স্বাভাবিক, চাইলেও আপনি হয়তো সেটাকে মূল্যবান করতে পারবেন না,
.
একমাত্র অবসর সময়টাকে আপনি আপনার পছন্দ মতো কাজে লাগিয়ে আপনি যা হতে আগ্রহী সেটিতে বিনিয়োগ করে এগিয়ে যেতে পারবেন
.
চা রুটি দোকানের কিংবা লেটো গানের দলে নতুবা সৈনিক হিসেবে কাজ করা নজরুলের নামের সাথে আসলে জাতীয় কবির যে ট্যাগ সেটা হলো অবসর সময়ে সৃষ্টি হওয়া একজন নজরুলের যে কবি হয়েছিলো,
.
অবসর যেমন মানুষকে আনন্দ বিনোদন শক্তি যোগায় তেমনি ফ্রি টাইম একজন সাধারণ মানুষকে অনন্য অসাধারণ মানুষ হিসেবে সৃষ্টি করাতে ভূমিকা রাখে
.
একজন প্রকৌশলী হানিফ সংকেতের অবসরে করা ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে একজন উপস্থাপক হিসেবে জীবনের সফলতা চিনিয়ে আনার ইতিহাস তো সবার জানা,
.
অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট প্রায় সময় খুব আক্ষেপ করেন কারণ একটি প্রশ্ন সবাই কে করেও প্রায় বেশীর ভাগ মানুষ উত্তর দিতে পারেনা তাই,
.
তিনি বলেন সবাই বলে ধনী হবে, ধনী হবে, আমি তাদের একটি প্রশ্ন ই করি, ধনী হওয়া মানে অনেকটা অর্থনৈতিক স্বাধীনতা পাওয়ার পর অবসর হয়ে যাওয়া তখন আপনি আপনার কোন প্রিয় কাজটি করবেন?
.
কেউ তেমন উত্তর দিতে পারেনা কিংবা কারো উত্তরে ওয়ারেন বাফেটের মন পূর্ণপরিতৃপ্ত হতে পারেন না!
.
কারণ একজন সফল মানুষ জানেন ধনী হওয়াটা কোন বিষয় না বরং ধনী হওয়ার পর সে তার জীবনের মূল্যবান অবসর সময় কোন কাজে ব্যবহার করবে সেটা হলো মূল দেখার বিষয়,
.
নাহলে তারা নারীবাজি, মাতলামি, ক্যাসিনো, প্রমোদ, কেলেঙ্গারি, চাবলামি করে নিজেতো নষ্ট হবে সাথে সমাজটাকেও টাকার গরমে শেষ করে ছাড়বে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আপনার অবসর কিভাবে কাটে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.