নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট অতীত

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

অতীত সব সময় মৃত, ঝামেলা হলো আপনি নিজে কল্পনা কিংবা বাস্তবতার মধ্য দিয়ে অতীতকে জীবন্ত করে রাখেন
.
অতীতের দুক্ক অতীতে চলে গেছে আপনি তাকে প্রাণ দিয়ে নিজের বর্তমানটাকেও বিষিয়ে তুলছেন!
.
অতীতকে জীবন দান নয় বরং স্মরণ করুন, শিক্ষা নিয়ে এগিয়ে থাকুন
.
আপনি নষ্ট অতীতকে জীবন দিয়ে শুধু বর্তমান নষ্ট করছেন বললে ভুল হবে মূল্যবান ভবিষ্যতও নষ্ট করে চলছেন!
.
নষ্ট অতীতকে জানাও বিদায়, রেখো না মনে,
.
অতীতকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে আপনাকে প্রতিনিয়ত দুঃস্বপ্নের কবিতা পাঠ করে শুনাতে থাকবে
.
প্রতিটি দিন নতুন দিন, অপার সম্ভাবনা, ভবিষ্যত তৈরীর কারখানা!
.
অতীতকে জয় করতে শিখা হলো জীবনের অন্যতম শিক্ষা কোন বিশ্ববিদ্যালয় সেটা আপনাকে শিখাবে না
.
কিভাবে ব্যর্থতার গল্পগুলোকে সফলতার গল্প বানাতে হয় সে শিক্ষাটার খোঁজ নিজ থেকে করে নিতে হয়!
.
অতীত নিয়ে পড়ে থাকা মানুষগুলো অতীতের মতো জীবন্মৃত ওদের সুখ শান্তি সমৃদ্ধি উল্লাস নেই
.
মৃত অতীতকে জীবন দান আর নয় তাকে RIP বলে স্মৃতি রোমন্থন করে শিক্ষা নিয়ে তারপর বিদেহী স্মৃতির মাগফেরাত কামনা করে বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকা বুদ্ধিমানের কাজ,
.
পৃথিবীতে সবচেয়ে বেশী মানুষের জীবন নষ্ট হয় শুধুমাত্র অতীত নিয়ে পড়ে থাকার কারণে!
.
মাদার তেরেসা বলেছিলেন, 'গতকাল তো চলে গেছে; আগামী কাল আসতে দেরি আছে; আজকের দিনটাই আমাদের হাতে আছে। চলো, কাজ শুরু করি!'
.
লেখক চাক্ পালানিউক ভালো বলেছেন,'যদি ভবিষ্য‌ৎকে বিশ্বাস না করতে পারো, তবে অতীত তোমার পিছু ছাড়বে না'
.
তাই স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা শক্তি, কাজ করার একমাত্র অনুপ্রেরণা!
.
এ্যাল্যান মুর সত্যি বলেছিলেন, 'তুমি নিজে সুযোগ না দিলে, অতীত তোমার কোনও ক্ষতি করতে পারবে না!'
.
সুতরাং অতীতকে নয় বরং নিজেকে দোষ দিন্!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: অতীত নিয়ে ভাবনা ঠিক না।
মানুষের বর্তমান টাই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.