নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লাল ফড়িং

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪

জীবন এক সময় সহজ ছিলো, কেয়া কসমেটিকসের সৌজন্যে দেওয়া হতো মহামূল্যবান বই সাথে পরিবেশ রক্ষায় গাছ!
.
মা সকালে কপালে টিপ দিয়ে দিতো, মেয়েটি বখাটে ছেলের নজর এড়াতে চোখে কাজল!
.
টিভি খুললে বাতাবি লেবুর বাম্পার ফলন হতো আর ব্লাক বেঙ্গল ছাগল পালনে উজ্জল ভবিষ্যত!
.
মাথা ঠান্ডা রাখতে চুলে চুপসে বেয়ে পড়া নারিকেল তেল কিংবা সাপের মতো দুলতে থাকে সখিনার চুলের বেণী,
.
নায়ক ইচ্ছে মতো পিটিয়ে ভিলেনকে আধমরা করার পর পুলিশের আগমনে 'আইন নিজের হাতে তুলে নিবেন না' মর্মে হুশিয়ারি!
.
সুন্দরী মেয়ের বাড়ির টিনের চালে পাথরের ঢিল, মজনুর করুণ বাঁশির সুরে লায়লী মাতোয়ারা,
.
অসংখ্য ক্ষত সামলে নিয়ে সেরে উঠা আবারো হেঁটে যাওয়া কিছু পা!
.
লুঙ্গীতে গিট্টু দিয়ে হইহই করে বেড়ানো কিছু সুপার ম্যান,
.
রশির টানে হাতে তালুতে উঠে ঘুরতে থাকা একটি পৃথিবী, যার দিকে বিস্ময়ে চেয়ে থাকতাম!
.
কলম পুড়িয়ে এডিসনের বাল্বে বানানো পেপার ওয়েট, ইয়ো ইয়ো খেলায় মত্ত থাকা কিছু কিশোর!
.
দূর আকাশে সূতা কেটে যাওয়ায় বাঁধন হারা একটি ঘুড়ি, সদ্য বিবাহিত মানুষের স্বপ্নের সাইকেলের ঘন্টায় হাত দিলে থেমে যাওয়া ক্রিং ক্রিং!
.
ম্যাট্রিক পাশ করা একমাত্র সোনার মানিকের বুক পকেটে থাকা কালির কলম,
.
কত সহজ সরল ছিলো জীবন, ক্ষুধার তাড়নায় চুরি করে ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখে যাওয়া চোর!
.
শীত থেকে আত্মরক্ষায় সিঁদ কেটে নিয়ে যাওয়া কম্বল,
.
ঘুটঘুটে অন্ধকারে হাতড়ে বেড়ানো পথ, দুই ক্রোশ বেশী গেলে ভেসে আসা হারানো সংবাদ!
.
লুকোচুরি খেলায় ফিরে আসার আবেগ!
.
চিরকাল ঘোমটা টানা বউগুলো এখন আর কেউ ফিরে পাবে না
.
সেই চিরচেনা যৌথ পরিবার! দাদা দাদীকে ঘিরে থাকা এক গুচ্ছ নাতী নাতনী,
.
ফেরা আর যাওয়া হবে না আর, নেওয়া হবে না কাঁদা মাটির সোদা গন্ধ!
.
রেডিও কাঁধে নিয়ে হাঁটা হবেনা আমাদের আর কারো
.
কে মরেছে বলে নিস্তব্ধতা ঘিরে ধরবে না একটি সমাজকে
.
দেওয়া হবে না ভুলেও আর কখনো পুতুলের বিয়ে! খাওয়া হবে না মিছে মিছে!
.
নিভতে থাকা একটা হারিকেনের গল্প বলা হবে না! জানবে না কেহ! জোনাকি কিংবা একটি লাল ফড়িংয়ের গল্প!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: শিক্ষকঃ ক্লাশে কিসের জন্য আসো?
ছাত্রঃ শিখার জন্য।
ঃ শিখার জন্য আসো, তায়লে ঘুমাচ্ছো কেন?
ঃ কারণ, শিখা আজ ক্লাশে আসে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.