নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যাহ্ শ্লা, দেশটা তোদের, দিয়ে দিলাম!

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

আমাদের দেশে খেলার ইতিহাসে পৃথিবীর অন্যতম বিস্ময়কর বালক এক নম্বর অলরাউন্ডার থেকে শুরু করে রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার কারিগর সাকিব আল হাসান জন্মেছিলো, আমরা তাকেও আজ খেয়ে দিলাম!
.
আমাদের দেশেও জন্মেছিলো একজন নোবেল লরিয়েট যে কিনা আইডিয়া ক্রিয়েটর জগতের অন্যতম শীর্ষমণি যাকে আমরা সুদী ইউনুস বলে খেয়ে দিয়েছি!
.
অথচ পুরো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে এমন কোন আর্থিক প্রতিষ্ঠান নেই যেটা সুদ বর্জিত,
.
বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরার অন্যতম অলোকচিত্রী শহীদুল আলমকে আমরা আড়কোলা করে পিটিয়ে প্যান্ট খুলে দিয়ে অদ্ভুত উন্মাদনায় মেতেছিলাম!
.
সত্যি বলতে জানি না, কতটা আক্ষেপ নিয়ে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলে গিয়েছিলেন, 'যে দেশে গুনীর কদর নেই সে দেশে গুনী জন্মাতে পারেনা'
.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি তথা অসংখ্য রূপকারের স্রষ্টা সৈয়দ মাইনুল হোসেনকে ২ লাখ টাকা থেকে ১ লাখ টাকা আয়কর কেটে নেওয়া ছাড়া আমরা আর কি দিতে পেরেছি!
.
স্টিপেন হকিংয়ের অন্যতম সহচর বাংলাদেশের বিশ্বখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম যখন কোটি টাকার চাকরি ছেড়ে হাজার টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে যোগ দিয়েছিলেন, তখন দেশ তাকে কোন সম্মানটা দিতে পেরেছিলো!
.
আমরা ভাষার জন্য শহীদ পৃথিবীর একমাত্র জাতি যেদেশে কী বোর্ডে বাংলা লেখার উদ্ভাবক অভ্রর জনক মেহদীকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হোক বলে গলা ফাটাইয়া কোন লাভ হয়না!
.
যেখানে কাদের সিদ্দিকী বলে উঠে,বাংলাদেশ এমন হবে জানলে আমি বঙ্গবীর যুদ্ধে যেতাম না!
.
এগুলো বলে শেষ করা যাবে না,
.
ক্রিকেটে থাকি সেটা নিরাপদ! সাকিব, মুশফিকরা যার হাত ধরেই জাতীয় দলে এসেছিলেন সেই নাজমুল আবেদিন ফাহিমকে কেনো বিসিবির অবহেলায় পদত্যাগ করতে হয়েছিলো!
.
অথচ নব্বইয়ের দশকে তার সাথে প্রশিক্ষণ নেওয়া সঞ্জয় ভরদ্বাজ কিছুদিন আগে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ নির্বাচিত হয়েছেন,
.
ক্রিকেট রক্ষায় সাকিবদের দেশী প্লেয়ার কোচ কিংবা কলা কৌশলীদের মূল্যায়ণের একটা পয়েন্ট জোরালো ছিলো,
.
এই বিসিবি তো সেই বিসিবি যারা টাকার কুমির হয়েও নারী ক্রিকেটাররা বাসে আসা যাওয়া করতে হতো পরে সেই ছবি ভাইরাল হলে তারা মাইক্রোবাস কিনে দেয়!
.
বিসিবি বিপিএলেও সাত দলের সবাইকে বিদেশি কোচ রাখতে হবে এমন বাধ্যবাধকতাও দিয়েছিলো,
.
কোচ সালাউদ্দিন তাই সাহসী উচ্চারণ করে বেয়াদব খ্যাত হয়েছিলেন সাকিবের মতো, সেদিন সত্যিটা বলেছিলেন এভাবে,'বিসিবির পরিচালক পদেও তাহলে বিদেশি আনা হোক!'
.
কিন্তু পাপন সাহেবরা দেশের কতিপয় মানুষের মতো ক্রিকেটটা কে ও ইজারা নিয়েছেন! যাহ্ শ্লা, দেশটা তোদের, দিয়ে দিলাম!

মন্তব্য ১৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০

Sujon Mahmud বলেছেন: চোরের দেশে কিছুই হবে না।সব শালা চোর

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

পদ্মপুকুর বলেছেন: শিরোনামটা সেরাম হইছে!

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: সাকিবের অবস্থা হয়েছে গরিবের সুন্দরী বউ এর মত, যা করে তাই দোষ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নেই।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

হিমু কবি বলেছেন: যথার্থই বলেছেন জনাব। এই দেশটা আজ কতিপয় মানুষের হাতে বন্দি ।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

এপোলো বলেছেন: এভাবে দেশের রতনগুলো মারা খেতে থাকলে দেশে রোহিংগা ছাড়া আর কেহ থাকবে না।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

জগতারন বলেছেন:
যাহ্ শ্লা (শালা), দেশটা তোদের, দিয়ে দিলাম!

যা বলেছেন ভাই !!!

৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

সাইন বোর্ড বলেছেন: কারো যদি এটা পৈত্রিক সম্পত্তি হয়, তাহলে আপনি আমি দিলেই বা কি না দিলেই বা কি ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩০

কিরমানী লিটন বলেছেন: আপনি আমি দেয়ার ধার ওরা ধারলেতো! দেশটা ওদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আপনি আমি ওদের দয়ার সেবাদাস।
সুন্দরী বউটার ইজ্জত বাঁচাতে প্রধান মন্ত্রীর পায়ের কাছে বসে সেমাই খাওয়া, নির্বাচনী প্রচার, জয় বাবার দালালী, পাপইন্যার বিচি টিপা - কত কিছুই না করলো সাকিব। তবুও নিজের ক্যারিয়ার আজ হুমকিতে। এগুলো না করলে আমি নিশ্চিত ও আরও বিশটা হাফ সেঞ্চুরি পাঁচ সাতটা সেঞ্চুরি বেশী করতে পারতো....

১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৪

ইসমাঈল আযহার বলেছেন: শেষমেশ জাতি পাপনকে চিনতে পারল

১১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৫৫

সোহানী বলেছেন: হায়রে দেশ হায়রে দেশ বলে মাতম করা কবে শেষ হবে??

আসলে আমরা আপাদমস্তক অপদার্থ। সে কারণেই জুয়াখোর আর দালালরা ডিসিশান ম্যাকার। সেখানে সুবোধতো পালিয়ে বেড়াবেই.....

১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



কঠিন শিরোনাম দিয়েছেন!

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একাত্তরের হাতিয়া গর্জে উঠূক আরেকবার

এই সবই কি স্বাধীনতার চেতনা?
মুক্তিযুদ্ধের চেতনা!

পাকি মোনায়েম খার মৌলিক গণতন্ত্রের পথ ধরে এখন বঙ্গবন্ধুর কন্যা চালাচ্ছেন উন্নয়নের গণতন্ত্র!
সত্যি বিচিত্র।
যেই পাকিদের থেকে মুক্ত হতে ত্রিশ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রম দিতে হল
সেই পাকিদের নীতি অনুসরন করছে কথিত চেতনার সরকার!!!
ভিন্নমত দমনে দলনে বঙ্গবন্ধুকে বারবার কারাবারণ করতে হয়েছিল পাকিদের হাতে
আজ স্বাধীন দেশ্ওে ভিন্নমত প্রকাশ আজ কারাবরনের কারণ করতে হচ্ছে স্ব-দেশীর হাতে!

পাকি স্বৈরাচারের বদলে স্ব-দেশী স্বৈরাচার!!!!! এইই কি অর্জন?




১৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এটা শেষ পর্যন্ত একটা খেলা।
'ক্রিকেট' দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার নয়।দেশকে গৌরবান্বিত করার জন্য খেলা ছাড়াও আর অনেক মাধ্যম আছে।
ইউরোপ আমেরিকার বায়ার'রা নিশ্চয় আমাদের ক্রিকেট খেলা দেখে গার্মেন্টস পোশাকের অর্ডার দেয় না। সৌদি মালয়েশিয়া নিশ্চয় আমাদের ক্রিকেটারদের দেখে শ্রমিক নেয় না।

খেলাধুলা দিয়ে যদি জাতির উন্নতি হত তাহলে ব্রাজিল হত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১

ধ্রুবক আলো বলেছেন: এই দেশে থাকতে এখন হতাশ লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.