নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তালি হবে

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

ভিডিওতে দেখলাম ব্যারিষ্টার সুমন রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি কয়েকজন মিলে রাস্তায় নামিয়ে এনে তারপর মহাসড়কে গাড়ি চলাচলে বিঘ্ন এবং ভোগান্তি হচ্ছে মর্মে লাইভ করতেছেন!
.
কিছুদিন আগে পরিষ্কার সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছিলেন মেয়র আতিকুল ইসলাম, সে ছবি তো আমরা সবাই দেখেছি!
.
মাঝে মাঝে কিছু ছবি ভেসে আসে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে বৃক্ষরোপন অভিযানে গাছে পানি দিয়ে ক্যামেরাবন্দী হচ্ছে কিছু পরিবেশ বান্ধব মহারথীরা!
.
ভোলায় তৌহিদী জনতা-পুলিশ সংঘর্ষের পর দেখলাম সাংবাদিকদের আগে শিখিয়ে দেওয়া বক্তব্য পাঠ করছেন জৈনক পুলিশ সুপার,
.
কিছুদিন আগেও চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যেগে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাস্তায় মশক নিধন শোডাউনের ভিডিও জাতিকে হতভম্ব করেছিলো!
.
প্রতিনিয়ত দেখছি এসব এখন,
.
ক্যামেরা ম্যান আসেনি তাই দান কিংবা ত্রাণ বিতরণকারীরা রোদে দাঁড়িয়ে রাখে কিছু গরীব অনাথ অসহায় মানুষদের....!
.
সরকারী জব দিবে বলে যেভাবে লক্ষ বেকারদের শুক্রবার কোন শহরে জড়ো করা হয় কেমনি যাকাতের কাপড় বিতরণ করাটা ফ্যাশন হয়ে গিয়েছে!
.
এখন দেখি আরেকটা রেওয়াজ, বিয়ের সময় কনের কবুল বলার দৃশ্য ভিডিএ করে রাখা, তারপর ভালো ভিডিও হয়নি ভেবে কবুলের পর কবুল বলে যাচ্ছে কেউ কেউ!
.
বার্থ ডে কেক গিলে খাওয়ার সময় সে কেকে গলা থেকে বের করে দাঁতের পাটির মাঝখানে রেখে চলছে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ,
.
রিয়েলিটি শোগুলোতে চলছে স্বামী স্ত্রীর ভালবাসা, শুনেছি এমন এক অনুষ্ঠান থেকে ঘরে ফিরে আসার সময় ঝগড়া লেগে বউ বাপের বাড়ি যে গেছে এখনো আসেনি!
.
বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলনের সময় আরে বিপত্তি বেঁধেছিলো, টিভির ক্যামেরাম্যান যেদিকে ক্যামেরা তাক করে সেদিকে টায়ার জ্বালানো হচ্ছে,
.
বোমা ফাটানোর আগেও শুনেছি ক্যামেরা ম্যানদের ডেকে আনে কেউ কেউ, ওদিকে পরীমণি বাষ্পবায়ু ছাড়ার আগে!
.
জীবন এখন ক্যামেরার সামনে এক, পিছনে আরেক!!! বহুত বদলে গেছে, সামনে ক্যামেরা তাক থাকলে খিটখিটে রমনীর হাসিখুশি মেজাজ ফুটে উঠে,
.
শুধু তা না, মানুষ এখন লোককে দেখায় এক বাস্তবিক আরেক,
.
সারা বছর ডাল ভাত খেয়ে কয়েকদিন বিরানীর দাওয়াত খেলে এমন ভাব ধরে, এসব ছাড়া তার চলে ই না!
.
সভাপতি চলে গেলে পোগ্রাম শেষে সেই চেয়ারে বসে ভাব খানা এমন তাকে হাতে পায়ে ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে অথচ কপালে বিরক্তির ভাঁজ ;
.
সেদিন ভোরে দেখলাম এক লোক সাজানো মঞ্চে ডায়েসের সামনে ভাব ধরে বক্তব্যে দিচ্ছে, আরেকজন ক্লিক করতেছে, পুরো অডিটোরিয়াম খালি, দরজার ওপাশ থেকে দাড়োয়ান ডেকে চলছে, ভাই তাড়াতাড়ি বের হোন!!! হইছে অনেক ভালো বক্তব্য দিয়েছেন!
.
তালি হবে! জোড়া তালি! বড্ড লোক দেখানো হয়ে যাচ্ছি আমরা!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৪

নতুন বলেছেন: সবার ভাইরাল হবার ইচ্ছা :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: সুমনের ব্যাপারে যা বললেন তা সত্য নয়। ভিডিওটা এডিট করা ছিল।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: এই যুগ যুগ ধরে তো এইভাবেই চলছে সমাজ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

আবদুর রব শরীফ বলেছেন: ভিডিওতে দেখলাম ব্যারিষ্টার সুমন রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি কয়েকজন মিলে রাস্তায় নামিয়ে এনে তারপর মহাসড়কে গাড়ি চলাচলে বিঘ্ন এবং ভোগান্তি হচ্ছে মর্মে লাইভ করতেছেন! যদিও রিভার্স ভিডিও তবুও আমাদের সমাজে এমন হরহামেশাই হচ্ছে!

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

ক্ষুদ্রমানব বলেছেন: মানুষ চায় ফোকাসে আসতে । মানুষ জন্মগত ভাইরাল ভাইরাস বহনকারী প্রাণী।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভিডিও রিভার্স করে এডিট করে জোড়া দেয়া, ব্যারিষ্টার সুমন রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি কয়েকজন মিলে রাস্তায় নামিয়ে এনে তারপর মহাসড়কে গাড়ি চলাচলে বিঘ্ন এবং ভোগান্তি হচ্ছে মর্মে লাইভ ক্লিপ বানিয়ে ছেড়ে দেয়া।

নির্বাচনের ঠিক পরদিন 'খুশির ঠ্যালায় ঘোরতে' ভিডিওটি ছাড়া হয়েছিল। প্রথম ৪-৫ দিন সবাই সত্য ভেবেছে,
পরে পুরাতন হুবুহু সেইম ডায়ালগের একটি ভিডিও পাওয়া গেলে নির্মাতারা স্বীকার করে এটি বানোয়াট।
এরপরও বেশিরভাগ লোক এটিকে জেনুইন ভিডিও, সত্য হিসেবে জানে।

বিবিসির বহুল আলোচিত সেই রাতের ভোট ভিডিও বানোয়াট।
ক্যামেরার সামনে এসব অভিনয় করানো হয়েছে। একটুক ভাল ভাবে লক্ষ করলেই বোঝা যায়
লোকটা ক্যামেরার সামনে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বাক্সের জিনিস দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে!
কোনটা বাস্তব কোনটা অভিনয় বুঝতে খুব একটা সমস্যা হয় না যারা বুঝে।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
তবে আমি কখনো দাবি করিনা - রিসেন্ট বা আগের নির্বাচন ফেয়ার। সেই সুদিন অনেক দূর.....

৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩

নুরহোসেন নুর বলেছেন: আমাদের অধিকার প্রতিবাদ সব এখন মিডিয়ায় হয়,
এজন্যই বাস্তবতায় আমরা পীড়িত!

৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: দিলাম তালি।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

মেহরাব হাসান খান বলেছেন: তালিয়া তালিয়া! দেশে আমি যা করি তার চেয়ে দেখানো জরুরি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.