নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে যার যার, চিরকুমার সবার

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

ভাই আপনার নাম মিঃ কুমার কিন্তু আপনি তো বিবাহিত এটা শুনে সে বললো আমরা ভাই কামার কুমার বংশ, চির কুমার না!
.
দুঃখের বিষয় চির কুমার সংঘ হয় কিন্তু বংশ কখনো হবে না, তবুও নাম থাকলে বিড়ম্বনা থাকবে সেটা স্বাভাবিক ৷ নাম নিয়ে রম্য করা আমাদের বাঙ্গালীদের এক প্রকার ঐতিহ্য বলা যায়!
.
কপোত কোপতিরাও এখন অনেক কিউট হয়ে গিয়েছে সেদিন দেখলাম একজন আরেকজনকে অনুরোধ করে যাচ্ছে, আমি চিরকুমার থাকবো তুমিও চির কুমার থেকো প্লিজ! প্লিজ! প্লিজ!
.
একদিন রাস্তায় চির কুমার সংঘ দেখে থমকে দাঁড়িয়েছিলাম, নাম লেখাতে হবে ভেবে, পরে দেখি ওরা তৈজসপত্র বানায় ৷
.
সত্যি বলতে জনাব কিশোর কুমারের বয়স হয়েছে এখনো তিনি শাদী মোবারক করার পরও সেই আগের নামে আছেন, পরিস্থিতি বিবেচনায় তার নাম পরিবর্তন করে রাখা উচিত ছিলো যুবক অকুমার ৷
.
অন্যদিকে শিল্পী কিশোর কুমার মশাইয়ের জনপ্রিয় গান যখন 'চিরদিন ই তুমি যে আমার' এহেন যখন অবস্থায় দেশ থেকে চির কুমার শ্রেণি বিলুপ্তির পথে!
.
হয়তো চির কুমার প্রথা বিলুপ্তির পথে এই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী ফেনীর সাবেক সাংসদ চির কুমার জয়নাল হাজারীকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন ৷
.
একবার প্রাইভেট পড়ানোর সময় জনৈক ছাত্র বলেছিলো স্যার দেশের সব মেয়ে কুমারি থাকলে কষ্ট করে দশ বছর পর পর আদম-শুমারি করতে হতো না!
.
কুমারির সাথে তার শুমারির কাকতালীয় মিল দেখে সেদিন যতটা না অবাক হয়েছি তার চেয়ে অবাক হয় যখন অনলাইন মিডিয়া কিংবা চির কুমার থাকবো গ্রুপগুলো থেকে কেউ কেউ জীবন সঙ্গী খুঁজে নিচ্ছেন ৷
.
ছোট বেলা থেকে শুনে আসছি বাংলাদেশে জনসংখ্যার আধিক্য, স্কুল কলেজে বার বার ক্রামান্বয়ে সবচেয়ে বেশী ফিরে আসা রচনাটি ছিলো 'জনসংখ্যা সমস্যার সমাধান এবং প্রতিকার' তবুও কোন চিরকুমার যদি দাবী করে সে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য সেটা অতুল্য হবে না ৷
.
হয়তো সেই মানসে সুকুমার হওয়ার জন্য কপালে চির কুমার ফোঁটা নিয়ে র্যালির আয়োজনে মুখরিত হচ্ছে কতিপয় যুবক সমাজ, সেই ছবি রুয়েটের সেলিম হলের সামনে 'চিরকুমার চত্বর' মারিয়ে আমাদের সামনে ভেসে আসছে প্রতিনিয়ত,
.
সাথে চলছে 'সৎ পথে করিও ভ্রমন, যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে, হোক না সে পরী' লোক মুখে চলে আসা এমন সব চমৎকার ছন্দের সংরক্ষণ!
.
সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এমন এক শিল্প গোষ্ঠিকে আরো সুসংগঠিত করতে আয়োজন করা যেতে পারে বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম কিংবা শীতের আগে আগে করে শান্তিপূর্ণ আন্দোলন!
.
চির কুমার সভার একটা গান আছে 'যারে মরণ দশায় ধরেছে, সে যে শতবার করে মরে' আর মাত্র একটি সিন্ধান্ত দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত কিংবা সমাধান সে খবর কে বা রাখে,
.
আমাদেরও তো ছিলো কিশোর/প্রবীণ/ উত্তম/অক্ষয় কুমার, কেউ কথা রাখেনি! কেউ কথা রাখে না!
.
বন্ধু মহলে চিরকুমার থাকবো বলে ঘোষণা করা বন্ধুটি সবার আগে বিয়ে করেছে, কোন এক চিরকুমার সংঘের সভাপতির পদত্যাগ আজো ভাবিয়ে তোলে এই শিল্পের ভবিষ্যত নিয়ে! তাদের সুকুমার হওয়ার অনুপ্রেরণা দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা!
.
সর্বশেষে, 'যে যার যার, চিরকুমার সবার!'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব মজা পেলাম। ভালো লাগলো।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০

রাশিয়া বলেছেন: চিরকুমার মানে কি? যে কখনো বিয়ে কোরেনি, নাকি যে কোখনো সেক্স করেনি?

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: কামার কুমার।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

সাইন বোর্ড বলেছেন: কাদা-মাটির কাজ করা ছাড়া বাকীরা স্বল্প মেয়াদি ছ্যাকা খাওয়া কুমার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.