নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এক মহিলা জামশেদ কাকার মুদির দোকানের সামনে ঘুরঘুর করতেছিলো,
.
কি যেনো বলতে চেয়েও বলতে পারছে না তবে যারা বাকী খেয়ে টাকা না দিয়ে আবার বাকী চাইতে আসে তারা সাধারণত এমন ভঙ্গিমায় থাকে!
.
মহিলাটি কখনো বাকীও করেনা! তবুও কিছু না বলে ঠাঁই দাঁড়িয়ে আছে,
.
জসিম কাকার ভাগিনা তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে চলছে! কি যেনো বলতে চেয়েও মহিলা বলছে না!
.
আশ্বস্ত করার পর শেষমেষ ভদ্রমহিলা মুখ খুললো, বললো লজ্জার কথা, শেষ যখন পেঁয়াজের দাম ৪০ টাকা ছিলো তখন সে প্রতিবেশী থেকে একটি পেঁয়াজ ধার করেছিলো কিন্তু পাওনাদার এখন পেঁয়াজের চড়া দামের মৌসুমে তা ফেরত চায়!
.
একটি মাত্র পেঁয়াজ কিনবে সুতরাং মহিলা লজ্জায় লাল হয়ে যাচ্ছিলো! ঘোমটা টেনে বললো, 'ভাইসাব একটা মাত্র পেঁয়াজ বিক্রী করলে, আমাকে একটি দেন!'
.
এক্কেবারে ছোট পেঁয়াজের খোঁজ করে,ডিজিটেল পাল্লায় দোকানদার একটি পেঁয়াজ তুললো, দাম আসলো ১৫ টাকা!
.
মহিলার মুখে হাসি ফুটলো! সে তাতেই খুশি! ঠিক পেছনে দুই জন ব্যাচেলার দাঁড়ানো তারা দুজনে মিলে এসেছে ভাগাভাগি করে একটি পেঁয়াজ কিনে ডিম ভাজি করবে!
.
মহিলা খুশি মনে পেঁয়াজটি ভ্যানিটি ব্যাগে যত্ন করে ঢুকিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে আবারো বললো, 'ভাইসাব একটা টেনশনে আছি! যে পেঁয়াজটি ধার করেছিলাম সেটা এটার প্রায় তিন গুণ ছিলো এখন যদি ওটা দাবী করে বসে থাকে তাহলে চেঞ্জ করে নিয়ে যাবো!'
.
সেদিন সিইপিজেড বিসমিল্লাহ ভাতঘরে পূর্বের ন্যায় পেঁয়াজ কুচি-কুচি করে শুটকি ভর্তার অর্ডার দিলাম কিন্তু আলু কুচি কুচি করা শুটকির ভর্তা এসেছিলো!
.
ইয়ংওয়ানের মিটিং করতে গেলে আলাপ হলো অগ্নি নিরাপত্তার কাজে নিয়োজিত জনৈক ভদ্রলোকের সাথে, সে পেঁয়াজের অভাবে মুরগী রান্না করে খাওয়া বাদ গিয়ে, মাস খানেক ধরে মুরগী ভাঁজা করে খাচ্ছে! এই জগতে একটু চালাক হলে নাকি স্বাদ এবং সাধ্য ঠিক রেখে আরো ভালো ভাবে বাঁচা যায়,
.
পেঁয়াজ ছাড়া এমন সব বুদ্ধি বের করে বড্ড সুখে আছে বুঝা গেলো! বুকে হাত দিয়ে শপথ ও করেছে, যতদিন পেঁয়াজের দাম কমবে না ততদিন নিজের কষ্টার্জিত টাকা জলে ফেলবেন না!
.
খবর এসেছিলো, পেঁয়াজ বিমানে উঠে গেছে প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের পর চাঁদ দেখা কমিটি হন্যে হয়ে বিমান খুঁজতেছিলো!!!
.
অন্যদিকে চৌকির তলে উদ্ধার অভিযান পরিচালনা করে অনাদরে অবহেলায় পড়ে থাকা একটি পুরোনো পেঁয়াজ উদ্ধার করার পর, বাসায় আমি এখনো রীতিমতো হিরো!
.
কেউ জানেনা পেঁয়াজের দাম কমবে কি না, কেউ বলছে ৪০০ টাকা দিয়ে বার্গার কিনে খেতে পারলে ২০০ টাকার পেঁয়াজ কিনতে ঝামেলা কোথায়!
.
খবর আসে, পেঁয়াজের দাম নিয়ে নাকি জনগনের অসন্তোষ নেই,
.
কর্তৃপক্ষও জানে না পেঁয়াজের দাম আদৌ কমবে কি না!
.
আবার ভাইরাল, জনগনের ক্রয়ক্ষমতা বেড়েছে দ্রব্যমূল্যের বৃদ্ধি কোন সমস্যাই না!
.
চারদিকে বোবা কান্না, মুখ দিয়ে বেরিয়ে আসে, ও ভাই, কেনে চলরররর...!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯
নতুন বলেছেন: দেশে ব্যাবসায়ীদের হাতে জনগন এমন ভাবে জিম্মি হয়েগেছে এটা থেকে বের হওয়া মুশকিল।
এই সিন্ডিকেট ভাংতে হবে।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: পেঁয়াজের দাম কমবে। কিন্তু আগের মতো ৩০/৪০ টাকা হবে না আর।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
নুরহোসেন নুর বলেছেন: ঘাড়ের উপরে একটাই মাথা পেঁয়াজের জন্য সেটা কাটা যায়না বলে ঠকে ঠকে ঠেকার কাজ চালাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
লেখা ইন্টারেষ্টিং হয়েছে, সন্দ্বীপের লোকজন লিখতে শিখছেন।