নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্যারি অন্

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

পাহাড় ঘেরা এক বিশ্ববিদ্যালয়ে বিশাল খেলার মাঠ আছে! নাম বলবো না! সে মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতো!
.
বিভিন্ন হলের মধ্যে প্রতিযোগিতা! সে প্রতিযোগিতায় এক ছাত্র দৌড়ে অংশগ্রহণ করতো! তার দৌড়ের স্টাইল দেখে সবাই হাসতো!
.
আমার বাসা মাঠের পাশে হওয়ায় রোজ বিকেলে তাকে দেখতাম সে প্যাকটিস করছে!
.
একটু লম্বু ছিলো ছাত্রটি! অদ্ভুত কার্টুন স্টাইলে দৌড়াতো! হাসাহাসির এক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম সবাই তার ফ্যান হয়ে গেছি! শুধু তাকে সাপোর্ট দেওয়ার জন্য এক শ্রেণির ভক্ত গোষ্ঠি অনেক দূর থেকেও খেলা দেখতে আসতো!
.
প্রথম বছর ম্যারাথান দৌড়ে অংশ নেওয়ার পর আবিষ্কার করলাম তিন চক্কর দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে!
.
দ্বিতীয় বছর সে কোমর বেঁধে নেমেছে! তার নাম হয়ে গেলো 'কেরি অন!' আমরা ডাকতাম 'Carry on' ভাই!
.
দর্শকের কেরি অন...কেরি অন..কেরি অন শব্দে সে এগিয়ে যাচ্ছে! উপরের দিকে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে! তারো একটু পর আবিষ্কার করলাম মাঠে কেউ নেই তবুও ক্যারিয়ন ভাই দৌড়ে যাচ্ছে! দর্শক তার দৌড় দেখছে মুগ্ধ নয়নে! প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়া খেলোয়ার ততক্ষণে দৌড় শেষ করে দুপুরের খাবার শেষ করে ক্যারি অন ভাইয়ের দৌড় দেখতে বসেছে আরামচ্ছে!
.
তারও পরের বছর সেই লিকলিকে মানুষটির একটু স্বাস্থ্য হয়েছে! আমরাও আশাবাদী! আগের মতো তিড়িং বিড়িং স্টাইলে দৌড়ছে না!
.
বিগত তিন বছ পর সে এখন পাক্কা দৌড়বিদ্! অসংখ্য ভক্ত অনুরক্ত! প্রত্যাশার চাপও বেশী! দেদারচ্ছে আবার ম্যারাথন দৌড়ে অংশ নিলো!
.
শোভাকলোণি মাঠের পাশে হওয়ায় মাইকের আওয়াজ বাসায় বসে শুনতে পেতাম! অল্প কিছুক্ষণের মধ্যে ম্যারাথন দৌড় আরম্ভ হবে ঘোষণা শুনার পর ম্যারাথন ভাইয়ের দৌড় দেখার জন্য অর্ধেক ভাত রেখে আমিও সোজা মাঠের দিকে দৌড়ে গেলাম!
.
দৌড় শুরু হবে তার আগেই ক্যারি অন! ক্যারি অন! রব রব শব্দ শুরু হয়ে গেছে তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় আমি আব্দুর রব ও ক্যারি অন বলে যাচ্ছি!
.
এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে দরকার ছিলো চৌধুরী জাফর উল্লাহ শরীফ'ত কে! কর্দমাক্ত আকাশ! মেঘে ঢাকা মাঠ! এগিয়ে যাচ্ছেন সবার প্রিয় ক্যারি অন ভাই! ও সরি সুপ্রিয় দর্শক আমি একটু আবেগাফ্লুত হয়ে গিয়েছিলাম!
.
পাক্কা আধা ঘন্টা দৌড়ে যাচ্ছে! আমরা হিসেব রাখছি তার বর্তমান অবস্থান! এই মুহূর্তে চার নাম্বারে পজিশনে আছে! তার পরের মূহূর্তে পাঁচ নম্বরে! টান টান উত্তেজনা!
.
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্যারি অন ভাই তৃতীয় হলো! সবাই তার দিকে ছুটে যাচ্ছে! একটা বাচ্চা ছেলে ললিপপ চুষতে ছিলো পুরস্কারস্বরূপ সেই ললিপপ তাকে চুষতে দিলো! সে ও তার ফ্যান! খাইছেরে...!
.
খুশিতে আমরা নাচে মশগুল! সবাই ক্যারিয়ন ভাইয়ের সাফল্যে উচ্ছ্বাসিত! অথচ ফাস্ট, সেকেন্ড কে হয়েছে তার দিকে তাকানোর টাইমও নেই আমাদের!
.
সেই থেকে বুঝেছি সফলতা মানে ফাস্ট, সেকেন্ড হওয়া নয়! সফলতা মানে জাস্ট Carry On! এগিয়ে যাওয়া!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

রোকনুজ্জামান খান বলেছেন: ক্যারি অন ভাইয়ের একটা ছবি আপলোড দেন । জাতি দেখতে চায়।
শুভ কামনা রইলো। ভালো থাকুক ক্যারি অন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.