নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আগুন লাগার পর বাসা থেকে একে একে সব মূল্যবান জিনিস বের করে আনা হলো! একদিকে পানি মারা হচ্ছে অন্যদিকে উদ্ধার অভিযান!
.
বাসার ভিতরে যদিও তেমন কেউ ছিলো না! একমাত্র বৃদ্ধাকেও বের করে আনা হলো!
.
বৃদ্ধা ভয়ে আগুনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে! লোকে তাকে জিজ্ঞেস করে চলছে, আর মূল্যবান কোন জিনিস আছে কি না!
.
শ্লার বুড়ি বারবার শুধু বলছে কমলা আছে! কমলা! শুনে উদ্ধার কর্মীদের মাথা খারাপ! কমলা কি এমন মূল্যবান জিনিস হলো যে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে হবে!
.
বৃদ্ধা হাতের লাঠি উঁচা করলো! সামনের দিকে ইঙ্গিত করে বলতে লাগলো কামলা আছে! কমলালাআআআআ!
.
পাশে এক উদ্ধার কর্মী বুড়িকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলো! এতো করে বললাম, বুড়িকে কোন মূল্যবান জিনিস আছে কি না! সে শুধু বলে যাচ্ছে কমলা! কমলা!
.
কয়েক মিনিট চুপ করে থেকে বুড়ি আবারো বললো, কমলা আছে! কমলা! তা শুনে কেউ কেউ হাসাহাসি শুরু করেছিলো!
.
ঐ দিকে কমলা আছে! কমলা আছে! বলে বলে বুড়ি অজ্ঞান হয়ে গেলো! আগুন আরো কিছুক্ষণ জ্বলে সবকিছু ছাই করে দিয়ে গেলো!
.
থমথমে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুড়ে যাওয়া বাড়িতে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হলো! হঠাৎ উদ্ধার কর্মীরা নির্বাক হয়ে সেখান থেকে একটি পুড়ে যাওয়া শিশুর লাশ বের করে আনলো!
.
ততক্ষণে বুড়ির জ্ঞান ফিরলো! সে আমার কমলা! আমার কমলা! বলে কাঁপতে কাঁপতে নাতনীর দিকে চিৎকার করতে করতে এগিয়ে গেলো!
.
সবার বুঝতে আর বাকী থাকলো না কমলা তার নাতনীর নাম!
.
সুতরাং কারো কথা শুনেই হাসি ঠাট্ট না করে বুঝতে চেষ্টা করুন আসলে সে কি বলতে চাচ্ছে!
.
আর এমন ভাবে কথা বলুন, আপনার কথা অন্যজনকে বুঝাতে যাতে কোন সমস্যা না হয়!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬
নুরহোসেন নুর বলেছেন: যথার্থ পোস্ট,
আসলেই অবহেলা না করে অপরের কথাকে গুরুত্ব দেওয়া উচিত।