নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ একটি শাড়ির কারামুক্তি

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

আমার নানীর সরলতা নিয়ে একটা ঘটনা বলি,
.
একবার নানী পাঁচশ টাকার একটি শাড়ি ধৌত করার জন্য পুকুর ঘাটে গিয়েছিলেন!
.
সন্দ্বীপের বাউরিয়ার পুকুর ঘাটে পাশের বাসার বউ সেই শাড়ি দেখে বললো, ও নানী এটা তো পাঁচ হাজার টাকা দামের শাড়ি, কত্ত সুন্দর ফুল্ ফুল্ আর্ট করা
.
নানী খুশি হয়ে মনে মনে দোকানদারের মাথায় হাত বুলাতে বুলাতে সেই শাড়ি কড়া নজরদারিতে শুকিয়ে বাক্স বন্দী করে রাখলেন!
.
সেদিন নানীর এক নাতনী হয়েছিলো, নাম ঝুমু
.
ঝুমু শৈশব থেকে কৈশোরে এলো, সেই শাড়ি নানী সেদিন যেমন করে বাক্সবন্দী করে রেখেছিলেন আজো তেমনি আছে!
.
শাড়ির প্রশংসা করা সেই বউ পুরনো হয়ে এলাকার চাচী হয়ে গেলো, কত কিছু পরিবর্তন হলো মাঝখান দিয়ে তবুও সেই শাড়ির বাক্স থেকে কখনো অবস্থান পরিবর্তন হলোনা,
.
শাড়ির প্রশংসা করে এমন বিড়ম্বনায় হয়তো পৃথিবীর ইতিহাসে কেউ পরেনি!
.
ঘটনাটি এলাকা হয়ে গেলে আর কেউ কখনো নানীর শাড়ি চুড়ি গহনার প্রশংসা করতো না,
.
নানী অনেক সুন্দরী ছিলো, তবুও অনেক বার প্রশংসা করলে হিতে বিপরীত হবে ভেবে আমিও কখনো করিনি!
.
একদিন ঝুমুর বিয়ে ঠিক হলো! সবাই যে যার মতো ব্যস্ত! বাসায় এক ঝাঁক ললনাদের ভীড়,
.
হঠাৎ কাজের মেয়ে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, নানী! নানী! আমি কোন অঘটন হয়েছে ভেবে টাসকি খেলাম!
.
দৌড়ে গিয়ে দেখি বাক্স খোলা সেই শাড়িটি হাতে নানী দাঁড়িয়ে! মুহূর্তে যে যার কাজ রেখে নানীকে ঘিরে রেখেছে!
.
ঊনিশ বছর পর একটি শাড়ি যাবত জীবন শেষে কারা মুক্তি হয়েছে!
.
নানীরও অনেক বয়স হয়েছে, সে শাড়ির ভাঁজ খুললো, সেটাতে হাত বুলালো,
.
তারপর সবার উদ্দেশ্যে বললো, 'এই শাড়ি আমি ঝুমুর বিয়েতে পরবো বলে ১৯ বছর বাক্সে বন্দী করে রেখেছিলাম!'
.
শাড়িটা আমি যেদিন ধৌত করতে নিয়ে যায় সেদিন আমাদের কলিমের বউ বলেছিলো 'এটা খুব দামী শাড়ি আবার অসম্ভব সুন্দরও, গতকাল একটু করে দেখেছিলাম আমার সুন্দরী নানীকে পরীর মতো লাগছিলো' তখন আমি সিন্ধান্ত নিয়েছিলাম পরী সেজে আমি আদরের নাতনীর বিয়েতে এই শাড়ি পরে যাবো!
.
আজ নাতনীর বিয়ে.............., দুদিন পর স্বামীর সাথে নাতনী কানাডা চলে যাবে, কতটা আবেগ অনুভূতি ভালবাসা দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত!
.
তবুও সুখে থাকুক প্রিয়জন কিংবা প্রিয় মানুষরা....!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা রইলো।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.