নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
শেয়াল মামা একদিন চাপা মারতেছিলো! এমন দৌড় না দিয়েছিলাম একদম সবার সামনে আমি, আমার সামনে কেউ নাই!
.
মানুষ্য সমাজ কেনো যে একে অপরকে আমার গল্প না বলে উইসেন বোল্টের গল্প বলে আমার মাথায় ধরে না, আবার ঠেস্ মেরে আমাদের বলে শেয়াল পন্ডিত!
.
এই বনে সেদিন আমার সাথে দৌড়ে হরিণও পারতো না! এক্কান রানিং মেশিন যেনো আমি,
.
অন্য শেয়ালরাও প্রায় সময় তার এমন কৃতিত্ব শুনতে শুনতে অভ্যস্ত!
.
আজ সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সেরা দৌড়বিদ্ হিসেবে প্রমাণ করতে মহা-ব্যতিব্যস্ত!
.
তারপর সে সবার উদ্দশ্যে কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য দিলো, জীবনে সব সময় সামনে এগিয়ে যেতে হয়, কখনো পিছিয়ে পরতে নেই!
.
সবাই হা হয়ে তার কথা শুনতে ছিলো, একজন প্রশ্ন করলো, এমন দৌড় আপনাকে শেখালো কে!
.
আরেকজন বলে উঠলো, ভাই আমাদের একটা বদনাম আছে, একদা লেজ কাটা শেয়ালের কারণে আমাদের সব অর্জন বিসর্জন দিতে হয়েছিলো! তার লেজ নেই বলে সে সবাইকে লেজের দরকার নেই বলে প্রচার করেছিলো!
.
সেদিন যদি জনৈক বৃদ্ধ শেয়াল তার মুখোশ জনসন্মুখে উন্মোচন না করতো তাহলে আজো আমরা লেজ কাটা শেয়াল হয়ে থাকতাম!
.
শেয়াল উঠে দাঁড়িয়ে বললো, লেজের সাথে দৌড়ের কি সম্পর্ক!
.
অন্য শেয়াল বলে উঠলো, 'জানিনা কখন যে আবার বলে উঠেন, লেজ না থাকলে আরো দ্রুত দৌড়ানো যায় সুতরাং তোমরাও লেজ কেটে ফেলো!'
.
শেয়াল সমাবেশে হাসির রোল পরে গেলো!
.
শেয়াল সবাইকে থামানোর উদ্দেশ্যে লেজ নাড়ালো, হাত তো নেই, সবার সাথে এক মত হয়ে কিছুক্ষণ লেজের উপকারিতা বায়ান করলো!
.
বিটিভির মতো পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক! স্লোগান উঠলো, শেয়াল মশাই জিন্দাবাদ! দৌড়ের রাজাকে সাধুবাদ!
.
স্লোগান থামলে শেয়াল আবারো অনুপ্রেরণা মূলক কিছু কথা বলতে যাবে এমন সময় একজন দাঁড়িয়ে বললো, স্যার আপনি তো দৌড়ের সময় সামনে ছিলেন, তাহলে পেছনে কে কে ছিলো!
.
শেয়াল এবার গম্ভীর স্বরে উত্তর দিলো, 'কে কে আবার কি! দৌড়ের সময় আমার পিছনে আস্ত একটা বাঘ ছিলো! সে পিছিয়ে পরা লোকের দলে! তাকে নিয়ে এতো ভাবনার কিছু নেই!'
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪
নিভৃতা বলেছেন: মজা পাইলাম খুব।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাধার সামনে মূলা
সামনে ঝুলানো মূলার পিছে মানুষ
৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৯
খাঁজা বাবা বলেছেন: গভীর মর্মার্থ
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দৌড়ের সময় আমার পিছনে আস্ত একটা বাঘ ছিলো!
................................................................................
তাহলে দৌড়ে কি বাঘের ভয়ে ছিলো ?