নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

করোনা মুক্তির টোটকা

০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৪১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসে ৯ বছরের নিচে শিশুদের মৃত্যুহার জিরো,
.
৪০ বছরের নিচে যাদের তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা মাত্র ০.২ শতাংশ,
.
আর বয়স ৫০ বছর হলে ক্রমান্বয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে!
.
তবে যাদের বয়স ৮০ বছরের উপরে তাদের প্রায় ১৫ শতাংশ করোনা ভাইরাসে আক্রান্ত হলে মারা যাচ্ছেন
.
মানুষের যত বয়স বাড়ে তার সাথে পাল্লা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে,
.
আসলে করোনা ভাইরাস তাদের উপর বেশী প্রভাব বিস্তার করে যারা শারীরিকভাবে দুর্বল,
.
শরীরের দুর্বলতা অনেক সময় মানসিকতার উপর নির্ভর করে, তাই আতঙ্কিত না হয়ে শরীর এবং মনের সুস্থতার উপর জোর দেওয়া দরকার!
.
মানুষকে সাহস দিলেও মনের জোর বাড়ে, নিজেকে দুর্বলচিত্ত মনে হয় না তাই সাহস বাড়ানোর নিয়তে বলতে চাই,
.
প্রথম করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩০৫ জন মারা গেলেও সুস্থ হয়েছিলেন মাত্র ৪৪৩ জনে,
.
প্রায় প্রতি ২ জনে ১ জন মানুষ মারা গিয়েছিলো!
.
সম্প্রতি যে ৫০,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে মারা গিয়েছে প্রায় ৩০০০,
.
মানে প্রতি ৫০ জনে প্রায় ৩ জন মানুষ মারা গেছে, একটু খেয়াল করলে দেখবেন মৃত্যুর সংখ্যা কমে সুস্থ হওয়ার সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে!
.
তবে এক্ষেত্রে যে বিষয়টাতে আমাদের সচেতন হওয়া উচিত তা হলে খুব দ্রুত গতিতে ভাইরাসটার ছড়ানো,
.
সুতরাং ভয় না পেয়ে, সচেতনতার মাধ্যমে মোকাবেলা করা দরকার!
.
করোনা নিয়ে আমিও আতঙ্কিত ছিলাম, আমরাও আতঙ্কিত হয়ে পড়ছি, তাই ডাক্তার কিংবা সরকারের দিকে না তাকিয়ে থেকে বিভিন্ন নিউজ ব্লগ টিউব তথ্য উপাত্ত তর্ক বিতর্কের এক পর্যায়ে মনে হলো, একটু সচেতন হলে, রাখে আল্লাহ মারে কে!
.
এমন অবস্থা সন্দ্বীপে নতুন বিয়ে করা বন্ধুর বউ বাপের বাড়ি চলে গেছে কারণ সে শুধু মধ্য রাতে একবার বলেছিলো, একটু করোনা!
.
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভয়ে আছে, অনগ্রসর দেশে এই ভাইরাস ছড়িয়ে তা মহামারি রূপ নিবে কি না সে বিষয়ে,
.
আমাদেরও বিশ্বাস, বান্দরবনে নাকি মশা কামড় দিলে মশা নিজেই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যায়,
.
বাঙ্গালীর যে সহ্যক্ষমতা তাতে করোনা লেজ গুটিয়ে পালাবে বলে আমার দৃঢ় বিশ্বাস আছে!
.
একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠ দিয়ে আসার সময় শুনলাম কয়েক ছাত্ররা মিলে গান ধরেছে, 'ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান, দইজ্জার কুলত বসদ গড়ি শিনা-দি ঠেহাই ঝড় তোয়ান!'
.
ইনশাল্লাহ এভাবে করোনাকে বুক দিয়ে ঠেলে দিয়ে নদীর ওপারে পাঠিয়ে দিবো...তাকে হৃদয়হীনার মতো বুকে বাসা বাধতে দিবোনা!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৪০ বছরের নিচে শিশুদের মৃত্যুর সংখ্যা মাত্র ০.২ শতাংশ,

৪০ বছরের নিচেও শিশু থাকে,!!!

ভাবতে আজ অবাক লাগে
শিশু ছিলাম আমি ৪০সের দুদিন আগে!!

২| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ভালো জিনিস পোষ্ট করেছেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো পোষ্ট ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:২৯

মানবিক_মানব বলেছেন: ইসলামি পদ্ধতিতে করোনা মুক্ত করুন।
ঘুরে আসুন আমার ব্লগে। আমার দ্বিতীয় পোস্ট :-
হাদিসের আলোকে ইসলামি চিকিৎসা পদ্ধতি [বুখারী শরীফ এর চিকিৎসা অধ্যায়-তাওহীদ পাবলিকেশন]

মোট বাছাইকৃত হাদিস সংখ্যা ২১ টি।
সহায়ক গ্রন্থ : বুখারী শরীফ (তাওহীদ পাবলিকেশন)
অধ্যায়:৭৬ চিকিৎসা। হাদিস নং: ৫৬৭৮-৫৭৮২
®] আমাদের বোধোদয় হওক![®

https://www.somewhereinblog.net/blog/Samyabadi/30292001

৫| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: good

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.