নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হুজুগে

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪১

২০১২ সালের ২১শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে গুজব রটেছিলো, পকেটে ছিলো কয়েকশো টাকা, বন্ধুদের ডেকে নিয়ে পেট ভরে বিরানী খেলাম!
.
সদ্য ক্রয় করা নতুন জুতো এলাকার এক ছোট ভাইকে দিয়ে বললাম, প্রিয় ছোট ভাই, এগুলো তোমার জন্য, সে ও জুতো জোড়া ফিরিয়ে দিয়ে বলেছিলো, পৃথিবী ধ্বংস হলে আমিও তো বেঁচে থাকবো না! শুধু শুধু গিফট নিয়ে লাভ কি...!
.
এলাকার কদম আলী ছিলো একটু চালাক প্রকৃতির, সদ্য বিয়ে করেছে, ধার দেনা করে আস্ত একটা ছাগল থেকে শুরু করে যত প্রকার মাছ মাংস আছে নিয়ে ফ্রিজে রেখে দিলো,
.
বউকে নির্দেশ দিলো রোজ ছয় সাত প্রকার রান্না করতে হবে! যখন যা খেতে চাও বলবে! দুদিনের দুনিয়া!
.
তার অবশ্য ধার নেওয়ার পিছনে রহস্য ছিলো, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আর দেনা শোধ করতে হবে না,
.
সেই খাওয়া দাওয়ার পাশাপাশি বউকে আরো একটি সতর্কবার্তা দিলো, রাতে তেমন ঘুমানো যাবে না, যা মাস্তি করার ২১ তারিখের আগে করে নিতে হবে...তারপর পুরো জীবন তো ঘুমাতে পারবে!
.
ঐ দিন পৃথিবী ধ্বংস না হওয়ায় সব চেয়ে বড় ধাক্কা খেলো কদম আলী! পাওনা শোধ কেমনে করবে সেই টেনশনে সে পাগলপ্রায়,
.
কিছুদিন যেতে না যেতে আরেকটি খবর এলো পৃথিবী বরং ২০১৭ সালের ১ জানুয়ারি ধ্বংস হবে,
.
রবি গুরু সেদিনও যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতো, 'ধ্বংস হইয়াও হইলো না শেষ!'
.
এদিকে আমেরিকায় ২০০৯ সালে ২০১২ নামে একটি মুভি মেক্ করেছিলো যার মূলকাহিনী ছিলো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে,
.
পরিচালক রোলান্ড এমেরিখ এই গুজবকে কেন্দ্র পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে মর্মে ২০০ মিলিয়ন ডলার বাজেটের মুভি থেকে আয় করেছিলেন ৭৬৯.৭ মিলিয়ন ডলার যা বক্স অফিস রেকর্ড!
.
অন্যদিকে আমাদের কদম আলী ধার দেনার রেকর্ড নিয়ে আজো বিশ্বাস করে চলেছেন, ২০২৩ সালে পৃথিবী ধ্বংস হবে! ধার দেনা করার আরেকটা রিস্ক নেওয়া যায় কি না তা ও ভাবছেন!
.
গুজবে কান দিবেন না বললে আমরা আরো বেশী আতঙ্কিত হয়ে যায়! একটা গানের লাইন আছে 'রেল লাইনে বডি দেব, মাথা দেব না' কিন্তু আমরা গুজবে সবি দিয়ে বসে থাকি,
.
সাথে চলে হাসি ঠাট্টা রম্য! সেদিন মায়া সভ্যতার ক্যালেন্ডারে ছিলো পৃথিবীর শেষ দিন, পাশের বাসার সুন্দরীকে কোকোকোলা ট্রিট দেওয়ার পর, খাওয়া শেষে মুন্নী সাহার ভাবে বোতল উল্টিয়ে মাইক্রোফোনের মতো করে বলে, আপনার অনুভূতি কি?
.
পৃথিবী ধ্বংস হবে শুনার পর থেকে কথা কথায় কেঁদে একাকার করা বিলকিস বেগম কেবলি হাসতো, বিস্ময়ে আশেপাশের মানুষ হতবাক! পুনঃপুন জিজ্ঞেস করার এক ফাকে মুখ ফসকে বলেই পেললো, 'দুদিন পর তো মরেই যাবো, কেঁদে আর কি লাভ হবে!'
.
আরো মজার বেপার হলো আমি কোন পুরুষকে মরে গেলেও বিশ্বাস করিনা বলা নীলুফা আরা সবার আগে পৃথিবী ধ্বংস হবে গুজব বিশ্বাস করেছিলো,
.
জগতে এমন মানুষের সংখ্যা বেশী, যারা গুজব বিশ্বাস করে, লালন পালান ধারণ করে, হু তারা গুজব পেলে জেগে উঠে বলে তাদের হুজুগে বলে, বাকী সময় ওরা ঘুমে থাকে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪৮

রানার ব্লগ বলেছেন: আমি চাই না পৃথিবী ধংস হোক !! বেচে থাকুক পৃথিবী !!!

২| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেখা।

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আমি গুজবে কান দেই না।
এই বিষয়ে আমি সর্তক এবং সাবধান।

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কিছু মানুষ আছে সত্য কথা বিশ্বাস করে না কিন্তু গুজবে বিশ্বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.