নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নেশা

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:২৬

ভদ্রলোক মদ্যপ অবস্থায় বাজার করতে গিয়েছিলো,
.
আসার সময় ব্যাগ ভরে তরকারীর বদলে কুড়িয়ে পাওয়া একটি বাচ্চা মেয়ে নিয়ে আসলো!
.
বউ বাজার খুঁজতে গিয়ে একটি বাচ্চার খোঁজ পেয়ে দিশেহারা
.
পরে অবশ্য কোলে পিঠে করে মেয়েটিকে মানুষ করলো, বিয়ে দিলো,
.
বিয়ে দেওয়ার পর মেয়েটি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে
.
যাই হোক, জীবন এমনি কিন্তু ভদ্রলোক মাঝে মাঝে রাতে মদ খেয়ে রাস্তায় পাগলামি করতো! জামা কাপড় খুলে উ ল্লা ল্লা ও লালা বলে গান ধরতো, মেরে পাগলামি...!
.
কিন্তু সকাল হলে সে টুপি পাঞ্জাবী পরে একদম সুফি সাব্ হয়ে ঘুরতো,
.
এ যেনো, মানুষের মাঝে স্বর্গ-নরক/ মানুষেতে সুরাসুর!
.
তার নিজেরও সন্তান ছিলো কিন্তু তিনি আরো একটা কুড়িয়ে পাওয়া ছেলেকে মানুষ করার জন্য নিয়ে এসেছিলেন, সেটা অমানুষ হয়েছিলো,
.
ভদ্রলোকে টাকা পয়সা জমি টমির সাথেও একটা ইয়া বড় কলিজাও ছিলো! আস্ত এক্কান হৃদয়!
.
সে হৃদয় ভালবাসার যাতনার কিংবা নেশার,
.
এভাবে চলছে তার জীবন! নেশা কেটে গেলে সে ও ভালো মানুষ হতে চায় কিন্তু দিনশেষে আবার ফিরে যায় রঙ্গিলা জীবনে....!
.
নেশা একটি অভ্যেস! নেশা করলে যে মানুষটা খারাপ হবে সেটা একটি ভ্রান্ত ধারণা,
.
নেশা কাটানোর চিকিৎসা হলো তাকে দুই থেকে তিনমাস আটকিয়ে রাখা! প্রথম প্রথম সে বিরূপ আচরণ করে! কষ্ট হয়! তারপর নেশা করতে না পেরে, না করতে করতে একদিন তার নেশার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়!
.
তখন মানসিকভাবে স্থির থাকার জন্য তার প্রয়োজন হয় অনুপ্রেরণা! যা তাকে শক্তি যোগাবে! পৃথিবীর সবচেয়ে বড় শক্তি শব্দ!
.
আপনার একটি প্রয়োগকৃত শব্দ আপনার প্রিয়জনকে ভেঙ্গে দিয়ে নেশার দিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট,
.
একদিন লোকটি নেশা ছেড়ে দিয়েছিলো! নেশার তোড়ে বাজারের ব্যাগে করে যে মেয়েকে নিয়ে এসেছিলো তার ছেলে একটু একটু করে বড় হওয়ার পর একদিন বলেছিলো, দাদু তুমি এতো ভালো কিন্তু তোমার মুখের গন্ধে আমার বমি আসে!
.
'তবুও ভালবাসি দাদু!' স্রেফ একটি কথা! কখনো সে আর নেশার পথে পা বাড়াতে সাহস করেনি!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: সবাই যদি রাস্তা থেকে একজন করে বাচ্চা সত্যিই বাসায় নিতে ফিরতো তাহলে এদেশে কোনো শিশু পথে থাকতো না।

২| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানুষের অমানুষিকতা মানুষকে নেশাগ্রস্থ করে
আবার মানুষের ভালোবাসার পরশে মানুষ নেশা
ছেড়ে মা্নুষ হয়।

৩| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: নেশাটা ছাড়লেই পারে

৪| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:১২

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসুলভ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.