নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাস্ক দে, নাহলে ভাইরাস গিলে খাবো

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৬

খুব সহজে বলে দিই আতঙ্কিত হবেন না,
.
সাধারণ ফার্মেসিতে কয়েক মাস আগে নীল সাদার সার্জারিক্যাল মাস্কগুলোর বাক্স ছিলো ১৫০ টাকা, একটি বাক্সে ৫০ টি মাস্ক থাকে,
.
পাইকারী বাজার থেকে কয়েকটা বাক্স একসাথে কিনলে এগুলোর দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে থাকে, মানে প্রতিটি মাস্কের দাম পড়তো মাত্র ২ টাকা!
.
সেই মাস্ক খুচরা কিনলে কখনো কোন ফার্মেসিতে পাঁচ টাকার বেশী রাখতো না, রাতারাতি চীনে করোনা ভাইরাস পাওয়ার সুবাদে তা হয়ে গেলো ১০ টাকা!
.
যে 2 টাকার মাস্ক ৫ টাকা বিক্রী করলেও ৩ টাকা লাভ থাকতো সেটি শুধু ১০ টাকা হয়ে ক্ষান্ত হয়নি এতো পাতলা হয়েছে যে সেখান দিয়ে মশা মাছি ঢুকে যাওয়ার উপক্রম,
.
আরো কিছুদিন পর সেই মাস্ক ই ১৫ টাকা, রীতিমতো সোনার হরিণ!
.
শেষ যখন একটা মাস্ক কিনতে গিয়েছিলাম কোন ঔষুধের দোকানে মাস্ক বিক্রী করছে না!
.
এক দোকানে পেলাম সে একটি ২ টাকার মাস্ক যেটা আরো মজবুত ছিলো সেটার হালকা ভার্সনটাও ২৫ টাকা ধরে বিক্রী করতেছিলো,
.
দেশে তখন ম্যাজিস্ট্রেট, দুদক, টিআইবি, মানবাধিকারকর্মী, সুজন, সুশীলরা কোথায় থাকে আমার জানা থাকে না! সিরিয়াসলি আমার জানা নেই!
.
বাংলাদেশে করোনা ভাইরাস পাওয়ার পর চারদিকে আতঙ্কিত হবেন না মর্মে একে অন্যকে সান্ত্বনা দিয়ে চলছে! আরে মিয়া রাখেন আপনার মায়া কান্না!
.
গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাস নিয়ে বিশ্বে হইচই শুরু হলে আমরা আবিষ্কার করলাম থার্মাল মেশিন নষ্ট, বিমানবন্দরে যা একটু কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে, জায়গার সমস্যা থাকায় সেখানে আবার টয়লেট নেই!
.
করোনা আবির্ভাবের আজ প্রায় তিন চার মাস হয়ে গেলো প্রথম দিকে আমরাই ভাইরাল করলাম চীনে দশ দিনে বিশাল মেডিক্যাল বানিয়ে পেললো!
.
আমরা কি করেছি? করোনা ভাইরাস আক্রান্ত হলে মূল প্রভাবটা পড়বে ফুসফুসে তখনি দরকার পরবে রক্তে অক্সিজেনের মাত্রা নিরুপণের যন্ত্র, মনিটর, ভেন্টিলেটার এবং সার্বক্ষণিক নার্স এবং ডাক্তার!
.
আমাদের দেশে তা হাইস্যকর! এবারও কি বলবেন, আতঙ্কিত হবেন না?
.
সতর্কতা হিসেবে, এখন চলছে, বেশী বেশী হাত ধুইবেন কাল থেকে হাত ধৌত করার লিকুয়েডের অবস্থা মাস্কের মতো হবে,
.
হাতের গ্লাভস্ হয়ে যাবে ফুটবলের গোল্ডেন গ্লাভসের মতো আকাশ চুম্বী!
.
এই করোনাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা রাতারাতি কোটি টাকার মালিক হবে,
.
সবার নাকের ডগার সামনে দিয়ে সব ঘটবে! কেউ দেখেও দেখবে না! মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে দুই বাস্ক এন-৯৫ মাস্ক পেলে খুশিতে আত্মহারা হবে!
.
আমরা ভাববো, চাল কিনবো না মাস্ক কিনবো!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আর ৯ দিন পর মুজিব বর্ষ। অথচ করোনা ভাইরাস!!!

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: আজ দুইদিন করোনা মহামারী শুরু হয়েছে যেন।
আল্লাহ রহমত করো। ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.