নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টেস্ট না এরেস্ট....!

২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

বর্তমানে বাংলাদেশে আপনার করোনা হয়েছে কি না জানতে আপনাকে বিসিএসের মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, ক্ষেত্র বিশেষে লভিং....!
.
অতপর হয়তো ভাগ্য সুপ্রসন্ন হলে, করোনা আমার হয়ে গেছে বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না....!
.
প্রিলি পরীক্ষায় হট লাইনে ফোন করে সঠিক উত্তর দিতে না পেরে আপনি প্রথমেই বাদ হয়ে যেতে পারেন,
.
২১শে জানুয়ারি থেকে এখন পর্যন্ত কল এসেছে ১০,৯৩৫টি তার মধ্যে নমুনা পরীক্ষা ১০৬৮ জনের এবং গত ২৪ ঘণ্টায় ৩৪৫০টি কল এসেছে কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৪২ জনের,
.
বলে রাখা ভালো, হটলাইনে কল ঢুকাতে পারাও একটা ভাগ্যের বেপার, দুইটা ফাস্ট ক্লাশ কিন্তু একটা থার্ড ক্লাশ আবার এলাউ না!
.
প্রবেশপত্র বাছাইয়ের শুরুতে বাদ পরে যাচ্ছেন বাকীরা,
.
জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট আর তীব্র পেটব্যথার পর ভাইরাল হওয়া আতিকা রুমা বিসিএস দেওয়ার জন্য আবেদন করেছিলেন,
.
তার পরীক্ষার সিট পরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাপসাতাল এবং পরে কুয়েত মৈত্রী হাসপাতালে,
.
অনেক দৌড় ঝাঁপ করে যাওয়ার পর তিনি আবিষ্কার করলেন সেখানে আইইডিআরের সিট প্লান নেই!
.
তারপর সিন্ধান্ত হলো তার পরীক্ষা ঘরে বসে ই হবে! এক প্রকার বাধ্য হয়ে কর্তৃপক্ষ এসে নমুনা সংগ্রহ করলেন,
.
তারপর লিখিত পরীক্ষা ভাইভা শেষে রেজাল্ট আসে!
.
প্রতিদিন কতো খবর আসে পত্রিকার পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে,
.
বাংলাদেশে কয়টা সচেতন মানুষ আছে যারা করোনার সব উপসর্গ থাকার পরও এমন বাধ্য ছেলেরে মতো বিসিএস ক্যাডার হবেই পণ করে লেগে থাকবে!
.
এসব গল্প সচেতন নাগরিকদের নিজ উদ্যেগে ফোন করার পরের গল্প,
.
এমনও অনেক মানুষ আছে যারা করোনা শনাক্তের কথা শুনলে আক্রান্ত হবার ভয়ে পালিয়ে বেড়ানোর মানসিকতার!
.
সেখানে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকি যে কমিউনিটি পর্যায়ে করোনা ছড়িয়ে পরেনি,
.
৩৩ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে ৮৩,৫০০ মানুষের দেহে করোনা শনাক্ত করতে ৫ লাখ ৫২ হাজারেরও বেশী মানুষকে পরীক্ষা করতে হয়েছে!
.
প্রায় ২০ কোটির মানুষের বাংলাদেশে মাত্র ১ হাজার মানুষের করোনা পরীক্ষা করে কিভাবে আপনারা করোনা মোকাবেল করবেন, আমার মাথায় আসেনা!
.
যেদেশে চিকিৎসকদের পিপিই চলে যায় সচিব আমলা এমপি মন্ত্রী কিংবা ভিআইপিদের কাছে সেখানে ১০০০ নমুনা পরীক্ষার মধ্যে কত শতাংশ কোটা ছিলো সেই প্রশ্ন তুলবো না!
.
শুধু বলবো এমন দেশে জন্ম আমাদের আজন্ম পাপ!
.
আমাকে টেস্ট না বরং এরেস্ট করেন তবুও আমি মাকসুদের মতো গেয়ে উঠবো, আমি আমার মৃত্যুদন্ডের দাবী তুলতে চাই!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:২৮

মাহমুদুর রহমান বলেছেন: সিস্টেম গড়ি আমরা, সিস্টেম চালাইও আমরা।অপরাধও আমাদেরই।

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:২৯

একনিষ্ঠ অনুগত বলেছেন: দুর্নীতি আর স্বজনপ্রীতিতে ভরে গেছে দেশ।

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯

ঢাবিয়ান বলেছেন: যে চায়না থেকে এই রোগের উৎপত্তি সেই চায়না এখন অনেক ভাল আছে।কিছু চাইনিজদের হায়ার করে প্রসাষনে বসালে ভাল ফল পাওয়া যাবে।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: মজা না করে আল্লাহ আল্লাহ করেন।

৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:৪২

নেওয়াজ আলি বলেছেন:

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৩:১১

ইফতি সৌরভ বলেছেন: অচিরেই বাংলাদেশকে করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়ে বিজয় মিছিল এবং আতসবাজি উৎসব হবে। বিটিভিতে বলবে, দ্রুত সময়ে করোনা দূর করার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। তবে করোনা মুক্ত দেশ হতে কূটনৈতিকবৃন্দ কেন চার্টার্ড বিমানে দেশ ছাড়ছেন- তা থেকে যাবে এক রহস্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.