নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিয়েক্টাবস্থা

২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯

রাজধানীর দিয়াবাড়িতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনে কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হলে আপনারা আন্দোলন শুরু করলেন!
.
কারণ, স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি আছে,
.
বাড়িতে ঘর না থাকায় বাধ্য হয়ে গাছের মাচায় কোয়ারেন্টিনে থাকা ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সাত যুবকের মতো হয়তো আমাদেরও পরিস্থিতি হবে!
.
এদিকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ, নিউজটি ভাইরাল এবং প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে তা স্থানীয় এলাকাবাসীর কানে গেলে আকিজের প্রতিষ্ঠানে হামলা এবং বিক্ষোভ শুরু হয় সুতরাং তা ও অনিশ্চিত,
.
এর আগে কোয়ারেন্টাইনের জন্য চবিতে নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল নির্ধারণ করা হলেও স্থানীয় এবং সিনিয়র শিক্ষকদের তোপের মুখে তা ও ভেস্তে যায়!
.
এগুলো ভাইরাল হয়!
.
করোনা পরিস্থিতিতে এসিল্যান্ড বাবার বয়সী দিনমজুরকে কান ধরে উঠবস করালে ভাইরাল হয় কিন্তু পুলিশ দেখে ভয় পেয়ে ক্ষমা চাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসক হামিদুর রহমানের বুকে টেনে নেওয়ার দৃশ্য ভাইরাল হয়না!
.
গতকাল বিসিবি যে বলেছে কোয়ারেন্টাইনের জন্য দরকার হলে মীরপুর স্টেডিয়াম ছেড়ে দিতে রাজী সে খবর কে বা রাখে!
.
আরো ২৯৪ টি প্রতিষ্ঠান যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রস্তুত সেগুলোর প্রশংসা দূরে থাক্ নামও জানিনা,
.
নিতম্বে সেনা বাহিনীর বেতের বারি দেখলেন, আড়ালে তাদের হাতে জীবন বাজি রেখে ক্যাম্পগুলোর গুরু দায়িত্বটি দেখলেন না!
.
কিছু ভালো কাজ, ভালো জিনিসও ভাইরাল করেন, দেখবেন অনেকে অনুপ্রাণিত হবে!
.
এই দেশে খুব সহজে সেফুদা, রিপন ভিডিও, হিরো আলম, টুনটুনি অদ্রিতারা ভাইরাল হয় কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্ণধার, এক টাকার খাবার, এক টাকার শিক্ষা, ব্লাড শেয়ারিং উদ্যোগগুলো ভাইরাল হয়না!
.
মারজুক রাসেল নাকি এক সময় ভালো কবিতা লিখতো, সাড়া পেতো না, যখন থেকে কবিতাকে খাইয়া দিছে তখন থেকে সে ও ভাইরাল!
.
কিয়েক্টাবস্থা....!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: দেশে মন্দ লোকের সংখ্যা বেশি।

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: এই সব আন্দোলন কি হইছে না করানো হইছে?

দিয়াবাড়ির টা কি অন্য কোথাও হইতেছে?
ইস্তেমা মাঠের আপডেট কি?

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:৫১

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ,




যখন থেকে বাঙালী স্বাধীন ভাবে মোবাইল টেপা শুরু করেছে সেদিন থেকেই তাদের এই চরিত্র ভাইরাল হয়েছে।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মরতেও চায় না আবার বাঁচতও চাইছে না।

৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১:০৭

আর. হোসাইন বলেছেন: সবাই চিন্তা করে আমি বাচলে বাপের নাম।

৬| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভালো চিনিস সকলেই শ্রদ্ধা করে ।
উহার ভাইরাল হওয়ার দরকার নাই।
ভাইরাল শব্দের সাথে ভাইরাস শব্দের মিল খুঁজে পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.