নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সংকল্প

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:২১

আজ নজরুল বেঁচে থাকলে এমন হতো,

সংকল্প

থাকব সবাই বদ্ধ ঘরে, দেখব না কিছুদিন জগৎটাকে,

কেমন করে ঘুরছে পাখা, বন্ধ হয় ছত্রিশবারের ঘুর্ণিপাকে। 

রুম হতে রুমের তরে 

ইঁদুর ছুটছে কেমন করে, 

ইঁদুরের নেশায় যেমন করে নিশ্চুপ বিড়াল শিকার ধরে, 

পরিস্থিতির স্বীকার হয়ে করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। 

কেমন করে বীর অর্ধাঙ্গী, তেলের কড়াই সেঁচে পিয়াজু আনে, 

কেমন করে দুঃসাহসী আসছে তেড়ে তেল নুন লাকড়ি নেই বলে। 

জাপটে ধরে বউয়ের ঝুঁটি 

জগত-সংসারে আজ চলছে ছুটি, 

কেমন করে ভালবাসার মানিক, বোঝাই করে অভিমান আনে, 

কেমন জোরে টানলে আঁচল উথলে ওঠে চোখের জলে। 

কেমন করে ঘরের লক্ষী ফুসে ওঠেন পাতাল ফুঁড়ে, 

কিসের অভিমানে মানুষ, চলে যেতে চায় জগত সংসার চুড়ে। 

কোয়ারেন্টাইনের দিনগুলো পার হয়ে যায় 

করোনা থেকে মুক্তির আশায়; 

হাউই চড়ে আবার চায় যেতে চন্দ্রলোকের অচিন পুরেঃ 

শুনবো আমি, ইঙ্গিত কোন 'মঙ্গল' হতে আসছে উড়ে।। 


কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি 

এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি। 

ইতালি আজ কেমন করে 

লড়াই করে চলছে ওরেঃ 

চীনারা ভাই কেমন করে কেঁটে উঠছে শিকল রাতারাতি! 

কেমন করে মাঝ গগনে নিভে গেলো ইউরোপের সূর্য-বাতি।। 


রইব আরো কিছুদিন বদ্ধ খাঁচায়, দেখব এ-সব টাইম লাইন ঘুরে- 

আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে। 

আমার সীমার বাঁধন টুটে 

বিছানার উপর পড়ব লুটেঃ 

মেঝে ফেড়ে নামব নীচে, ওঠব আবার সিলিং ফুঁড়েঃ 

বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোর স্মার্ট ফোন পুরে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৩

নেওয়াজ আলি বলেছেন:   অপূর্ব শব্দশৈলি

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.