নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

করোনা মোকাবেলায় আমাদের মুখের বুলি-ই যেনো গুলি

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৩

হট লাইনে কল করে কিংবা জ্বর সর্দি কাশিতে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে করোনা রোগী সনাক্তকরণ, পুরো বিশ্বে আমরাই প্রথম,
.
কেনো আমাদের নোবেলের বদলে নোভেল করোনা পাওয়া উচিত তা বলার জন্য এসেছি, মুখ দিয়ে সত্য বের হওয়ার জন্য ফ্রুটো পান করে লিখতে বসেছি!
.
কয়েক লাইন লিখবো আর রুচি ঝাল চনাচুর খেতে খেতে বলে উঠবো ওরে বাটপার! ওরে চিটার!
.
চায়না ঘোষণা করেছিলো কেউ করোনার উপসর্গ লুকালে তাকে ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে!
.
লক ডাউনের দিনগুলোতে কাউন্ট ডাউনে নিয়োজিত কর্মীরা ঘোষণা করেছিলো উহান থেকে কেউ আসছে তাদের এমন রিপোর্ট দিলে তারা এই দুঃসংবাদের জন্য ১৪০ ডলার পুরষ্কার দিবে,
.
সেই সময়ে দক্ষিণ কোরিয়া তাদের হাসপাতালগুলোতে অবু দশ বিশ ত্রিশ একশ বলে বিচ্ছিন্নভাবে এক হাজার মানুষ সিলেক্ট করে তাদের পরীক্ষা করে দেখতো কেউ সংক্রমিত হয়েছে কি না!
.
স্বাস্থ্য কর্মীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে কেউ গাড়ি নিয়ে যাওয়ার সময় তাকে নির্দিষ্ট জায়গায় পার্কিং করিয়ে করোন সংক্রমণের টেস্টিং করা হতো,
.
এমন সময়ে, করোনা রুগীর খোঁজ পাওয়ার জন্য ইরান ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো!
.
শুধু তা না, তাদের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা আসলো, কেউ যদি করোনা চিকিৎসা সরঞ্জাম মজুত, অপব্যবহার কিংবা দূর্নীতি করে তার শাস্তি হবে মৃত্যুদন্ড!
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫ শে মার্চ প্রত্যেকটা দেশকে ছয়টি পদক্ষেপ নেওয়ার জন্য একটা গাইড দিয়েছিলো,
.
তারমধ্যে একটি ছিলো, এমন একটি পদ্ধতি দাঁড় করাতে হবে যার মাধ্যমে প্রত্যেকটি করোনা রুগীকে শনাক্ত করা যাবে ৷
.
আরেকটি ছিলো নমুনা পরীক্ষার দক্ষতা এবং সক্ষমতা প্রচুর বাড়াতে হবে,
.
সাথে, চিকিৎসা ব্যবস্থারও দক্ষতা সক্ষমতার মাধ্যমে নতুন করে ঢেলে সাজাতে হবে!
.
এরপরেও সচেতন মানুষগুলোকে বাহবা দিতে হবে, লক্ষ লক্ষ মানুষ হেল্প লাইনে ফোন করেছে, নিরুপায় হয়ে আইইডিসিআরে গিয়েছে, লভিং করেছে শুধু মাত্র টেস্ট করার জন্য কিন্তু আইইডিসিআর হাজার খানেক টেস্ট করে যে দায় সেরেছে তা কখনো মেনে নেওয়া যায় না!
.
ভারতে ১৩৪ কোটি মানুষের দেশে মার্চের শেষ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৩৮ হাজার, তবে কি দাদারাই আমাদের অনুপ্রেরণা?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন:

২| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

নেওয়াজ আলি বলেছেন:

৩| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

রানা আমান বলেছেন: আমাদের সরকার সর্বোতভাবে দাদাদের কে অন্ধ অনুসরণ করার পথ ধরেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.