নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
রুগী মারা যাওয়ার পর আপনার আবিষ্কার করতেছেন সে করোনা পজেটিভ ছিলো,
.
তারপর কার কার সাথে মেলামেশা করেছে তার হিস্ট্রির খোঁজ কি এতো সোজা!
.
এটা একমাত্র দিতে পারবে দুই কাঁধের দুই ফেরেশতা যারা প্রতিদিনের কৃতকর্মের ডায়েরি লিপিবদ্ধ করে,
.
দুই দিন ধরে শ্রমিকরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা ফিরছে আপনাদের কোন খেয়াল ছিলো না যতক্ষণ সেটা ভাইরাল হয়ে লক্ষ শ্রমিকের লং মার্চের ছবি ভাইরাল হলো না!
.
আগুন ছড়িয়ে দাউদাউ করে জ্বললে আমাদের টনক নড়ে কিন্তু যখন আগুনের ফুলকি দেখা যায় তখন সেই স্ফুলিঙ্গে আমরা আরামছে নিশ্চিন্তে সিগারেট জ্বালায় অতপর টানতে থাকি ৷
.
বাঙ্গালীর এই স্বভাব নতুন না, কথিত আছে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা ধরে নিয়ে যাওয়ার সময়ও আমরা খোশ মেজাজে ছিলাম পরবর্তী ২০০ বছরে ধরে পাছায় বেতের বারি খাওয়ার আগ পর্যন্ত,
.
প্রথমে লক ডাউন এবং গণপরিবহন বন্ধ না করে দিলেন ছুটি ঘোষণা, শ্রমিকরাও মনের আনন্দে গ্রামে চলে গেলো তারপর আবার লক ডাউন করা অবস্থায় বললেন গার্মেন্টস খোলা অতপর তারা চাকরি বাঁচাতে এক প্রকার জীবন বাজী রেখে ঢাকার পথে!
.
দুই দিন ধরে ঢাকায় যেতে থাকা শ্রমিকরা সেখানে পৌঁছলে এক প্রকার ঘোষণা দিলেন আবারও বন্ধ থাকবে কিংবা বন্ধ রাখার অনুরোধ ৷
.
এখন আবার তারা গ্রামের পথে হাঁটা দিবে, শুরু হবে আরেক জনস্রোত কিন্তু ক্ষতি যা হবার এর মধ্যে হয়ে গেছে!
.
করোনা ধরেন আগে তলানিতে পড়েছিলো এখন তা এক প্রকার গুলিয়ে শরবত হয়েছে, আল্লাহ না করুক........!
.
হিসেব সোজা, কিছুদিন গেলে শ্রমিকরা আবার বেতনের জন্য তাড়া দিবে শুরু হবে আন্দোলন! বিজিএমইএ তাকিয়ে থাকবে সরকারের দিকে কিভাবে বিনা শর্তে অনুদান নিবে আর সরকারের অবস্থা তো নাজুক....,
.
একটা বিষয় আজকে স্পষ্ট হলো সরকার আর প্রতিষ্ঠান মালিকদের মধ্যে সমন্বয়হীনতা কিংবা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে কারণ বিজিএমইএ জানিয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে আড়াই বিলিয়ন মার্কিন ডলার মূল্যেরও বেশি ক্রয়াদেশ বাতিল হয়েছে!
.
রানা প্লাজা বলেন কিংবা অন্য কোন ট্রাজেডি, কখনো পোশাক শিল্প এমন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি,
.
আরেকটা কথা হলো, রপ্তানী আয়ের ৮০ ভাগ এই শিল্প থেকে আসে যার সিংহ ভাগ ক্রেতা ইউরোপ আর বাকী অংশ আমেরিকা এবং অন্যান্য!
.
এখানে একটা সহজ সমীকরণ দিই, আমাদের যে পোশাক শিল্প তার সিংহ ভাগ কাঁচামাল আসে চীন থেকে, ধরলাম চায়না করোনা মোকাবেলায় সফল, আমরাও কাঁচামাল এনে পোশাক বানালাম!
.
কিন্তু ক্রেতা তো ইউরোপ আর আমেরিকা তারা তো আর এই সঙ্কট কাটিয়ে উঠতে পারছে না, খুব সহজে যে পারবে তারও সম্ভবনা নেই!
.
আপনি ব্যাংকে জব করেন! খুবি ই ভালো! গার্মেন্টস না থাকলে কয়টা ব্যাংক চলবে তা সময় বলে দিবে!
.
চায়না, ইউরোপ, আমেরিকা যেমন বাংলাদেশের অর্থনীতিতে ওতপ্রোতভাবে জড়িত তেমনি ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানও বৈদিশিক আয়ের সাথে.....!
.
আপনি বলতে পারেন, রেমিট্যান্স তো আছে, আরেকটু ভালো করে খবর নেন পুলিশের সূত্র মতে শুধু মার্চ মাসে প্রায় তিন লাখ লোক কেনো চলে এসেছে আর কখন যেতে পারবে?
.
একটা জিনিস মাথায় রাখবেন, করোনা কিংবা যে কোন মরামারি সেটা চায়না, ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য যেখানে আঘাত হানুক না কেনো তার প্রভাব বাংলাদেশে পরবে! পরবে! এবং পরবেই!
.
মাথায় গিলু লাগে না, গোবর থাকলেও একটু চিন্তা করলেই বুঝবেন! বাংলাদেশ এমন একটি দেশ যার প্রায় এক কোটি বিশ লাখের মতো মানুষ ওসব দেশে থাকে আর প্রায় পঞ্চাশ লাখ মানুষ ওদের জন্য পোশাক বানায় আবার তার সাথে আরো কয়েক কোটি মানুষ সরাসরি জড়িত,
.
যদি ওদের সাথে সম্পর্কিত পরিবার হিসেব করেন তাহলে পুরো বাংলাদেশ আজ হুমকির মুখে...আল্লাহর কাছে দোআ করেন! তিনি ই মালিক!
২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫
নেওয়াজ আলি বলেছেন: সরকার মোরগ দিয়ে হাল করছে।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: কেও জানাবেন কি গার্মেন্টস শ্রমিকদের সাথে এই অমানবিক আচরণের দায় কে নিচ্ছে ?
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: সামাজিক কাঠামোর জন্য এবং অতীত অভিজ্ঞতার জন্য আমাদের মত গরীব দেশের মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা সম্ভবত ধনী দেশের চেয়ে বেশী।