নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শ্রমিকরা নিরহ বলে বেঁচে গেলেন রুবানা হক্

০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, করোনা সুরক্ষার জন্য নিরাপত্তার স্তর ভেঙ্গে পড়লে জাতিসংঘের রিপোর্ট অনুসারে বাংলাদেশের ২০ লক্ষ লোক মারা যেতে পারে!
.
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বেনার নিউজ রিপোর্ট করেছে, জাতিসংঘের মেমো লিকড্ এবং বাংলাদেশে বিশ লক্ষ মানুষের মৃত্যুর আশংকা!
.
বিশ্ব মানবাধিকার সংস্থাও বলেছে বাংলাদেশে কমপক্ষে ২০ লক্ষ লোক মারা যেতে পারে দ্রুত ব্যবস্থা না নিলে!
.
Leaked UN Memo: COVID-19 Bangladesh
.
বিশ্বাস না হলে উপরের লেখাটি গুগুলে সার্চ করে দেখুন কোথায় আছি আমরা,
.
প্রায় সপ্তাহে আগে জাতি সংঘ থেকে আসা এমন সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা লক্ষ লক্ষ শ্রমিককে ঢাকায় এনে কাজ করিয়ে অর্থনীতির পুনরুদ্ধার করেছি!
.
তালিয়া হবে...! আরো জোরে তালিয়া হবে!
.
প্লিজ লেডিস্ এন্ড জেন্টেলম্যান পুটস্ ইওর হ্যান্ড টুগেদার এন্ড ক্লেপস্ এ তালিয়া...তারপর বিশ সেকেন্ড ধরে হাত ধুতে থাকুন!
.
মানুষ চাকরি হারানো ভয়ে ট্রাকের উপর থাকা তেলের ড্রামে ঢুকে লুকিয়ে ফ্যাক্টেরিতে গিয়েছে, কতটা অমানবিক দৃশ্য!
.
কানাডার টরেন্টো থেকে শুরু করে প্রায় উন্নত দেশগুলোতে গার্মেন্টস মালিকদের ‘বেগম পাড়া’ আছে!
.
মালিকদের কেউ কেউ হেলিকপ্টারেরও মালিক সাথে সবচেয়ে দামি বিএমডব্লিউ, মার্সিডিজ ব্রান্ডে গাড়িতো আছেই,
.
শুধু শ্রমিকদের বেতন দেবার বেলায় আসলে মালিকগুলো এমন ভাব করে যেনো কয়েকদিন না খেয়ে আছে!
.
অথচ দেশের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গার্মেন্ট মালিকরা,
.
একটি অনুসন্ধান করলে দেখবে, দেশে থেকে যে হাজার কোটি টাকা পাচার হয় তার অধিকাংশের মূল হোতা এই গার্মন্টসের কর্ণধাররা,
.
তবুও দুধ দেওয়া গরু লাথি মারলেও ভালো মর্মে আমরা চুপ থাকি, ওদের প্রেষণা দিই কিংবা অনুপ্রেরণা!
.
রুবানা হক্ আপনারা যত মোটিভেশনাল কথা বলেন না কেনো, পর্দার আড়ালে আপনাদের নিয়ে আমাদের কেঁচো খুঁড়ে সাপ বের করতে বাধ্য করবেন না,
.
সেদিন টিভি চ্যানেলের লাইভে আপনাকে খুবি অহংকারি মনে হলো, বারবার আপনি বলতে চেষ্টা করেছেন আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে!
.
আপনাকে বুঝানোর চেষ্টা করা হলো বিজিএমইএ-র সভাপতি হিসেবে আপনি দায় এড়াতে পারেন না কিন্তু আপনি মুখ ফুলিয়ে আছেন! বুঝলাম বড্ড অভিমান হচ্ছে!
.
এমন হলে দায়িত্ব ছেড়ে দিলে ই পারেন! জাতি ভুলে যায়নি এরশাদের আমলে শহীদ ছাত্রদের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে আপনি টিভিতে মিথ্যে প্রচার করেছেন তারপর থেকে আপনাকে ছাত্র সমাজ অবাঞ্চিত ঘোষণা করেছিলো,
.
শ্রমিকরা নিরহ্! খোদার কসম, নাহলে এতোক্ষণে আপনি বাংলাদেশ থেকে অবাঞ্চিত ঘোষিত হয়ে যেতেন!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: আহা ভাই, যে যত কম কথা কয়, তারে মাইরা বেশি মজা /:)

না দিব বিচার, না চাইব সুরাহা :((

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩২

আবদুর রব শরীফ বলেছেন: মাইর খেয়ে যে আওয়াজ করেনা তাকে কিলাইতে বড্ড মজা!

২| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৭

ঢাবিয়ান বলেছেন: সময় যখন খারাপ আসে, তখন খসে পড়ে ভদ্রবেশি , বাকপটু ডাকাতদের মুখোশ।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১

আবদুর রব শরীফ বলেছেন: অর্জিনাল মুখোশ ছাড়া বাকী মুখোস মাস্কের মতো, কতোক্ষণ আর পরে থাকা যায়!

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: রুবানা হক সরকার দলীয় লোক আর তাদের শক্তি বেশী । শ্রমিক শক্তিহীন ।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯

আবদুর রব শরীফ বলেছেন: এতোদিন খুব সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক কথা বলতো...!

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধনী লোকদের কখনও কিছু হয় না। সব বিপদ দরিদ্র লোকদের।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮

আবদুর রব শরীফ বলেছেন: তবে করোনাতে মনে হয় ধনী লোকরাই সবচেয়ে বেশী আতঙ্কে আছে!

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রধানমন্ত্রী তার সমালোচনা করেছেন।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৫

আবদুর রব শরীফ বলেছেন: তবুও অনেক প্রতিষ্ঠান এখনো চালু রয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.