নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সংবাদগুলো কেবলি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য...

০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

পুরো পৃথিবীতে করোনা নিয়ে কি চলছে আপনারা সবাই জানেন, বুঝেন, দেখেন কিন্তু হারামিরা....?
.
প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, এই দুঃসময়ে অনিয়ম হলে আমি কিন্তু ছাড়বো না!_বাংলা নিউজ
.
তারপরও চলিতেছে সার্কাস,
.
নওগাঁয় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৫৫০০ কেজি সরকারি চাল উদ্ধার!_ডিবিসি নিউজ
.
ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের ২৫০০ কেজি চাল উদ্ধার!_প্রথম আলো
.
যশোরের মণিরামপুর থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ!_সময় নিউজ টিভি
.
বগুড়ায় আ.লীগ নেতার হেফাজত থেকে ২১২ বস্তা চাল উদ্ধার!_জাগো নিউজ
.
সিলেটে ওয়ার্ড কাউন্সিলরের বাসা থেকে ‘খাদ্য ফান্ড’র ১২৫ বস্তা চাল উদ্ধার!_একুশে জার্নাল
.
জয়পুরহাটে ভিজিডি'র ১০২ বস্তা চাল উদ্ধার!_কর্পোরেট সংবাদ
.
যশোরের চৌগাছায় ১০ টাকা কেজির ৫৮ বস্তা চাল উদ্ধার!_দৈনিক যুগান্তর
.
বড়লেখায় ব্যবসায়ীর কাছ থেকে ৩২ বস্তা সরকারি চাল উদ্ধার!_দৈনিক ইত্তেফাক
.
বাগেরহাটে দরিদ্র কার্ডধারীদের বরাদ্দ ১৮ বস্তা চাল উদ্ধার!_বিটিসি নিউজ
.
শরণখোলায় সরকারি ১৮ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক!_মানবজমিন
.
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ অভিযানে হতদরিদ্রের ১৬ বস্তা চাল উদ্ধার!_নতুন বার্তা
.
বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারী চাল উদ্ধার!_বিডি বুলেটিন
.
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে সরকারি ত্রাণের চাল উদ্ধার!_ভোরের বার্তা
.
চট্টগ্রাম হাটহাজারিতে ত্রাণের চাল খেয়ে ফেললেন ইউপি চেয়ারম্যান!_মানবজমিন
.
এরসাথে জড়িয়ে আছে,
.
কিশোরগঞ্জের ভৈরবে ত্রাণের তালিকায় নাম তুলতে টাকা নেয়ায় ইউপি সদস্য গ্রেফতার!_সময় নিউজ
.
চাটমোহরে করোনার ত্রাণ বিতরণে চেয়ারম্যানের স্বজনপ্রীতি!_কালের কণ্ঠ
.
চট্টগ্রামে করোনার ত্রাণ বিতরণে চলছে স্বজনপ্রীতি ও ফটোসেশন!_বাংলাধারা
.
নবীগঞ্জে করোনার ত্রাণ বিতরণে অনিয়ম তুলে ধরায় সাংবাদিক পেটালেন ইউপি চেয়ারম্যান!_দেশ রূপান্তর
.
ত্রাণের বদলে মাইর দিছে চেয়ারম্যানে!_এমজেডআমিন পোট্রাল
.
দেশনেত্রী আপনি অনেক ব্যস্ত তাই যতটুকু সম্ভব খবরগুলো সংগ্রহ করে আপনাকে দিলাম!
.
ওরা আপনার কথা রাখেনি! যদিও কবি বেঁচে থাকলে বলতেন, কেউ কথা রাখে না!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন:

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ২৬টি পরিবারকে ত্রাণ দিয়ে ছবি তুলে ত্রাণ কেড়ে নিলেন হাটহাজারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আবছার তবুও শুকরিয়া যে প্রতিবাদ করা দুস্থদের হালকা মরাধর করলেও প্রাণ কেড়ে নেননি!

২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরা কখনো প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিকে পাত্তা দেবে না এবং চুরি করে ধরা পড়লেও এদের কিচ্ছু হবে না।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯

আবদুর রব শরীফ বলেছেন: তৎকালিন কম্বল চোরদের পরবর্তী প্রজন্মই বর্তমানে চাউল চোর-

-আন্দালিব রহমান পার্থ

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

রডারিক বলেছেন: এরা সবাই আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা। তাই এদের সব অপরাধ মাফ। কোনভাবে যদি বিনপির লোক হত এতখখনে গ্রেপ্তার/ বরখাস্ত কিছু একটা হত।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১২

আবদুর রব শরীফ বলেছেন: করোনা বাংলাদেশে হানা দেওয়ার প্রথম ৩০ দিনে করোনায় আক্রান্ত রোগী ধরা পড়েছে ১৬৭ জন।
আর গরীবদের ত্রাণ থেকে চাউল চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে মাত্র ২০৪ জন।

এদেশের মানুষদের জন্য যা খুবই দুঃখজনক একটি ব্যাপার।

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: এটা হলো চোরের দেশ।
আগে দেশ থেকে চোর দূর্নীতিবাজ দূর করতে হবে।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৬

আবদুর রব শরীফ বলেছেন: গরীবের রবিন হুডের মতো মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই মুহূর্তে দূর্নীতিবাজদের থেকে কালো টাকা ছিনিয়ে এনে গরীব দুস্থদের মাঝে বিলি করার,
.
বাংলাদেশ ষোল কোটি মানুষকে ভালো 'শুধু মাত্র অবৈধ সম্পদগুলো জব্দ করে' রাখা যেতে পারে!
.
ক্ষমতাবানদের বউয়ের নামে নামে বেনামে সম্পত্তি ক্রোকের এখনি সময়,
.
অনেক হয়েছে! আর না! ওদের ঘাড় থেকে চর্বি নামানো এখন আরম্ভ না করলে একদিন জনগন ঠিকি আইন নিজের হাতে তুলে নিবে!
.
ক্ষমতাসীন দল ঠিকিয়ে রাখতে হলে এটা আপনাকে করতেই হবে, নাহলে একদিন ত্রাসের ঘরের মতো সবি ভেঙ্গে নতুন নেতৃত্বে হাত বদল হবে!
.
দলের দূর্নীতির দায়ভার সেদিন বঙ্গবন্ধুর উপর গিয়ে পড়বে,
.
লোকে মহান নেতাকে বলবে 'চোরের দলের প্রতিষ্ঠাতা' মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী 'তা আপনি কি কখনো চাইবেন?'
.
প্রিয় শেখ হাসিনা 'আপনার হাতে সময় খুব কম' হয়তো এর সমাধান আপনি করতে না পারলে কয়েক বছরের মধ্যে দল নষ্টদের অধিকারে চলে যাবে!
.
এবারের সংগ্রাম, বঙ্গবন্ধু হাতে গড়া দল কিংবা সম্মান টিকিয়ে রাখার সংগ্রাম, এবারের সংগ্রাম 'অর্থনৈতিক স্বাধীনতা' অর্জনের সংগ্রাম!
.
আপনার হাতে যে অল্প সময় আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হবে আপনাকে, নিজের দলের সাথে মোকাবেলা করতে হবে, মনে রাখবেন, ত্যাগ যখন করেছেন, কঠিন ত্যাগ করার সময় এসে গেছে!
.
ব্রিটিশরা এক সময় এই বাংলাদেশে কঠিন থেকে কঠিনতর অত্যাচার করেছিলো,
.
ইতিহাস ভুলে যাবেন না, ভুলে গেলে চলবে না, ইতিহাস থেকে শিখতে হবে!
.
এক সময় ব্রিটিশরা পুরো বাংলার দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছিলো
.
তারপর প্রায় ২০০ বছর ব্রিটিশরা শাসন করেছে আমাদের,
.
এই বাংলার মানুষের যে তেজ, যে গরম রক্ত, যে গাদ্দারিপনা কিংবা নিজেকে স্বাধীন করার তীব্র মানসিকতা তাতে ব্রিটিশ না পুরো পৃথিবী চাইলেও বিশ বছর তাদের উপর অধিকার খাটিয়ে চলতে পারবে না, টিকতে পারবে না,
.
রক্তের বন্যায় গঙ্গা ভেসে যাবে, ইতিহাস বলে, আবারো বলছি ইতিহাস ভুলে যাবেন না, বাঙ্গালী এমন এক জাতি!!!
.
এই জাতি পৃথিবীর একমাত্র যারা ভাষা কেড়ে নেওয়ার কারণে রক্তে রাস্তা ভাসিয়ে দিয়েছিলো! আরেকটু হলে পদ্মা, মেঘনা, যমুনা ভাসিয়ে দিতো,
.
বাঙ্গালীর রক্ত টগবগ করে, বের হওয়ার জন্য, হেসে খেলে এভাবে কেউ খুব সামান্য অধিকারের জন্য রক্ত দেয় না!
.
পূর্ব পুরুষরা এক বঙ্গবন্ধুকে বিশ্বাস করেছিলো বলে, তার আঙ্গুলি হেলেনে পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্র টিকতে পারেনি,
.
পৃথিবীর আর কোন জাতি এতো টগবগে, আমার জানা নেই!
.
তবুও ব্রিটিশরা রাজকীয় এই জাতিকে ব্যবসার সূত্র ধরে এসে কিভাবে দুই শত বছর শাসন করেছিলো?
.
ব্রিটিশরা খুব ভালো করে জানতো আমাদের,
.
ঘাড়ে যে একটা রগ ত্যাঁড়া তা জেনেছিলো, বুঝেছিলো!
.
ক্ষমতা দখল করে তারা নীতি পাল্টিয়েছিলো,
.
বাঙ্গালীদের বিশ্বাস করিয়েছিলো তাদের হাতে তারা বাঙ্গালীদের থেকেও নিরাপদ!
.
এক বাঙ্গালী আরেক বাঙ্গালীকে দৌড়াচ্ছিলো, সে ব্রিটিশদের ডিস্ট্রিক রোডের দিকে দৌড়াতে থাকলো
.
কিন্তু মাঝপথে উত্তম মধ্যম খেয়ে বাসায় ফিরে আসলো!
.
বাসায় ফেরার পর মা বললো, 'তুই ব্রিটিশদের ডিস্ট্রিক রোডে উঠে গেলে তো আর এমন মাইর খেতে হতো না!'
.
ব্রিটিশরা এই বিশ্বাস অর্জন করতে পেরেছিলো বলে আমাদের শত বছর শাসন করতে পেরেছিলো!
.
নীতি পাল্টাতে হবে, কিভাবে ক্ষমতায় এসেছেন সেটা ফ্যাক্ট না! বাঙ্গালীকে শাসন করতে হলে তারা যে নিরাপদ তা বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলতে হবে,
.
নাহলে একদিন আবারো রক্তের নহল বের হবে সেদিন প্রিয় বঙ্গবন্ধুও রক্ষা পাবে না! কেউ না! ইতিহাস কথা বলে!

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি "যদি বাঙ্গালিকে বলা হয়, দেখ তুই চুরি বাটপারি কর আল্লাহ তোরে আজকের জন্যে মাফ করে দেবে (নাউজুবিল্লাহ), তাহলে দেখবেন মিনিমাম ৯৮% লোক চুরি বাটপারির জন্যে রাস্তায় নেমে যাবে"।

অনেকের ভিন্নমত থাকতে পারে তবে ৯৮% যে হবে, সেটা আমি ১০০% শিওর /:) :((
আর বাকি আমরা অনেকেই আছি, যারা সুযোগের অভাবে সৎ :(

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৮

আবদুর রব শরীফ বলেছেন: আপনি চোর থেকে সাবধান থাকবেন, না চোর আপনার থেকে সাবধান থাকবে,
.
জগতে ভালো মানুষের ই চোর থেকে সাবধান থাকতে হয় কিংবা থাকা উচিত!

৬| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

রাফা বলেছেন: এখন এদেরকে ধরার পর পরই স্যুট-টু কিল নীতি প্রয়োগ করা উচিত।

এই সময়ে যারা এমন কাজ করতে পারে তাদের'কে মানুষ মনে করার কোন কারন নেই।এরা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৯

আবদুর রব শরীফ বলেছেন: চোর কখনো ধর্মের কাহিনী শুনবে না! শেয়াল কাছে মুরগী বর্গা দিলে কিংবা মুরগী শেয়ালের আয়ত্তে এলে সে টুপি পড়া কিংবা না পড়া সেটা দেখবে না, তার দৃষ্টি থাকবে কেমনে মুরগী কবজা করবে সে দিকে তাই স্যুট টু কিল দরকার

৭| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

সাইন বোর্ড বলেছেন: প্রথমত এটা বুঝতে হবে যে, তারা নমিনেশন কিনেছে অনেক টাকা খরচ করে, ভোটের আগে সরকারের কাছ থেকে নমিনেশন কিনলেই যখন পাশ, তখন তাদের তো জণগনের প্রতি দায় বদ্ধতা থাকার কথা নয় । তাছাড়া বিনিয়োগকৃত টাকাও তো তাদের উঠাতে হবে ।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:২২

আবদুর রব শরীফ বলেছেন: পুলিশ পকেটে ইয়াবা ঢুকিয়ে দিলে সে তিনশ টাকা দিয়ে এই যাত্রায় রক্ষা পেলো তারপর সেই ইয়াবা একজন মাদকসেবীর কাছে পাঁচশ টাকা বিক্রী করে দুইশ টাকা লাভ করে ভাবছে বেপারটা মন্দ না, এমন বিনিয়োগ চলছে!

৮| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৫২

সোহানী বলেছেন: এ কি অবস্থা!

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

আবদুর রব শরীফ বলেছেন: ডিজিটেল বাংলায় কিয়েক্টাবস্থা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.