নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দজ্জালের এক চোখা নীতি এবং কিছু কথা..!

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

নেলসন্ ম্যান্ডেলা কিছু কথা বলে গেছেন যা বর্তমান পরিস্থিতিতে এটম বোমার মতো,
.
তিনি বলতে চেয়েছেন 'তথাকথিত রাজনীতিবিদরা ভাবে তাদের শত্রুগুলো ও আমাদের শত্রু হওয়া উচিত যা একদম ঠিক না'
.
আজকের পৃথিবীতে আমেরিকা ইসরায়েল মুসলিমদের পুরো পৃথিবীর শত্রু বানানোর চেষ্টায় অনেকটা সফল এবং তারা ভাবছে, তাদের শত্রু বিশ্ববাসীর চোখে শত্রু হতে হবে!
.
বাংলাদেশেও বর্তমানে এমন এক পরিবেশ চলছে, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষেও কথা বলেন তা যদি ক্ষমতাসীনদের বিপরীতে যায় তাহলে আপনি রাজাকার!
.
ঠিক এমনটা ও চলছিলো বিএনপি জোট যখন ক্ষমতায় ছিলো, তাদের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে হয়ে যেতো জাতীয়তাবাদের বিপক্ষের শক্তি, তাকে গ্রেনেড মারা হালাল!
.
এই জন্য হয়তো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, সবার আগে নিজের কাছে সৎ হতে হবে!
.
বর্তমানে মানবতার মা কিংবা তৎকালীন আপোষহীন নেত্রী যা বলেন না কেনো, মহান নেতা কিংবা নেত্রী হতে হলে সবার আগে আপনাদের চিন্তা ভাবনাগুলো একজন ম্যান্ডেলার মতো হতে হবে,
.
একজন ম্যান্ডেলা তাই হয়তো বলতেন 'মস্তিষ্ক রক্তের উপর প্রভাব বিস্তার করে' আর 'আমি জন্মেছি স্বাধীনতার পক্ষে লড়াই করে মৃত্যুর জন্য'
.
তার মতো কয়জন বলতে পারে 'পৃথিবীর যে কোন দেশে মুক্তি কিংবা অধিকারের জন্য যে আন্দোলন সেটাই আমাদের আন্দেলন'
.
ফিলিস্তিনের মুসলিম বিপ্লবী নেতা ইয়াসির আরাফাত ছিলেন ইসরায়েলের এক নম্বর শত্রু,
.
কিউবার কমিউনিস্ট বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ছিলেন আমেরিকার অন্যতম প্রধান শত্রু,
.
কিংবা লিবিয়ার বিপ্লবী স্বৈরশাসক কর্নেল গাদ্দাফি ছিলো ঔপনিবেশিক শাসকদের শত্রু,
.
তাদের সবার লক্ষ্য ছিলো মুক্তি কিংবা স্বাধীনতা এবং তাদেরও অনেক ভুল ত্রুটি ছিলো তবে তা অবশ্যই তাদের যারা শত্রু ভাবতো তাদের চেয়ে কম!
.
কি এমন অপরাধ করেছিলো ইরাক, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, সিরিয়া যার জন্য তাদের এতো কঠিন থেকে কঠিনতর যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে,
.
লক্ষ লক্ষ নারী শিশুদের কি অপরাধ ছিলো? না তারাও টুইন টাওয়ারে বোমা হামলা করতে গিয়েছিলো!
.
নেলসন ম্যান্ডেলাকে কেনো এতো ভালো লাগে জানেন?
.
তিনি কোন পরাশক্তিকে তোয়াক্কা না করে বলেছিলেন, 'ইয়াসির আরাফাত, কর্নেল গাদ্দাফি কিংবা ফিদেল কাস্ত্রো কাদের শত্রু তা আমার জানার দরকার নেই তারা আমার বন্ধু কারণ তারা আমাদের সাদা-কালোর বিপ্লকে সহায়তা করে বলেছিলো তোমরা সফল হবেই'
.
চালিয়ে যাও বন্ধু.....!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: আমিও এদের ভালোবাসি

২| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


কেডি'তে কাজ হচ্ছে না? কাজ না থাকলে, সন্দ্বীপ থেকে ঘুরে আসেন, মাথায় বাতাস লাগুক।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.