নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ও ভাই মুজে মারো মুজে মারো নেহি মাজাক হ রাহে

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২

অতীতে গরুর মাংসে হাড় বেশি হওয়ার জের ধরেও ব্রাহ্মণবাড়িয়া রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখেছি,
.
ঢাল-সড়কি,টেঁটা-বল্লম, গুলতি, লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে তারা দলে দলে বের হয়!
.
মজার বেপার হলো ঘরের নারীরা সঙ্গে নিয়ে বের হন মরিচের গুঁড়া সেটা কৌশলে বাতাসের অনুকূলে উড়িয়ে দেন এবং তা উড়তে উড়তে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে,
.
পৃথিবীর ইতিহাসে তাদের এমন টেকনিকগুলো মারাত্মক!
.
সেদিন দেখলাম একজনের পা কেটে নিয়ে যাচ্ছে তা দেখে হয়তো আরেকজন ভাবছে হাড় মাংসগুলো ফেলে দিলে ভালো জুতো হবে,
.
করোনাকালে মাস্ক পরে নিরাপদ দূরত্বে থেকে তারা মারামারি করছে বলে দেশবাসীকেও আশ্বস্ত করেছে!
.
ওরা কতটুকু সংস্কৃতমনা হলে সিডি ক্যাসেট বাকী না দেওয়ার জের ধরে সংঘর্ষে লিপ্ত হতে পারে তা আমাদের ধারণারও বাহিরে,
.
কিছুদিন আগে খবর এসেছিলো লুডু খেলায় চুরি করেছেন একজন এমন সামান্য ইস্যুতে জেলার বৈশ্যর গ্রামের দুই গ্রপের মারামারিতে টোটা বল্লম নিয়ে মুখোমুখি গ্রামের শতশত মানুষ!
.
কিউটনেসেরও একটা সীমা আছে, তালিয়া হবে ৷
.
শাস্তিগুলো আরো আদুরে, মারামারির অভিযোগে দুই যুবককে মাথা ন্যাড়া করে দিয়েছিলেন চেয়ারম্যান!
.
গতকাল ঝড়বৃষ্টি ঘরের চালায় নারকেল গাছ ভেঙ্গে পড়াকে কেন্দ্র করে তর্কের জেরে উত্তেজিত হয়ে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন,
.
গত মাসে অটো রিকশাওয়ালা আরেকজন যাত্রী না পাওয়ায়, দুই সিটের জন্য ৫০ টাকা ভাড়া দাবি করে তা থেকে বাক-বিতণ্ডা, মারামারি এবং দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত!
.
কতকাল ধরে এভাবে চলতে থাকলে মারামারিও যে এভাবে শিল্প হতে পারে তা তাদের না দেখলে বুঝা যায়না,
.
যারা ব্রাহ্মণবাড়িয়া লিখতে না পেরে সংক্ষেপে বি-বাড়িয়া বলে তাদেরকেও দেখে নিবে মর্মে একটি প্রজ্ঞাপনও দেখলাম!
.
তাই কবিগুরু লিখতে চেয়েছিলেন 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি আজব জায়গা ব্রাহ্মণবাড়িয়া' কিন্তু পা হারানোর ভয়ে তা আর লিখেননি!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৭

অনল চৌধুরী বলেছেন: এইসব অসভ্যরা ঢাকা শহরে এসে পুরো শহর আর দেশটা নষ্ট করছে।

ওদের আখাউড়া সীমান্ত দিয়ে যখন লক্ষ লক্ষ বোতল ফেন্সিডিল ঢোকে,তখন এই নেশার প্রতিরোধের জন্য ওদের এই ধর্মবোধ থাকেনা।এদের মরার শখ হয়েছে,মরতে দেন।

তবে দু:খ এটাই বেজম্মাগুলি শুধু নিজেরাই মরবে না,দেশের ১৭ কোটি মানুষকেও মারবে।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

আবদুর রব শরীফ বলেছেন: সেই ডায়লগটি মনে পড়ে গেলো আবার, ও ভাই মুজে মারো মুজে মারো নেহি মাজাক হ রাহে!

২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৮এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

আবদুর রব শরীফ বলেছেন: নতুন আপডেট চাই :P

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব থামেন। একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন কেন? খুব বিরক্ত লাগছে।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

আবদুর রব শরীফ বলেছেন: চলছে গাড়ি যাত্রাবাড়ি

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮

সোনালি কাবিন বলেছেন: রাজীব নুর বলেছেন: নুরু সাহেব থামেন। একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন কেন? খুব বিরক্ত লাগছে।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

আবদুর রব শরীফ বলেছেন: নুর ভাই থামার পাত্র না, চলছে চলবেই :P

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল ও নন্দিতভাবে উপস্থাপন ।

২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

আবদুর রব শরীফ বলেছেন: মজা এইআরকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.