নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীদের খবর কেউ রাখে না

২০ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২৫



প্রবাসী ভাইদের এসব কষ্ট কেউ বুঝে না, এমন কি পরিবার আত্মীয় স্বজনও,

মালয়েশিয়া প্রবাসী কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মোঃ আরিফুল ইসলাম নামের এক প্রবাসী ভাই ক্লাং এলাকায় লিপ্টো নামে এক কোম্পানিতে কাজ করতো এবং করোনা ভাইরাসের কারণে তার কোম্পানির কাজ বন্ধ হয়ে যাওয়ায় অন্য কোম্পানিতে কাজ করে সেখানেও ৭ দিন কাজের পরে হটাৎ সেই কোম্পানিরও কাজ বন্ধ হয়ে যায়।

এদিকে নিজে চলতে পারেনা অন্যদিকে দেশের বাড়ি থেকে টাকার জন্য চাপ দেওয়ায় পারিবারিক কলহ সৃৃষ্টি হয়। অনেকের ধারনা মানসিক অশান্তির কারণে তিনি আত্মহননের পথ বেঁচে নিয়েছেন!

প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ আপনারা এই মহামারি সময়ে ধৈর্য্য ধরুন। আত্মাহত্যা কোন সমাধান না। ইনশাআল্লাহ অচিরেই ভালো সময় আসবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রথম ছবিটি দয়া করে মুছে ফেলুন | এটা মরহুমের পরিবার এবং পোস্টার পাঠক সবার জন্যই প্রদর্শনযোগ্য নয় |

২| ২০ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৫

সুপারডুপার বলেছেন: কোন ছবি সামু ব্লগে দেওয়া যায়, কোন ছবি দেওয়া যায় না, এটা নিয়ে সুস্থ মাথায় চিন্তা করে সামু ব্লগে ছবি পোস্টাইয়েন।

৩| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীর সভ্য ও উন্নত দেশের সংবাদপত্র সমূহে সব সময় মার্জিত ছবি দেওয়া হয়। বাংলাদেশে ঠিক তার উল্টোটা।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫

শুভ্র মিহির বলেছেন: কষ্ট করে উভয় ছবি মুছে দিন

৫| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপের মানুষ মাছ ধরেন ভালো, ব্লগিং শিখতে পারেন না কিছুতেই!

৬| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: ছবিটি রিমুভ করা হয়েছে যদিও ব্লার করে দিয়েছিলাম ৷

৭| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩

নেওয়াজ আলি বলেছেন: সুদিন আসবেই। দঃখের পর সুখ।

৮| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

পলাতক মুর্গ বলেছেন: ১৯৯২ সালে জন্ম নেয়া ছেলেটা আত্মহননের পথ বেছে নিল। কামাই রোজগারের ব্যপারে আমরা খুব জালেম। পয়শা খরচ করার সময় অপচয় করি, বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠানবাজি না করলে আমাদের চলেই না, সমস্ত যায়গায় অপচয় করাকে আমরা অত্যাবশ্যক মনে করি। লোভী এবং স্বার্থপরের মত আচরন করি। মানুষের জীবনের কোন মূল্য দেই না। অনেকটা পশুর মত হয়ে গেছি আমরা। এই পশুর মত সমাজের হাত থেকে বাঁচার জন্য অনেকে আত্মহত্যা করে।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

আবদুর রব শরীফ বলেছেন: আপনার কমেন্ট সত্যি খুবি মূল্যবান ছিলো! অসংখ্য ধন্যবাদ ৷

৯| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমাদের দেশের মানুষ মনে করেন যে বিদেশে গেলেই বোধহয় অনেক টাকার মালিক হওয়া যাবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, একটা জেনারেশন আমাদের দেশে তৈরি হয়েছে বিগত ৩০-৪০ বছরে যারা নিজেদের সন্তানকে বা পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে বিদেশে পাঠিয়ে সেই টাকায় ফুর্তি করতে আগ্রহী এবং টাকায় একটু টান পড়লেই আবার তাদের ভেতরের রূপ টা বেরিয়ে আসে :((

এর থেকে দুঃখজনক আর কী হতে পারে, "যে মানুষটা এতদিন সংসারের হাল টেনেছে, সে কিছুদিন চাকরিবিহীন থাকলেই এরকম পারিবারিক চাপের মধ্যে তাকে পড়তে হচ্ছে"

১০| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: অনুসন্ধান হওয়া দরকা্র কেন আত্মহত্যা করলো। প্রেম ঘঠিত ব্যাপার থাকতে পারে। কাজ নাই। টাকা নাই। এই জন্য কেউ মরে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.