নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কোয়ারেনটিনের দিনগুলোতে \'এক লাইনের অনুরম্য\'

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

মানুষকে ন্যাড়া হওয়ার জন্য উৎসাহিত করুন না হলে স্যালুন খুললে এক সপ্তাহেও সিরিয়াল পাবেন না!
.
ইদানিং প্রকৃতি, এক্স, মানবতা সবি ফিরে আসতেছে, আপনারটা না এসে থাকলে ধরে নিবেন করোনায় মরে গেছে...!
.
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি করোনা আক্রান্ত হয়ে শ্বাস প্রশ্বাসের সংকট হলে ভেন্টিলেটরের সীমাবদ্ধতার বিকল্পে ক্রাশকে নিয়ে এসে মুখে লাগিয়ে দিও....!
.
সদ্য প্রাপ্ত ব্রেকিং নিউজ,
সুন্দরবন, কক্সবাজারের পর ইউনেস্কো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক মারামারিকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করেছে!
.
তিন নায়িকাসহ কোয়ারেন্টিনে সালমান খান এটা শুনার পর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন বালের লক ডাউন বলে তা অমান্য করে বাহিরে চলে আসছে!
.
হাছান মাহমুদকে তথ্যমন্ত্রী, জাহিদ মালেক মহোদয়কে স্বাস্থ্যমন্ত্রী করা ই কি তথাকথিত ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান?
.
পা চাটা গোলামদের কখনো বিশ্বাস করতে নেই কারণ সুযোগ পেলে তারা নিচ থেকে উপরে উঠে ওটা ও চাটা শুরু করবে!
.
একদিন স্পেন ইতালি চীন আমেরিকাসহ সবাই করোনাকে জয় করবে, কেবলি শিরোনাম হতে থাকবে বাংলাদেশ!
.
সেনাবাহিনীকে বাদ দিয়ে সোনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের সিন্ধান্ত আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন?
.
জাহিদ মালেকের বাবা আব্দুল মালেক ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আর তিনি ইংরেজি থেকে পাশ করে স্বাস্থ্য মন্ত্রী, দুটোই আজ বিলুপ্তির পথে....!
.
ঔষুধের ফার্মেসিতে বিড়ির খোঁজ করা পাবলিকগুলো মানব জাতির বেঁচে থাকার অনুপ্রেরণা কিংবা শেষ চেষ্টা...!
.
দেশে চলছে 'করোনা' নতুন দম্পতিদের মাঝে চলছে 'ছাড়োনা'
.
দুদক গঠন করা গেলেও নামের বিড়ম্বনার কারণে 'চোর দমন কমিশন' গঠন করা গেলো না!
.
মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার দীপু মনিকে এখনো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রদ বদল করছেন না কারণ রাজনীতি বিজ্ঞানের কোন ছাত্র আবার সেই সুবাদে প্রধানমন্ত্রীত্ব দাবী করে বসে থাকার সম্ভাবনা আছে!
.
হ্যালো স্বাস্থ্যমন্ত্রী, কষ্ট করে পদত্যাগ করলে ২১৯ কে ২০১৯ বলা লাগতো না!
.
এবারের পহেলা বৈশাখের স্লোগান ছিলো,
'স্টে সিঙ্গেল, স্টে সেইফ'
.
আগামী সকালে পৃথিবীর বুকে যে নববর্ষের জন্ম হবে তা কেবলি সিঙ্গেলদের..., এই প্রথম কাপল ছেড়ে সিঙ্গেলদের সৌজন্যে পহেলা বৈশাখ এসেছে! ওহে বৈশাখ, ভাই বুকে আয়!
.
কৃতকর্মের জন্য আগে আমরা পুলিশকে গালি দিতাম, এখন তারা আমাদেরকে দেয়.....!
.
চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব.... চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছেন?

- না উনি বর্তমানে সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৷
.
কিছু উপজেলায় চেয়ারম্যান সাহেবরা চাল চুরির কারণে জেলে থাকায় চারিত্রিক সনদের সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে...!
.
এমপি ত্রাণ দিলেন সেগুলো গরীব মানুষরা কষ্ট করে রান্না করতে হবে ভেবে রেঁধে দেওয়ার জন্য ছিনিয়ে নিলেন স্থানীয় নেতারা..., মানবতা এখনো মরেনি ৷
.
অনেক মানুষকে বিশ সেকেন্ড ধরে হাত ধৌত করতে বললে তারা মনে করে এরপর বুঝি খাবার দিবে!
.
আমার ঘরে কয়েকটা বিড়াল ইঁদুর থাকতো, তাদের আজীবনের জন্য ভাড়া মওকুফ করে দিয়েছে!
.
করোনার বদৌলতে আবহাওয়ার কি পরিবর্তন মাইরি, চবিতে বহু বছর পর রাত তিনটায় কোকিলের ডাক শুনা যাইতেছে...!
.
আর শুধু 'আরএফএল/এন্ মোহাম্মদ প্লাস্টিক মাস্ক' বাজারে আসার বাকী আছে...!
.
এই মুহূর্তে রপ্তানী আয় প্রায় বন্ধ, বিশ্বের এই ক্রান্তিলগ্নে আইইডিসিআরকে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায় কি না ভাবছি....!
.
ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রে আইইডিসিআর থাকলে তারাও করোনা মোকাবেলায় আমাদের মতো সফল হতে পারতো...!
.
বেপারটা এমন,
'নো এক্সাম, নো ফেইল'
.
সিগারেট 'নিত্য প্রয়োজনীয়' দ্রব্য না তবে 'নিত্য আবশ্যকীয়'
.
বুরুন্ডি নাকি একমাত্র আফ্রিকান দেশ সেখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, তাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই সফলতার সিক্রেট জানতে আগ্রহী হলে তিনি বলেন, 'বেপারটা খুব ই সিম্পল, আমরা কাউকে টেস্ট করিনি' এভাবে অপ্রতিরোধ্য গতিতে করোনা ঠেকিয়ে দিচ্ছে উন্নয়নের রোল মডেল খ্যাত কিছু দেশ....! হাত তালি হপ্পে ম্যান্!
.
করোনা প্রতিরোধে আর্মি পুলিশদের ওয়ান টাইম লাঠি দেওয়া দরকার, নাহলে বেত থেকেও করোনার ছড়াতে পারে...!
.
লাশ গণনার দায়িত্ব বেকার বসে থাকা ইসিকে দিতে পারেন....তারা অন্তত আইইডিসিআরের মতো কম ভোট দেখাবে না!
.
আইইডিসিআর এবং ইসি দুটো একই মায়ের পেটের দুই ভাই বোন!
.
করোনায় কেউ মরে গেলে বঙ্গবন্ধুকে গিয়ে বলে দিও দেশে ডাক্তারদেরও পিপিই নেই!
.
ফ্রুটিকা খাওয়ার পর মাথায় এলো, 'বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দাবী করা একটি দেশের ডাক্তাররা পিপিই'র অভাবে চিকিৎসা দিতে পারছেন না!'
.
যে দেশে পর্যাপ্ত থার্মাল মেশিন নেই সেই দেশে আতশবাজি উদযাপন কেবলি ফুটানি...!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: সুদিন আসবেই। দঃখের পর সুখ।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

আবদুর রব শরীফ বলেছেন: সেই প্রত্যাশায় থাকলাম ৷

২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৪

রাফা বলেছেন: এক লাইনের অনুরম্য ভাল্লাগছে। ;)

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম ৷

৩| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪

রডারিক বলেছেন: দারুণ লিখছেন মাইরি! একেবারে মনের কথা।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

আবদুর রব শরীফ বলেছেন: ঠাট্ট আমাদের জাতীয় ঐতিহ্য

৪| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

ঈশান মাহমুদ বলেছেন: বাহ ! ভালো 'গবেষণা' করেছেন। :)

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

আবদুর রব শরীফ বলেছেন: কোয়ারেন্টাইনের দিনগুলো... আবার কখনো যদি ফিরে যায় ক্লান্ত পরিশ্রান্ত পৃথিবীতে, খুব মিস করবো ৷

৫| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২১

সাইন বোর্ড বলেছেন: কয়েক লাইনে বর্তমানের আসল চেহারাটা বেরিয়ে এসেছে । এগুলো দুটো পোষ্টে আসলে পাঠকরা দুবার পড়তে পারত, বেশি লম্বা হয়ে গেছে বলে মনে হয় ।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা পেলুম ৷

৬| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

ক্ষুদ্র খাদেম বলেছেন: শরীফ ভাই, আর এফ এল মাস্ক না, পুরো ফেস শিল্ড নিয়া আসছে মার্কেটে, আমারে মেইল দিসিল দুই সপ্তাহ আগে /:)

এইডারে কী কইবেন "এডভান্স মার্কেটিং"??? :-B

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: এটা কেমন হবে? ওরা তো চাইলে সবি বানাতে পারে অতীতেও আমরা দেখেছি ৷

৭| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: কোনও আইডিয়া নাই ভাই, কেমন হবে সেই ব্যাপারে!! কিন্তু, এইটা সত্যি যে ওরা আসলে মোটামুটি সবই বানাতে পারে :|

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: প্লাস্টিকের ভেন্টিলেটর সস্তায় আনতে পারলে তো একটা কাজ হতো ৷

৮| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ বলে কি আমরা মাঝে মাঝে বিলাসিতা করতে পারবো না??

২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

আবদুর রব শরীফ বলেছেন: কেনো পারবো না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.