নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনু ঠাট্টা, বিষ সাল

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

বিষ সালটা এভাবে ঠাট্টা দিয়ে শুরু করেছিলাম, কে জানতো এমন হবে!
.
মাস্কের এই ক্রান্তিকালে নেকাপ করা মেয়ে দেখলেই হিংসে হয়, কতটা নিরাপদে চলছে!
.
করোনার ভয়ে হাত ধুতে ধুতে আঙ্গুলের ছাপ উঠে গেছে এখন মোবাইলের ফিঙ্গার প্রিন্ট আনলক হচ্ছে না!
.
কে যেনো মানবতার দেয়ালে নিজের ব্যবহারকৃত সার্জারিক্যাল মাস্কটি দান করে গেছে...!
.
শুধু খাওয়ার আগে না, প্রতিবার বউকে ছোঁয়ার আগেও ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে!
.
পিংক কালারের মাস্ক উপহার দেওয়ার পরও প্রেমে বিফল হলে মূল্য ফেরত দিবো!
.
পাপিয়ার অধীনে কাজ করতো সতেরশ সুন্দরী নারী, বাকী সুন্দরীরা বিসিএস ক্যাডারের অধীনে...!
.
সৃজিতের বয়স ৪২ আর তাহসানের ৪০, অথচ লোকে তাহসানকে শিশু মনে করে আর সৃজিতকে.....!
.
পুরো বিশ্ব করোনা আতঙ্কে আর মাননীয়রা আছে পাপিয়া আতঙ্কে...!
.
দেশ কখনো গোলাপীর কখনো গোপালীর....!
.
জন্মের পর থেকে দেখে আসতেছি দেশটা কখনো শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার, আমরা ওখানে কেবলি ভাড়াটিয়া...!
.
মেকাপ হলো স্টেজের মতো, পিছনে বাঁশ থাকে!
.
শাদী ডট কমে এড দিলাম, সেখান থেকে এক মেয়ে নক দিয়ে বললো তার O+ ব্লাড লাগবে!
.
এমন এক অবস্থা একসাথে যারা গাঁজা খায় তারাও একে অপরকে সহযোদ্ধা বলে সম্বোধন করে!
.
বর্তমানে বিএনপির হরতাল ঘোষণা, জিয়াকে স্বাধীনতার ঘোষক ঘোষণার মতো ভিত্তিহীন!
.
সু্ষ্ঠ নির্বাচন হলে আর কেউ জিতুক না জিতুক ডেইজি আপা অবশ্যই জিততো!
.
এক প্লেট চায়নিজ খাবারের দাম দিয়ে অনায়াসে একটা চায়নিজ মোবাইল কিনা যায়!
.
আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা হলো সিইসি কে এম নুরুল হুদাকে আবিষ্কার!
.
বিসিএস ক্যাডার হলে মেয়েদের কাছে ছেলেদের টাক মাথাকেও বিশাল স্টেডিয়াম মনে হয়!
.
যে মেয়েটাকে একটু আগে ফকিন্নী লাগছিলো, শাড়ির পরার পর তাকেই রাণী মনে হতে লাগলো!
.
প্রার্থী ছাড়া ভোটারদের কাছে নির্বাচন এখন কেবলি একটি ছুটির দিন!
.
পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন বানানোর রেকর্ডও কিন্তু আমাদের, ১,৪৭, ৬১০ বর্গকিলোমিটার!
.
যে দেশের ৫০% ওয়ার্ক এট্ ছাত্রলীগ,
৫০% ওয়ার্ক এট্ ফেসবুক্ সম্প্রদায় থাকে, সে দেশে কিভাবে কেউ বেকার থাকতে পারে!
.
ইন্টার পড়ুয়া সুন্দরী মেয়ে বললো, একটা ভালো বই সাজেস্ট করতে! তাকে, 'উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র সাজেস্ট করলাম!'
.
আমি দুই দিন তেমন স্ট্যাটাস দিই নাই, এটা যেনো ফেসবুকবাসীর জন্য ঈদের ছুটির ছিলো!!!
.
ক্লাশ সেভেন এইটে নায়িকা পপিকে আপু ভাবতাম, এখনো সে নাকি সৎ যোগ্য ভালো মনের পাত্র খুঁজছে!!! দোষ খালি রেলমন্ত্রীর হয়...!
.
ছাত্র জীবনে শ্যুটেট বুটেট হলে হিরো লাগে, আর চাকরি জীবনে শ্যুটেট বুটেট হলে গুলিস্তানের হকারের মতো মনে হয়!
.
যে সব ছেলেরা প্রোফাইল লক করে রাখে তাদের জন্মদিনে বোরকা গিফট করুন!
.
মেয়েরা ফেইল করলে বয়স কমে!
.
প্রথম প্রথম প্রেম হলে প্রেমিকাকে মশা কামড় দিলেও জেলাস লাগে!
.
বাঙ্গালীর গালি আশীর্বাদ, যারে কাউয়া ডাকে, সে ই একাধারে এমপি, মন্ত্রী, সেক্রেটারি......!
.
ধর্ষকের নামও যখন মজনু হয়.....!
.
ডাক্তারের সিরিয়ালের চেয়ে এখন সেলুনে চুল কাটার সিরিয়াল পাওয়া কঠিন!
.
GRE করতেছি, ভিসাটা পেয়ে গেলে ট্রাম্পের একদিন তো আমার একদিন!
.
মামা বুকে হাত দিয়ে কও তো, আমেরিকা এবং ইরান দুই দেশের ভিসা দিলে তুমি কোন দেশে যাবে?
.
যত্রতত্র বজ্য এবং বীর্য ফেলবেন না!
.
নামাজে মেয়ের বাবা জোরে আমিন বলে আর ছেলের বাবা আস্তে আমিন তাই বিয়ে ভেঙ্গে গেছে!
.
বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বর্ণবৈষম্য নেই, কারো নাম কালা মিয়া, ধলা মিয়া, লাল মিয়া, সবুজ মিয়া....!
.
দুই চারটা মেয়ে পটানো যাদের কাছে মামুলি বেপার আমি তাদের বলছি তোমরা মার্কেটিংয়ে জব নিও, লাইফে সাইন করতে পারবে!
.
জানু একটি রোমান্টিক মাস!
.
'আজ থেকে শুরু হয়ে গেলো দুই হাজার বিষ সাল'

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: ঠিকে আছি, ঠিকে থাকুন।
সাবধানে থাকুন, ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০

আবদুর রব শরীফ বলেছেন: রাজীব ভাই, আপনার জন্যও শুভকামনা ৷

২| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিষে ভরা ২০০০ বিষসাল
মাথা এখন টালমাটাল

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

আবদুর রব শরীফ বলেছেন: জগতের সব বিষ সাল মনে হয় এমনি কেটেছে ৷

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: মাথা তো আউলাইয়া দিলেন B:-) :-B

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

আবদুর রব শরীফ বলেছেন: হাহা কেনো?

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৭

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: পুরাই এলোমেলো কথামালা। ভালো লাগল ...

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

আবদুর রব শরীফ বলেছেন: এগুলো আসলে প্রতিদিনের এক একটি ভাবনা ৷

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: কোয়ারেন্টাইনে বেশী বেশী বিনোদন দরকার!

৬| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++++++

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.