নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উজবুক মাথার চিন্তাগুলো...

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

লকডাউনে বেশী বেশী বিনোদনমূলক বাণী পড়া দরকার, মজার বাণীগুলো কারো সাথে মিলে গেলে কাকতালীয়,
.
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে 'বিএনপি সমালোচনা বিষয়ক মন্ত্রী' করা সময়ের দাবী!
.
আমাদের চন্দ্রযান লাগে না, চাঁদ উল্টো বাঙ্গালী শিশুর কপালে রোজ টিপ দিতে আসে!
.
নোয়াখালিকে বিভাগ ঘোষণার পাশাপাশি প্রমথ চৌধুরীকেও প্রথম চৌধুরী ঘোষণার দাবী জানাচ্ছি!
.
ইতিহাস স্বাক্ষী সালমান শাহ, তাহসান এবং আমি কেউ ভালা না বরং সৃজিত, ফাহমি কিংবা আজিজ ভাইয়েরা ভালো, ভালা লইয়া ই থাকো!
.
বাতাবী লেবুর মতো দেখি প্রাক্তনের টাইম লাইনেও লাভ রিয়েক্টের বাম্পার ফলন হয়েছে!
.
সেদিন দেখলাম মানবতার দেয়ালে আমার গিফট দেওয়া তোমার সেলোয়ার কামিজটি ঝুলছে!
.
সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রিশের আগে ছেলেদের বিয়ে মানে সেটা এক প্রকারের বাল্য বিয়ে!
.
বাংলাদেশে বর্তমানে কাকের চেয়ে ইঞ্জিনিয়ার, লয়ার এবং বিবিএ/এমবিএ করা মানুষ বেশী!!!
.
একমাত্র আসামীদের পালিয়ে যাওয়া ছাড়া ভারত আমাদের কোন কাজে লাগে বলে মনে হয়না!
.
বিয়ের মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া!
.
বাল্যবিবাহ প্রতিরোধে টিএনও আসছে খবর শুনে কনের আসনে বউ সেজে কনের ভাবি বসে গেছে, এতো কিউট বাঙ্গালী জাতি আমরা!
.
সবাই পাদ ত্যাগ করতে চায় কিন্তু কেউ পদ ত্যাগ করতে চায় না!
.
বিশ্ববিদ্যালয়ে দুই বছর সেশন জট্ না থাকলে আমরা দুই বছর আগে বিয়ে করতে পারতাম!
.
ভারত শুধু আমাদের থেকে নেয় না বরং ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিও দেয়!
.
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যাসিনো, যেখানে জীবন নিয়ে জুয়া খেলা হয়!
.
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো বিসিএস ক্যাডার স্বামী তার!
.
ছাত্রলীগ যুবলীগের পদ ও এখন প্রাইভেট চাকরির মতো কোন ভরসা নাই!
.
ছোট বেলায় যারা স্কুলে কান ধরে উঠ বস টাইপ ব্যায়াম করেনি তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশী!

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৮

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: `সবকয়টিই চমৎকার। তবে কয়েকটাতো ফাটাফাটি।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা, হাসি ঠাট্ট অনেক সময় বাস্তবতা প্রকাশের একমাত্র মাধ্যম ৷

২| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১:০১

নেওয়াজ আলি বলেছেন: ভারত কিন্ত মিথিলাকেও নিয়েছে । হা হা

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১

আবদুর রব শরীফ বলেছেন: ইদানিং শুনা যাচ্ছে ভারত বঙ্গবন্ধুর খুনীদেরও নিয়েছে ৷

৩| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭

রাজীব নুর বলেছেন: বিনোদন।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২

আবদুর রব শরীফ বলেছেন: রাজীব দা, বিনোদনের স্ত্রী লিঙ্গ কি বিনোদিনী?

৪| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৭

রাফা বলেছেন: ভালো লাগার মত কিছু থাকলে ভালো'তো লাগবোই।
আমি'তো বালা না তোমরা বালা লইয়াই থাকো।
আর কিছু কওনের নাই,সংগ্রহটা বিনোদিত করিলো।

ধন্যবাদ,আ.র.শরীফ।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: এগুলো সবি আমার উজবুকের বাণী, আগের ব্লগে আরো পাবেন অনেক, নিমন্ত্রণ রইলো ৷

৫| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০২

ফারহানা শারমিন বলেছেন: ব্যাপক বিনোদন

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: চলিতেছে সার্কাস

৬| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাণী চিরন্তনী। ধন্যবাদ ।

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: চিরন্তন হলো পুরুষবাচক, স্ত্রী বাচক হলো চিরন্তনী ৷

৭| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

ক্ষুদ্র খাদেম বলেছেন: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যাসিনো, যেখানে জীবন নিয়ে জুয়া খেলা হয়!

এক্কেবারে মনের কথা B:-)

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: আর তাই যুবলীগ ছাত্রলীগের পদ এখন প্রাইভেট চাকরি হয়ে গেছে ৷

৮| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

সমুদ্রনীল বলেছেন: ১১ নাম্বারটা ভালো লাগছে।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৯| ০৩ রা মে, ২০২০ রাত ৯:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাণী চিরন্তনী নামে একটা বই আছে। আমরা ছাত্র অবস্থায় এই বই থেকে মনিষীদের বাণী শিখতাম ও পরীক্ষার খাতায় প্রয়োগ করতাম। বাণী চিরন্তনী নামে এখনও আরও কিছু বই পাবেন। ইন্টারনেটে গেলে পাবেন। এখানে স্ত্রী লিঙ্গ বা পুং লিঙ্গ এটা ব্যাপার না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.