নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এক্সট্রাকশন \'Extraction\' ধুমধাড়াক্কা

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০



নেটফ্লিক্সে এক্সট্রাকশন সিনেমা নিয়ে চলছে ধুমধাড়াক্কা!
.
প্রথমে বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এলিট ইউনিট , সোয়াতের পাশাপাশি ছাত্রলীগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকা আনতে না পারা ছিলো এক্সট্রাকশনের গল্পের প্লটের সবচেয়ে বড় দুর্বলতা ৷
.
হলিউড ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস শহরের একটি এলাকা আর তথ্যমন্ত্রী আগেই বলেছিলেন 'আকাশ থেকে ঢাকাকে লস অ্যাঞ্জেলস মনে হয়' এখন তো প্রমাণ পাচ্ছেন ঢাকাতে হলিউডের মুভিও হয়!
.
বলা হচ্ছে হলিউডের ঢাকাকে কেন্দ্র করে এক্সট্রাকশন 'extraction' ছবিতে বাংলাদেশকে যা তা ভাবে অপমান করা হয়েছে,
.
তোমরা দেখলে না, মুভির কাহিনী শুরু ভারতের মুম্বাইয়ের এক ডনের ছেলেকে অপহরণ করে বাংলাদেশের এক ডন!
.
আমরা করোনার চেয়ে শক্তিশালী বলা মহোদয়দের জন্য বেপারটা এখন আমরা ভারতের চেয়েও শক্তিশালী,
.
সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছিলো ঢাকা পরে এটিকে পরিবর্তন করে এক্সট্রাকশন রাখা হয় সুতরাং বুঝেন ঢাকা এক্কান জিনিস মাইরি!
.
কঠিন বেপার হলো, রুশো ব্রাদার্সের ঢাকা কেন্দ্রিক ছবিতে মার্ভেল সুপারহিরো থরখ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থের সাথে আরো দেখা গেছে রিক্সা, দেশী নাম্বার প্লেট, বুড়িগঙ্গার উপরের পোস্তগোলা ব্রিজ-১ এবং আমাদের পুলিশের চিরচরিত পোশাক ইত্যাদি ৷
.
আমাদের গরীবদের অনেকের-ই নেটফ্লিক্স নেই যাদের আছে তারা এদের পরিচালিত অভিনীত ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র টিকেটের জন্য গভীর রাত থেকে বসুন্ধরা শপিং মলের বাইরে হুড়োহুড়ি করেছিলেন এবং অবশেষে এক প্রকার মারামারিও ভুলে গেছেন?
.
ছবিতে দেখানো হলো ঘরে ঘরে পুরানা দিনে হিন্দী গান চলে আসলে যদি সেটা না দেখিয়ে জি বাংলা, স্টার জলসা চ্যানেলগুলো চলছে দেখালে বেপারটা গ্রহণযোগ্যতা পেতো ৷
.
দেখানো হয়েছে মশার মতো করে বাংলাদেশের প্রতিরক্ষা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে মারা হচ্ছে, আসলে বেপারটা উল্টো দেখালে যুক্তিযুক্ত হতে পারতো, যে মশার মতো করে না মশাগুলো মুভির চেয়ে দুর্দান্ত গতিতে ঢাকাবাসীকে প্রতিনিয়ত মেরে চলছে!
.
আমরা আছি কিয়েক্টাবস্থায়, গর্বের কারণ বাংলাদেশ ঘিরে হলিউড মুভি হয়েছে এবং দুক্কের বিষয় মুভিতে একদম আলু বর্তা বানাচ্ছে এখন কি আমাদের হাসা না কান্না করা উচিত তা নিয়ে,
.
র্যাব, সেনাবাহিনীকে ড্রাগ ডিলারের বডিগার্ড হিসেবে দেখানো অনুচিত হলেও পুলিশ তো আমাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিতো মর্মে আমরা অতীতেও শুনতে পেতাম!
.
তারপর এতো দ্রুতো গাড়ি চলা কিংবা রাস্তায় ভীড় নেই অথবা জ্যামহীন একটি ঢাকার রাস্তা বলে দেয় এটা আমাদের চিরাচরিত ঢাকা না,
.
তবে সিনেমাটি যা পেরেছে তার জন্য ধন্যবাদ না দিলে নয় সেটি হলো নায়ক যাতে পালাতে না পারে সেই জন্য ঢাকাকে লক ডাউন করে দেখিয়ে দিয়েছে.... যা করোনাকালে সরকার এবং আমরা কেউ পারিনি বরং লক ডাউন হয়েছে কি না তা দেখার জন্য বারবার বের হয়েছি...!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: এই মুভি আমি দেখব না।

২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০

আবদুর রব শরীফ বলেছেন: দেখেন ভালো লাগবে ৷

২| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

মৌরি হক দোলা বলেছেন: ফেসবুক ব্লগ সবজায়গায় Extraction! ব্যাপারখানা কি! 8-|

২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

আবদুর রব শরীফ বলেছেন: হলিউড প্রেজেন্টস্ বাংলা ছায়াছবি

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মীর আবুল আল হাসিব বলেছেন: আমার পড়া সেরা ফানি মুভি রিভিউ।

২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম ৷

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮

নেওয়াজ আলি বলেছেন: এই ছবি হইচই ফেলে দিয়েছে । দেখতেই হবে

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: দেখার আমন্ত্রণ রইলো তবে আমার মনে হয় এগুলো সময় নষ্ট ৷

৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এক্সট্রাকশন নিয়ে এত হইচই কেন?
করোনাও মার খাচ্ছে এর জনপ্রিয়তার কাছে।
অভিমানে করোনা পালাবার পথ খুঁজছে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: বহুদিন পর একটা নতুন ইস্যু পেলো জনগন ৷

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪১

সোহানী বলেছেন: হুম রিভিউতে ++

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

মা.হাসান বলেছেন: দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি নেটফ্লিক্স নেটফ্লিক্স কে পয়সা দিয়া এই মুভি বানাইছে। প্রতিটি দেশ প্রেমিক বাঙালির উচিত নেটফ্লিক্স বর্জন করা।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫০

আবদুর রব শরীফ বলেছেন: দেশ বিরোধিদের সূক্ষ যন্ত্রও থাকতে পারে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.