নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গল্পগুলো নীড়ে ফেরার

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৬



গতবারের রমজানটা ছিলো এমন,
.
ইফতারের আগে বিআরটিসি বাসে সেই সুন্দরী একটা মেয়ে বাসের ড্রাইভারকে ছেলেদের মতো করে বকাবকি করে যাচ্ছিলেন,
.
'আরে ভাই দ্রুত চালান! রোজা রাখেন নাই নাকি! সবাই কি আপনার মতো গিয়ে বসে রেডি করা ইফতার করবে! আমাদের ইফতার আমাদের তৈরী করতে হয়!'
.
ঝাড়ি মারাটা ভালো লেগেছিলো ওদিকে কন্টাকদার যাত্রীদের ডেকে চলছে, যাত্রাপথে ড্রাইভার এক প্রকার বাস থামিয়ে উদাস নয়নে আকাশ দেখছে!
.
দুই নম্বর থেকে শেরশাহ আসতে তার চার মিনিটের রাস্তা চল্লিশ মিনিট না লাগালে যেনো পেট ভরবে না ৷
.
আগের দিন সদ্য চাকরি করা বন্ধুটি রমজানের প্রথম ইফতারিটা জ্যামে আটকে রাস্তায় করেছিলো, ঐ দিকে মায়ের ফোন, বাবা আর কত দূর....!
.
রাস্তার গল্পগুলো ছিলো নীড়ে ফেরার,
.
বৃষ্টি ভেজা শহরে ভিজে ছুপ ছুপ হয়ে যাওয়ার পরও হাজার মানুষ সেই দৃশ্য দেখেও দেখলো না একমাত্র বাসায় ঢুকার সময় আদরের বোনটি ছাড়া! তার চোখ কপালে....!
.
ফ্যাদোমিটারের মতো পৃথিবীর সম্পর্কগুলোর গভীরতা মাপার কোন যন্ত্র আবিষ্কার হলে সত্যি মন্দ হতো না,
.
জায়নামাজ ভাঁজ করে কোলে নিয়ে বুড়ো বাবা বসে বসে ছিলো কখন ছেলে ফিরবে তা দেখার জন্য, তারপর দেখেও না দেখার ভান করে চুপিচুপি নিজের ঘরে যাওয়া তার নিত্যদিনের অভ্যেস!
.
ভাবী উঁকি দিয়ে দেখে ছেলেটা রোজ লুকিয়ে কি যেনো বউয়ের হাতে দেয়, ভাবছিলো কনডম জাতীয় কিছু পরে আবিষ্কার করলো সেগুলো ক্যাডবেরী চকলেট,
.
দরজার বাহিরে বাবা আসার পর বাচ্চাগুলোর দৌঁড়ে আসার শব্দের মধ্যে কানে মাদকতা ভীড় করতো
.
নানা বাড়ি, দাদা বাড়ির গল্প, আবেগ, অনুভূতি, সুখস্মৃতি কখনো যদি হাসপাতালের শয্যায় শুয়ে থাকেন সেগুলো প্লাসিবো ইফেক্টের কাজ করে ৷
.
টিকিয়ে রাখার মধ্যে সবার আগে প্রয়োজন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা,
.
সম্পর্ক টিকে আছে বলে পৃথিবী টিকে থাকে, কাছাকাছি থাকলে যে সম্পর্ক মধুর হয়ে বেপারটা তেমন না ৷
.
ভালবাসলে পৃথিবীর একপ্রান্তে বসে অন্য প্রান্তে বসা মানুষটিকেও ভলবাসা যায়!
.
দেশ ভালোবাসা যায়, মাটির সোদা গন্ধ কিংবা বকুল ফুল! মেহনতি মানুষ নতুবা নির্যাতিত মানবতার ব্যাকুলতা,
.
সমাজ পাল্টানোর দরকার নেই, সব হৃদয়ে ভালবাসা সৃষ্টি করতে পারলে সমাজ এমনি ই পাল্টে যাবে!
.
মহিলাটির চিৎকার দিয়ে শুরু করেছিলাম, আসলে ড্রাইভার যাত্রীদের ভালবাসতে পারেনি যদি পারতো তাহলে সে আমাদের বুকেও স্পাইডারম্যান নামে বেঁচে থাকতো!
.
ভালবাসতে হবে, প্রচুর ভালবাসতে হবে! এভাবেও ভালবাসা যায়!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১১

নেওয়াজ আলি বলেছেন: উপভোগ্য পড়া। আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: আমীন ৷

২| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাকে কাজে লাগ্যে অনেক অসাধ্য করা যায়।

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: মানুষের সবচেয়ে বড় পারমাণবিক বোকা কি? :P

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এর বেশি ভালবাসা যায় না.......

জোর করে ভালবাসা হয় না......

ভালবাসা শব্দটা নাকি আপেক্ষিক তাহলেতো কথাই নেই.....

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: সখি দিবস রজনী তোমরা যে বলো ভালবাসা ভালবাসা, ভালবাসা কাহারে কয়.....!

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন। সবগুলো কথাই কোট করার মতো। আমার মনটা এখন খুব বিক্ষিপ্ত। লেখাটা পড়ে আপ্লুত হলাম মুহূর্তের জন্য।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: আহা! সোনাবীজ ভাই, যখন ব্লগ শুরু করি তখনকার ক্রাশ আমাদের...!

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৯

সাইন বোর্ড বলেছেন: সাধারন বিষয়ও ভিন্নধর্মী প্রকাশের কারনে অনন্য হয়ে উঠেছে, খুব ভাল লাগল পড়ে ।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: একখানা ভালবাসা, দুইখানা সুখ ৷

৬| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: এমন কারো জন্য অপেক্ষা করা ভালো, যার সঙ্গে কোনোদিন দেখা হবে না। অসম্ভবের প্রতীক্ষাই পরম পরীক্ষা, যাতে পাশ-ফেল নেই।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: তোমাকে পেলে আমি আমাকেই হারিয়ে ফেলবো, এমনও হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.