নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙ্গি প্রেমি জনগন

২৪ শে মে, ২০২০ দুপুর ১২:০৩



'বাঙ্গী' ফল 'বাঙ্গালী'র ঐতিহ্যের স্বাক্ষী নাম দেখে আশা করি বুঝতে পারছেন ৷
.
কেকা ফেরদৈসীর বাঙ্গির জুসের মর্ম যে বুঝেনি লেখাটা তাদের জন্য না ৷ বাঙ্গির জুস করে তুলায় ভিজিয়ে মুখে লাগালেও উপকার ৷
.
সোজা বলি, আমরা বাঙ্গাস ফল আর পাঙ্গাস মাছের বাঙ্গালী,
.
বাঙ্গি ডায়াবেটিস,উচ্চরক্তচাপ,অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা,ক্ষুধামান্দ্যসহ অনেক রোগ প্রতিরোধ করে সুতরাং এটা ফার্মেসীতে বিক্রি করা সময়ের দাবী, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা ৷
.
রুহ আফজা এবং বাঙ্গি প্রিয় জনতা আমরা, তোমাদের কুনু সমস্যা?
.
নিন্দুকরা বলে যে বাঙ্গি পছন্দ করে সে খুনও করতে পারে, আসলে বাঙ্গি পছন্দ করা ছেলে মেয়েদের চোখ বন্ধ করে বিয়ে করা যায় তারা আপনার মিষ্টি রূপ খোঁজ করতে যাবে না কেবলি গুনের খোঁজ করবে ৷
.
যেদিন বাবা পেঁপের নাম করে বাঙ্গি খাওয়ায় দিয়েছিলো সেদিন থেকে বাঙ্গি জীবন বাঙ্গি ই আমার প্রাণ ৷
.
বাঙ্গি কালারের শাড়িতে বাঙ্গালী নারী কতই না চমৎকার, বাঙ্গি ই যেনো বাঙ্গালি ললনার মতো, জেনে রাখা দরকার একটু বেশী পেকে গেলে বাঙ্গি সহজে ফেটে যায়।
.
প্রাকৃতিক ব্লিচ নামে খ্যাত বাঙ্গি ব্যবহার করে কত মেয়ে কোমল এবং মসৃণ উজ্জ্বল ত্বক ফিরিয়ে আনে সে খবর তোমরা কি রাখো? তোমরা বাঙ্গি না খেলে তো ওদের ই লাভ ৷
.
স্বাদের মধ্যে নাকি কুমিল্লার বাঙ্গি ই সেরা, শুনো মিষ্টি পাগল ডায়াবেটিল রোগীরা, বলা হয়ে থাকে বাঙ্গির পুষ্টিগুণের তুলনা বাঙ্গি নিজেই।
.
বাঙ্গি বীর পুরুষ ফল কারণ তাতে ফলের চেয়ে বিচি বেশী, এমন ফলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ৷
.
বাঙ্গি নিয়ে আপনার এমন কোন স্মৃতি থাকলে শেয়ার করতে পারেন ৷ বাঙ্গি ছাড়া দুনিয়া কল্পনা করা যায় না ৷ লাভ ইয়ু বাঙ্গি ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ দুপুর ১২:৫৩

ইসিয়াক বলেছেন:
ভাইয়া প্রথম পাতায় আপনার তিনটা পোষ্ট দেখা যাচ্ছে। প্রথম পাতায় ফ্লাডিং করা ব্লগের নীতিমালার বিরুদ্ধে। এ'জন্যে মডারেটর আপনাকে ব্যানও করতে পারেন। একটা রেখে বাকীগুলো সরিয়ে ফেলুন দয়া করে।
শুভকামনা।

২| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:১৭

নেওয়াজ আলি বলেছেন: বাঙ্গি খেতে মজা আছে । কিন্তু আজ তিন/চার দিন আপনার ডেইলি তিন/চারটা পোষ্ট মজা হারাচ্ছে

৩| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: বাঙ্গি আমি কোনোদিন খাই নি। খাবোও না। হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.