নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মরে গেলেও দেখে গেলাম, স্বাদ মিটলো, এটাই শান্তি ৷

০৩ রা জুন, ২০২০ রাত ৯:০১

কোম্পানীর চেয়ারম্যানগুলোকে করোনাকালে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের প্রতিষ্ঠান ঠিকি চলছে ৷
.
দিনশেষে তারা শত কোটি টাকা লাভ করলেও শ্রমিকরা ঠিকি ৬০% কিংবা জীবন বাজি রেখে কাজ করে পুরো সেলারিটা পাবে ৷
.
ডিয়ার করোনা, তোমার একটি বিষয় খুব পছন্দ হয়েছে ৷ মাঝে মাঝে জায়গামতো হান্দাই যাইতেছো!
.
আমি মরমু তাতে কোন সমস্যা নাই, যার জন্য মরতেছি তারে সাথে নিয়ে মরলেই আত্মা শান্তি পাবো ৷
.
আমরা হাসপাতালে বেড, আইসিইউ, ভেন্টিলেটর পাবো না আর আপনারা বিশেষ ম্যাডিকেলে চিকিৎসা নিবেন, প্রয়োজনে আরো বিশেষ বিমানে দেশের বাহিরে যাবেন, আর আপনারা মরলে আমি তালিয়া না বাজালেও পোনালিয়া বাজাবো কথা দিলাম ৷
.
ওরে স্বাস্থ্যব্যবস্থা! ওরে আমাদের আধুনিক হাসপাতাল যার একটি পর্দা কিনতে খরচ করেছেন ৩৭ লক্ষ টাকা! কোথায় এখন এগুলো?
.
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থা এমন ভেঙ্গে পরবে তা ছিলো কল্পনাতীত, কোথায় ছিলো আপনার কল্পনা যখন কোটি কোটি টাকা চেটেপুটে খেতো তারা?
.
ধুমধাম থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ কিংবা আমেরিকায় চলে যেতেন, কখনো ভাবতে পারেননি এমন এক রোগ আসবে মাউন্ট এলিজাবেথও কাজে আসবে না!
.
করোনা তোমায় লাল সালাম ৷ আমাদের একটু কম মারলেও ওদের একটু বেশী মাইরো ৷ বেশী খাইয়ো ৷
.
পত্রিকায় খবর বেরিয়েছিলো, ’কোনো ভিআইপি করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখা হচ্ছে। আইসিইউ সুবিধা আছে— এমন হাসপাতালে তাদের চিকিৎসা করানো হবে।'
.
কি এক সাম্যবাদী ভাইরাস করোনা, তবুও দেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে তারা ৷
.
আজ দূর্নীতিবাজদের চোখেমুখে কেবলি ভয় আর আতংক, এই আতংক আমাদের চিরকাল ই ছিলো, অসুস্থ বাবা মাকে নিয়ে সরকারি হাসপাতালের এই ফ্লোর থেকে ঐ ফ্লোরে ঘুরেছি আমি কয়েকবার ৷ দেখেছি ভুল করে লিফটে ডুকে গেলে দশ টাকা ঘুষ দিয়ে বের হতে হয় ৷
.
মুমূর্ষ রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে মরে যাওয়া দেখেছি ৷ আমাদের গরীবের আইসিইউ আগে ছিলো না, এখনো নেই ৷ ওখানে সারা জীবনের সম্বল কেড়ে নেওয়া হতো ৷
.
এক বন্ধুর গরীব বাবাকে বলতে শুনেছি, ছেলেকে বলছে, 'বাবা, আমাকে আইসিইউতে নিয়ে যাস্ না, হয়াত পুরালে এমনিই মরে যাবো ৷'
.
হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকি আমরা, কি অসহায় আগেও ছিলাম একবার ভাবো ৷ কিন্তু ভিআইপিদের জন্য পুরো পরিবেশটা ই নতুন ৷ বড্ড অচেনা ৷ তারা এখন কি ভাবছে জানি না ৷ টাকাগুলো রং উঠে যেনো সাদা কাগজ হয়ে গেছে ৷

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: যাদের জন্য মানে সেসব চোরদের জন্য দেশের এই অবস্থা তাদের শাস্তি দেওয়া দরকার সবার আগে।

২| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪৪

মীর আবুল আল হাসিব বলেছেন:

ডিয়ার করোনা তোমার একটা জিনিস ভালো লেগেছে। মাঝে মাঝে জায়গামত হান্দায় যাইতেছ।
=========================================================================

আহ একেবারে খাঁটি কথা, মনের কথা বলেছেন।
আসেন একটু ভার্চুয়াল কোলাকোলি করি।

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪৭

তানজীম আফরোজ বলেছেন: Bob Marley -র একটি চমৎকার উক্তি আছে , "Money can't buy life" ..।
উক্তিটি এখন আরও বেশি সুন্দর এবং সত্য মনে হয় ...।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:০৬

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: জোশ লাগল!!! আমার মনের কথা আপনার লেখায়।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমতার কারণে বাপের বয়সী লোকের লুঙ্গী খুলতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.