নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

করোনাযোদ্ধা ডাক্তার চাচাকেও হারালাম জানিনা তারপর কে!

১৮ ই জুন, ২০২০ রাত ১২:৩১



ডাঃ রফিকুল হায়দার লিটন, আমার আপন চাচা ৷ কখনো ভাবিনি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ফ্রন্ট লাইনের করোনাযোদ্ধা হয়ে নিজেকে এভাবে বিলিয়ে দিবেন ৷
.
সন্ধ্যার পর থেকে আইসিইউতে ছিলেন ৷ বারবার খবর আসছিলো পালস্ খুব ই দুর্বল ৷ আমার ফ্যামিলির যেকোন মানুষের অসুখ বিসুখ বিপদে আপদে তিনি ছিলেন অভিভাবক ৷
.
খবরটি শুনার পর সবচেয়ে বেশী ভেঙ্গে পড়েছেন বাবা এবং চাচা দাদারা ৷ ডাক্তার আংকেলের বাসাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বাসার পাশে ৷ ওনার বড় ভাই বহু বছর আগে মারা যাওয়ার শোক এখনো ভুলতে পারিনি আমরা কেউ ৷
.
ডাক্তার আংকেলের মা আমার দাদী যখন ই বাসায় যায় তখন ই অরুণ চাচার কথা মনে করে আমাদের ধরে কাঁদে ৷ আজ মেঝো ছেলে মারা যাওয়ার এই শোক কিভাবে ভুলবেন সেটাও জানিনা ৷
.
ডাক্তারের ছোট ভাই রশিদুল হায়দার জাবেদ আমার সবচেয়ে প্রিয় চাচা ৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির বর্তমান সভাপতিও ৷ তিন ভাইয়ের মধ্যে এভাবে অগ্রজ দুই ভাই চলে যাওয়ার বেদনা ভোলা সত্যি কঠিন হয়ে যাবে ৷
.
করোনাকালে এক দাদার পর এবার চাচা, জানিনা না কি হচ্ছে এসব ৷ করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এভাবে আপন চাচা হারিয়ে যাবে তা এখনো বিশ্বাস হচ্ছে না ৷ যার চলে যায় সে বুঝে হায়! চলে যাওয়ার কি যন্ত্রণা ৷ দোয়া করবেন সবাই ৷ ফ্যামেলি থেকে একজন করোনা যোদ্ধাকে বিদায় দিলাম ৷ এই উছিলায় আল্লাহ চাচাকে বেহশত্ নসিব করুক ৷ আমীন ৷

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনাদের পরিবারের জন্য সমবেদনা রলো।

২| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে ধৈয্য ধরুন। গত দুইদিন আগে মুগদা হাসপাতালে যে বোনটি বাচ্চা জন্মদিতে গিয়ে মারা গেলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার আড়াই বছরের একটি ফুটফুটে কণ্যা সন্তান রয়েছে। ডাক্তারদের চরম অবহেলায় মা-মেয়ের প্রাণ গেলো। উনার স্বামী শাকিল আমার আপন ছোট ভাইয়ের মতো। লন্ডনে দীর্ঘদিন একই বাসায় থেকেছি। কষ্টে বুকটা চৌচির হয়ে যাচ্ছে।

৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১:১৮

নেওয়াজ আলি বলেছেন: দুঃখজনক । আল্লাহ চাচাকে জান্নাত নসিব করবেন। সমবেদনা

৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজন।

৫| ১৮ ই জুন, ২০২০ রাত ৩:২২

জোবাইর বলেছেন: খুবই দুঃখজনক! সমবেদনা জানাবার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না! একদিকে করোনা রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আবার অন্যদিকে জীবন বাজী রেখে চিকিৎসা দিতে গিয়ে ফ্রন্ট লাইনের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মারা যাচ্ছে।

আসলে এ মুহুর্তে আমরা সবাই কমবেশি মৃত্যু ঝুঁকিতে আছি। এ অসহায় অবস্থা উত্তরণের জন্য আরো অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকার চেষ্টা করুন। আপনার চাচাকে আল্লাহ বেহেস্ত নসীব করুক—প্রার্থনা করি, সেইসাথে আপনাদের প্রতি রইলো সমবেদনা।

৬| ১৮ ই জুন, ২০২০ ভোর ৪:১১

নিরীক্ষক৩২৭ বলেছেন: ঐপারে ভাল থাকুক তিনি, আর তার মত মানুষেরা।

৭| ১৮ ই জুন, ২০২০ ভোর ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত দুঃখজনক হৃদয়বিদারক ঘটনা। এমন বিপদে কোন সান্ত্বনা বা সমাবেদনা দেওয়ার ভাষা নেই। আমার এক আত্মীয় রংপুর হাসপাতালের চিকিৎসক করোনা পজেটিভ হয়েছিল। এখন অবশ্য উনি বিপদমুক্ত। দুর্ভাগ্যজনক আপনার চাচাজির ক্ষেত্রে। আপনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ওনার মাগফিরাত কামনা করি।

৮| ১৮ ই জুন, ২০২০ সকাল ৮:০৯

কল্পদ্রুম বলেছেন: আপনার চাচার আত্মার মাগফেরাত কামনা করছি।কাওসার চৌধুরীর মন্তব্য পড়েও খারাপ লাগলো।বেশিরভাগ ডাক্তাররা যেখানে নিজের দায়িত্ব পালন করছেন।সেখানে অল্প কয়েকজন দায়িত্বহীনদের জন্য কারণে বাকীদেরকে সমাজের চোখে কোন অবস্থানে নিয়ে যাচ্ছে খুলনায় ডাঃরকিবের হত্যাকান্ড থেকে অনুমেয়।

৯| ১৮ ই জুন, ২০২০ সকাল ৯:১৭

জাফরুল মবীন বলেছেন: ইন্না লিল্লাহি উয়া ইন্না ইলাইহি রজিউন।

আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।উনার পরিবারের সবাইকে শোক সামলানোর তৌফিক দান করুন।

নিজেদের ভুলে করোনার সংহারী রূপ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে।অনেকেরই তাদের কোন না কোন আপনজনকে হারাতে হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.