নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চিরসাথী পথ চলার

২০ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৫

পথচলার কখনো চিরসাথী হয় না ৷ একদিন আমরাও গাইতাম, চিরবে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান ৷
.
তুমি আমারি বলবো শতবার এসব কেবলি কবিতা আর গানের কথা ৷ খুব সহজে স্বার্থের জালে আটকে যায় ভালবাসা ৷
.
মাঝে মঝে মনে হয় কবি শিল্পীদের পাদুকা পেটা করা উচিত ৷ ছ্যাঁচড়ার মতো লিখে ফেলে, তোমার জন্য গড়েছি আমি মানজিল্ ভালবাসার ৷
.
তরকারীতে নুন কম হলেও কতো আবেগ চুপসে যায় ৷ বিয়ের বাজারে অস্ট্রেলিয়ান গোরুর মতো তোমার দামও চড়া হয়ে উঠে, প্রাক্তনের হাতে লেমন চুষ্ চকলেট ৷
.
কঠিন থাপ্রাইতে ইচ্ছে করে গানের লেখকদের ৷ তুই শালা জীবনের পরাজয় দেখিসনি ৷ আবার বলোস্, মন্দ বললে বলুক সমাজ ৷ এই সমাজের সম্মানের কাছে এসব লাভ টাব্ কেবলি পুতুল খেলা ৷
.
গোরুর হাটে তুই কেবল একলা না ৷ গিটার ছেড়ে মানি ব্যাক ধর্ ৷ নাহলে আঙ্গুলের ফাঁকে তুমি কই? গেয়ে উঠ্ ৷
.
তুমি আমারি বলবো শতবার আরেকবার বললে 'মারবো শতবার ৷'
.
হাত দুটি ধরছোস ভালো কথা, গেয়ে উঠিস্ না আবার, ছাড়বো না কখনো আর ৷ চুড়ি ভাঙ্গার শব্দে হাত ছুটে যাবে ৷ টের ও পাবি না ৷ তারচেয়ে বরং ছাড়তে শিখ্ ৷ নতুন করে ধরতে শিখ্ ৷
.
ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার ৷ আবারো তালিয়া হবে ৷ ইগোর খেলা দেখোস নি ৷ নতুন চুল গজালে আমিও এসব গেয়ে বড় হয়েছি ৷
.
এটা একটা খেলা ৷ কেউ ছাড়বে কেউ ধরবে ৷ এখানে ইঞ্চি ইঞ্চি খেলা চলে ৷ দিনশেষে মজনুও এক্লা বসে গাঁজা টানে ৷
.
তুই ই দিনশেষে গুন্ডা বদমাইশ গাদ্দার বকাটে খেতাব পাবি ৷ সে যাবে ভালো মানুষের হাত ধরতে ৷ আবেগের খেলা শেষে বিছানার এক কোণে পরে থাকবে ৷ সকাল বিকাল কাচ্চির মধ্যে সুখ খোঁজ করবে ৷ এটাই জীবন ৷ বড্ড সুখী তোকে ছাড়া কখনো সে হবে না সেটা লিখে রাখ্ ৷
.
তোর রাজরানী আরেকজনের চার দেয়ালের চাকরানী ৷ রোজ তবুও ভালাবাসা খোঁজবে কোন এক লম্পটের হৃদয়ে, বাহ্ সখিনা বাহ্ ৷
.
তোর মতো কেউ ভালবাসবে না ৷ ভালবাসার খোঁজে সে তুলে আনবে একশ একটি নীলপদ্ম ৷ সেগুলো ছুঁড়ে ফেলে বলবে, ক্লান্ত আমি শুয়ে পড়্ ৷ কাল তিনটে মিটিং ৷ ক্ষত বিক্ষত একটি দেহ্ ভালবাসার খোঁজ করতে এসেছিলো ৷ রোজ ধর্ষিত হওয়া একটি দেহ্ বেশ্ কি সুখে আছে?
.
তুই ছ্যাঁচড়া কম যাস্ না ৷ আজো গিটার নিয়ে বসছোস্ ৷ ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার....!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: বাবা মা যতদিন বেচে থাকেন, তারাই সবচেয়ে নিরাপদ এবং ভালো সাথী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.