নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জনৈক কবিদের উদ্দেশ্যে কিছু কথা

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

কবি রুদ্রাক্ষ রায়হান 'ঝুল স্তন ভালো লাগে ৷ তুলতুলে স্তন ছুঁতে ভালো লাগে' টাইপ লেখা প্রকাশিত করে যখন নিজেকে কবি দাবী করেন তখন কিছু কথা বলতেই হবে ৷
.
মারজুক রাসেল যখন বারবার 'লাগাইতে না পারার দুঃখ নিয়ে' কবিতার বই বের করেন তখন ভাবি তবে কি কবিরা নষ্ট হয়ে গেছে ৷ না আমাদের মানসিকতা ৷
.
আমি যদি ভুল করে না থাকি আশ্ শু'আরা একটি সূরার নাম যার অর্থ কবিগণ ৷ কবিদের উদ্দেশ্য করে কোরআনে একটি সূরা নাজিল করা হয়েছে যার শেষে আল্লাহ পাক্ বলেন, 'আমার নবী কবি নন্ ৷'
.
তারপর বলা হয়েছে, ভোগবাদী কবিরা অধিকাংশ পথভ্রষ্ট হয় ৷ কতিপয় গোমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে ৷
.
প্রশ্ন আসতে পারে কেমন কবির কথা বলা হয়েছে ৷ তা ও আল্লাহ বলে দিয়েছেন, তুমি কি দেখতে পাওনা ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে ৷
.
এখন আমাদের জানা দরকার কোন কবিদের কথা উল্লেখ করে এমন বলা হয়েছে ৷ তা ও কোরআনে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, 'এমন সব কবি যারা এমন কথা নিজেরা বলে যা তারা নিজেরাও করে না ৷'
.
আপনি মক্কায় অবতীর্ণ কুরআনের ২৬ তম সূরাটির ২২৪ থেকে ২২৬ নম্বর আয়াতগুলো শুনে দেখতে পারেন ৷
.
একটা জিনিস বুঝলাম কবিতায়ও মিথ্যে কথা বলা যাবে না ৷ কাল্পনিক বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না ৷ কবিতা হোক অশ্লীলতামুক্ত বাস্তববাদী কিংবা মঙ্গলময় ৷
.
চটি লেখা আর কিছু কিছু কবির কবিতা দেখলে মনে হয়, চটি গদ্য স্টাইলে লিখে আর তারা অশ্লীল কবিতাগুলো ছন্দে ছন্দে লিখে ৷ এই যা পার্থক্য ৷
.
আর তো কিছু কবি কেবল নারীর শরীরের নানা রকম বর্ণনা করে জীবন পার করে দিয়েছেন ৷
.
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রকাশ্যে কোন ছেলে কোন মেয়েকে যদি ঠাসা মাল, মারেম্মা হেব্বী, ডানোর প্যাকেট চলছে ইত্যাদি বলে উত্ত্যক্ত করে তাকে যদি ইভটিজিং বলা হয় তাহলে তো নারীর কতিপয় কবিদের দ্বারাও ইভটিজিংয়ের শিকার ৷
.
এসব নারীবাদী কবি মুক্ত সমাজ চাই ৷ কবিতা হোক অন্যায় অবিচার শোষণ বাঞ্চনা নিপীড়ন বিরুদ্ধে হাতিয়ার ৷ কবিরা দেখাক পথ আশা কিংবা আলোর ৷
.
লেখাগুলো নিতান্ত ব্যক্তিগত অভিমত ৷ ভুল ভ্রান্তি একান্ত বিনীতভাবে শুধরে দিবেন আশা করি ৷ সকলের মতের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলা ৷

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

আমি সাজিদ বলেছেন: যাদের উদ্দেশ্যে অশ্লীল কথা লেখা হয়, উনাদের একটা অংশই তো এঞ্জয় করেন বিষয়টা তাই না? যে মারজুক রাসেল' দ্বিধা' র মতোন গান লেখতেন একসময় সে কি করে এমন আচরন করছে?

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'চ' বর্গীয় কবিতা লিখে একবার এক নব্য কবি প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন, যদিও সেটা নাকি বাতিল করা হয়েছে বলে শুনেছিলাম। আমি অবাক হয়েছিলাম, যখন তার সেই 'অশ্লীল' কবিতাগুলো কিছু ফিমেইল কবি ফেভারিট করে রেখেছিলেন। এরা 'অশ্লীলতা'কে 'আর্ট' মনে করেন। এই আর্ট দিয়ে স্টান্ট সৃষ্টি করেন এবং দারুণ একটা এক্সপোজারও পেয়ে যান।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ওদের কল্কিতে বোধহয় এখন আগুন বেশি জলে
তাইতো করমচা চোখে সবকিছুই গুলে ফেলে!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

সেনসেই বলেছেন: হককথা।

এনারা কোনটা art আর কোনটি অশ্লীল বুইচবার পারেনা।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধর্ম কর্ম কোন্টাই এখন আর নাই, যার যেমনে সুবিধা!

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ভয়াবহ পোস্ট দিয়েছেন ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভয়াবহ আলারাই ভয়াবহ
কবিতার জন্ম দেয়। এরা
আধুনিক, এরা প্রগৌতিহাসিক,
এরা আদি রসাত্বক কবি!!

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

ইফতি সৌরভ বলেছেন: নারীদেহ নিয়ে আকর্ষণীয় বর্ণনা না দিতে পারলে এখন আর কি কেউ কবি-সাহিত্যিক হতে পারে? "তোমার শীৎকার / আমার বজ্রপাত/ দুইয়ে মিলে খাল হলো ভরা / কাম হলো সারা" - এমন তো এখন কবিতার ABC! অতচ বাংলা সাহিত্য কতো বেশি সমৃদ্ধ, হিন্দী & ইংরেজি ভাষার ঘনঘটা ছাড়াই সমৃদ্ধ (বিদেশি শব্দ যা দেশি হিসেবে ব্যবহৃত হয়- তাতে কোন সমস্যা নেই; সমস্যা হলো কোন ফেবু সেলেব যখন বাংলা-হিন্দি-বাংরেজি মিশিয়ে কিচু প্রসব করে আর তা নিয়ে সাহিত্যিক আলোচনা হয়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.