নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হুরররে টিকা আসিতেছে....!

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

এখন পর্যন্ত ৪২ টি দেশে বড় পরিসরে টিকা দেওয়া শুরু হলেও এর মধ্যে ৩৬ টি ই ধনী দেশ!
.
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এখন পর্যন্ত কোন গরীব দেশ টিকা পায়নি ৷ ৪২ টি দেশের মধ্যে ধনী বাদে বাকী যে ৬টি দেশ টিকা পেয়েছে তা ও মধ্যম আয়ের দেশ ৷
.
টিকা নিয়ে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে ৷ কোন কোন দেশ টাকার বিনিময়ে যে টিকা লাগবে তারচেয়েও বেশী টিকা মজুত করে রাখছে ৷
.
টিকা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হওয়ার জন্য গঠিত হয়েছিলো কোভ্যাক্স তারাও দুই পক্ষের চুক্তির মাধ্যমে স্বজনপ্রীতি শুরুর মাধ্যমে জানান দিয়েছে, এই সময়ে 'চাচা আপন প্রাণ বাঁচা ৷'
.
ফাইজার, মডার্নার টিকার দাম বৃদ্ধি করেছে মূলতো ধনী দেশগুলোর টিকা কিনে গুদামজাত করার পক্রিয়া ৷ ফাইজার একাই ২০২১ সালে করোনা ভ্যাকসিন থেকে ১৯ বিলিয়ন ডলার লাভ করবে বলে ধরণা করা হচ্ছে ৷
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসহায়ের মতো হতাশা ব্যক্ত করেছে কোন অনুন্নত দেশে টিকা না পৌঁছার কারণে ৷ এখন সময় যেভাবে যেমনে হোক টিকা নিয়ে আসা ৷ এক্ষেত্রে বেক্স ফার্মা, সেরাম এবং সরকার তিন পক্ষের চুক্তিতে ৪৭% বেশী দামেও যে সরকার এই মাসের শেষ দিকে টিকা আনতে পারছে তার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হবে ৷
.
৫০ লাখ করে ছয় মাসে ৩ কোটি টিকা এখন আমাদের তিন কোটি সোনা ভাবা উচিত ৷ আরো আশার বিষয় বেক্সিমকো ফার্মা বেশী দামে হলেও বেসরকারীভাবে টিকা বিক্রী করবে বলে জানানো হয়েছে ৷
.
এখন যদি কোন পক্ষ টিকা বিরোধি কার্যক্রম করে কিংবা কোন চক্রান্তে লিপ্ত হয় সে নিশ্চিত রাজাকার ৷ আপনি টিকা নেন কিংবা না নেন্ আপনাকে অবশ্যই সাধুবাদ জানিয়ে হাততালি দিয়ে টিকাকে স্বাগতম জানাতে হবে ৷
.
সত্যি আমাদের ভাগ্য আমাদের মতো গরীব রাষ্ট্রে ধনীদের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক চুক্তির মাধ্যমে টিকা আসতেছে ৷ সকল প্রশংসা আল্লাহর ৷ এগিয়ে যাক বাংলাদেশ ৷ ওই টিকার সফলতার হার এখন পর্যন্ত সর্বোচ্চ ৷
.
আমি খালি বেক্স ফার্মার শেয়ার কিনে আগেই টিকা দিয়ে রাখতেছি ৷ মনে হচ্ছে এবার ভাগ্য ফিরবেই ৷ তাই বলে এটাকে বিজ্ঞাপন ভাববেন না ৷ সময় এখন সচেতনতার ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

রানার ব্লগ বলেছেন: সাধারন মানুষ এই টিকা সংগ্রহ করে সংরক্ষণ কি করে করবে??

২| ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বঙ্গবন্ধুর বাংলাদেশ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এখন যদি কোন পক্ষ টিকা বিরোধি কার্যক্রম করে কিংবা কোন চক্রান্তে লিপ্ত হয় সে নিশ্চিত রাজাকার ৷আপনি টিকা নেন কিংবা না নেন্ আপনাকে অবশ্যই সাধুবাদ জানিয়ে হাততালি দিয়ে টিকাকে স্বাগতম জানাতে হবে ৷

আপনি একজন ব্লগার, এভারেজ মানুষদের মত কথা বলা আপনার মানায় না। বিষয়গুলো মনে রাখা জরুরী। মতবিরোধ, আপত্তি, কার্যক্রম এগুলো কোনটিই গণতন্ত্রবিরোধী কাজ না। চক্রান্তে লিপ্তে হওয়াটা ভিন্ন ব্যাপার তবুও কথায় কথায় কাউকে রাজাকার বলার প্রবণতা কমানো এখুনি জরুরী বলে মনে করি। এগুলো অসুস্থ রাজনীতির ভাষা এবং দেশের মানুষকে দুইভাগে ভাগ করার জন্যে এমন শব্দগুলো যথেষ্ট। আপনি-আমি কেউ রাজাকার নই, ছোট বাচ্চাদের কাঁদা-ছোড়াছুড়ি খেলা বড়দের মানায় না।

সরকারকে সাধুবাদ জানাই এমন কার্যকারী পদক্ষেপের। আশা করছি খুব শীঘ্রই সাধারণ জনগন তাদের কাঙ্ক্ষিত টিকা পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.