নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লোকাল বাস

২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৫

চট্টগ্রাম অক্সিজেনের মোড় থেকে খালি ফটিকছড়ি অথবা রাউজানের পাবলিক বাসে উঠানোর সময় কন্টাকদার এমন ভাব করে যেনো বলতে চাচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে বুঝ! আপনি বললে একটু কোলে করে উঠিয়ে দিবো ? উঠেন ভাইজান! আর বিশ্ববিদ্যালয় দুই নং গেইট নামার সময় যখন বলি ভাই একটু আস্তে নামিয়ে দিয়েন সে উল্টো যেনো ধাক্কা দিয়ে পিছন থেকে বলছে বাম পা দিয়ে দৌড়ে নামেন ।
.
কারণ এখন তার আমাকে আর প্রয়োজন নেই
.
হালার পুরো দুনিয়াটা এমন । সত্যি এমন । প্রয়োজন শেষে তুই কোন হালার পো হালারে!
.
শুনেছি তুরস্কের প্রেসিডেন্ট সিংহ পুরুষ এরোদোগান লোকাল বাসে চড়ে সিট না পেলে দাঁড়িয়ে অফিসে যেতো ।
.
আমাদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও মাঝে মাঝে পাবলিক বাসে চড়ে অফিসে যেতে দেখি
.
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পাবলিক বাসের হাতল ধরে ঝুলে আর এক হাতে খাবার পুটলি নিয়ে বর্তমান কর্মস্থলে ক্লাশ নিতে যান নিয়মিত ॥
.
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরুনও পাবলিক বাসে যাতায়ত করেন,
.
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রোটও সাধারণত বাইসাইকেল চালিয়ে অফিসে গেলেও তা না চালালে বাসে যেতেন ।
.
উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকাও পাবলিক হাসপাতালে লাইন ধরা থেকে শুরু করে বাসেও চড়তেন নিয়মিত,
.
আমার মনে হয় পাবলিক বাসে দুনিয়ার সবচেয়ে কঠিন শিক্ষাটি পাওয়া যায়
.
যেমন পৃথিবী একটি লোকাল বাসের মতো আপনি উঠলেন, কিছুদিন সময় কাটালেন তারপর নেমে গেলেন ! বাসটি চলে গেলো
.
কোন কিছুই আমার আপনার জন্য থেমে থাকবে না ।
.
একবার লোকাল বাসে পছন্ড ভীড়ে মধ্যে একজনের মানিব্যাগ চিনতাই হয়েছে ! তো সে কান্নাজড়িত কন্ঠে বলছে, ভাইরে কে মানিব্যাগ নিয়েছো নাও কিন্তু বিশ টাকা দিয়ে দাও ভাড়া দিমু ! তা শুনে পকেটমারের মায়া হলো তো তার হাতে বিশ টাকা দিয়ে লাফ দিয়ে টুপ করে নেমে গেলো তারপর পকেটমার মানিব্যাগ খুলে দেখে এক টাকাও নেই /
.
সুতরাং ভালো খারাপ সবার জন্যই লোকাল বাস একটি পাঠশালা
.
চ্যাকা খাওয়া প্রেমিক প্রেমিকারাও লোকাল বাস থেকে শিক্ষা নিতে পারে যেমন জীবন লোকাল বাসের মতো সব স্টপিজে থামবে সেখান থেকে কেউ উঠবে কেউ নেমে যাবে সো ব্যাপার না খেলা হপে
.
লোকাল বাসের একটি কথোপকথন দিয়ে শেষ করবো, এক লোক লোকাল বাসে সিগারেট ধরালেন তো পাশের লোক লাল কালীতে লেখা 'ধূমপান নিষধ' কথাটি দেখালেন তারপর ধূমপানকারী নীল কালীতে লেখা 'আপনার অভিযোগ চালককে বলুন' দিকে ইঙ্গিত দিলো অতপর চালককে বলতে গেলে চালক ইঙ্গিত দিয়ে আরেকটি লেখা দেখালেন, 'গাড়ি চলা অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ !' লও ঠ্যালা !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: বেশ অভিজ্ঞতা আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.