নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফোর-জি কথোপকথন

২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

ভাষা পাল্টে যায়, কারণে অকারণে পাল্টে যায় । কি হতে পারে আগামীর ডিজিটেল ভাষাগুলো?
.
টু-জি স্টাইলে দেখেশুনে রাস্তা পার হবে ।
.
জয়া আহসান জীবন থেকে 'লগ আউট' করেছে বড় ভালো বুড়ি ছিলো ।
.
জায়েদ খান প্রেমে সফলভাবে 'লগ ইন' করেছে ।
.
হিরো আলমের পোস্টে কিক রিয়েক্ট থেকে মারামারির সূত্রপাত । চলছে ফ্যানদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া ।
.
সুপ্রিয় দর্শক 'শেয়ার ইটে'র মত দ্রুত ভোট করুন সেরা প্রেমিক জুটি লাইলী মজনুকে /
.
এই যে ছাত্ররা দ্রুত পড়াগুলো ব্রেইনে 'ইনস্টল' করে নাও ।
.
যাহা বলিবেন সরাসরি বলেন 'ইমো' ভাব প্রকাশ করিবেন না ।
.
মাথাটা হ্যাং করছে, একটু রি-স্টার্ট দেওয়া দরকার চলো মনের দুঃখে বনে যায় ।
.
তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নেই, 'ব্লক' 'ব্লক' 'ব্লক' ব্লা ব্লা
.
সখি শুনো 'আজ থেকে তুমি আমার জীবনের পাসওয়ার্ড ।’
.
অতপর, তোমাকে আর সহ্য করতে পারছি না, তুমি তোমার নতুন পাসওয়ার্ড সখিনাকে নিয়ে সুখে থেকো
.
তুমি খালি মুখে বলো আই লাভ ইয়ু মন থেকে আই লাভ ইয়ু 'ক্লিক' করো না ।
.
হৃদয়ে 'সার্চ' করে দেখো ওখানে শুধু তোমার শুধুই তোমার নাম লেখা /
.
ছেলে হোক মেয়ে হোক দুইটি 'ডাউনলোড' ই যথেষ্ট |
.
তোমার হৃদয়ে পাশের বাড়ির কুদ্দস 'আপলোড' হচ্ছে, কি মনে করছো আমি কিছু জানি না?
.
ছাত্ররা যে যা পারো নিজের মতো করে লেখো পাশ থেকে 'কপি পেস্ট' করবে না ।
.
পাত্রী আমাদের পছন্দ হয়েছে এখন পাত্রের সাথে 'ইমেজ টেস্ট' করে দেখি ভালো লাগলে আমরা বেয়াই বেয়াই!
.
তুমি এখনো সেই আগের ব্লুটুথ রয়ে গেছো ।
.
হরলিক্স খেয়ে দেশের হাজারো ছেলে ফোর জি স্টাইলে বেড়ে উঠছে, আপনার ছেলেকে নিয়মিত হরলিক্স দিচ্ছেন তো?
.
তোর সাবান এতো টু-জি স্টাইলের কেনু? এই ল লাইফবয়! জীবানুদের সাথে ফোর-জি স্টাইলে লড়ে যায় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার লেখার ভঙ্গিমা বদলান।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখায় ফ্যাটাল ইরর পাওয়া গেছে! আপনি জয়া, জায়েদ, হিরো আলম কে নিয়ে লিখেছেন; নুসরাত কে নিয়ে লিখেন নাই; বিশিষ্ঠ ব্লগার মাইন্ড খাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.