নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খরগোশ কচ্ছপের ডিজিটেল দৌড় প্রতিযোগিতা

৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৭

খরগোশ একদিন হুন্ডা চালিয়ে যাচ্ছিলো আর কচ্ছপ সাইকেল চালিয়ে,
মাঝখান থেকে শেয়াল তাদের পথ আগলিয়ে বললো, একটা প্রতিযোগিতা হয়ে যাক, কে জিতবে?
.
খরগোশ হুন্ডায় ঘুরান্টি দিয়ে বললো, কে আবার! এফজেড্ ফিফটিন(FZ15), কচ্ছপও রসিকতা করে বললো, ফনিক্স সাইকেল! যুগ যুগের অহংকার /
.
প্রতিযোগিতা শুরু হয়ে গেলো! বনের পশুপাখি লাইন ধরে দাঁড়িয়ে গেলো তাদের প্রতিযোগিতা দেখতে,
গুটি গুটি পায়ে সাইকেলের হ্যান্ডেল আর প্যাডেলের তালে কচ্ছপ এগিয়ে চলছে! অন্যদিকে খরগোশ হুন্ডা নিয়ে ভোঁ....!
.
অনেক দূর যাওয়ার পর কচ্ছপ আবিষ্কার করলো ঐ দূরে পুলিশ খরগোশকে ধরে রেখেছে । সে পুলিশকে অনেক বুঝাচ্ছে এটা প্রতিযোগিতা । ভাই ছেড়ে দিন । ট্রাফিক পুলিশ মানছেই না!
.
খরগোশ বললো স্যার আমার হেলমেট আছে । পুলিশ বললো তোর লাইসেন্স দেখা । সে লাইসেন্স দেখালো ।
.
পুলিশ এবার মনের সুখে লাইসেন্স মুখস্ত করা শুরু করলো! কচ্ছপ ফনিক্স সাইকেল নিয়ে আরো কাছে আসলো/
.
লাইসেন্স চেক্ করে ফেরত দিয়ে পুলিশ এবার তাকে ছেড়ে দিবে এমন সময় সাইকেলের প্যাডেল ঘুরাতে ঘুরাতে কচ্ছপ বললো, স্যার খরগোশের হুন্ডার লুকিং গ্লাস ঠিক নাই!
.
এবার পুলিশ লুকিং গ্লাসের অবস্থান আকাশের দিকে এটা কোন মামলায় দেওয়া যায় তা নিয়ে কাকে যেনো ফোন করে খোঁজ করতে লাগলো ।
.
এদিকে পুলিশকে খরগোশ বলছে স্যার মামলা দিলে দ্রুত দেন্ । বেচারা, একটা সিগারেট বের করে ধরিয়ে বললো, খুব টেনশনে আছি, সকাল থেকে কোন মুরগী ধরতে পারি নাই ।
.
এদিকে সাইকেল চালিয়ে চালিয়ে কচ্ছপ লাল ফিতার কাছাকাছি চলে গেলে কোন রকমে খরগোশ পুলিশ থেকে ছুটে আসলো,
.
আর চিল্লাইয়া বলতে থাকলো, সাইকেলের লাইসেন্স নাই, হেলমেট নাই, লুকিং গ্লাস নেই! এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই আর আমার সব থেকেও পুলিশ আমাকে ছাড় দিলো না!
.
তা শুনে কচ্ছপ বিজয় ট্রফি উঁচিয়ে বললো, কচ্ছপের পকেটে পুলিশকে দেওয়ার মতো টাকাও নেই ।

“মাঝে মাঝে কোনকিছু না থাকাও ভালো কিছু পাবার উছিলা । হতাশ হয়োনা । সুদিন আসবেই । নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি । আল্লাহর কথা ।”

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

গেঁয়ো ভূত বলেছেন: বেশ মজা পাইলাম লেখাটা পড়ে। =p~ =p~

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

ফেরদৌসী মাসুদ বলেছেন: চমৎকার ও আকর্ষণীয় ফিচার নিয়ে তৈরি, খরগোশ কচ্ছপ গল্পের লেটেস্ট ভার্সন

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:৫৭

হাসান জামাল গোলাপ বলেছেন: ফিনিক্স সাইকেল এখনো দেশে বিক্রি হয়? আমার স্কুল,কলেজ, আড্ডার বাহন ছিল আশির দশকে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৪৬

সোহানী বলেছেন: দারুন লিখেছেনতো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৪

মিরোরডডল বলেছেন:

মজার :)

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে একই রকম ভঙ্গিতে লিখছেন। এভার লেখার ভঙ্গিমা বদলান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.