নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এটা কিছু হইলো….!

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০

ছেলেটি আত্মহত্যা করার জন্য পাঁচ তলায় উঠেছে । এক্ষুণি ঝাঁপ দিবে ।পাশের প্লাটে দাঁড়িয়ে অনেক বুঝাতে লাগলো, আত্মহত্যা মহাপাপ ।
.
কোন কাজ হলো না,
হাতে সময় খুব কম / বাড়িওয়ালার সুন্দরী মেয়ে চাঁদে উঠে জিজ্ঞেস করছে ঘটনা কি! তারে ঘটনা বুঝানোর মতো অতো সময় এখন হাতে নেই ।
.
বললাম তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো আর যা বলবো তাই করবে/
বন্ধুকে বললাম, দোস্ত মরার আগে একটু পিছনে তাকিয়ে দেখ ॥
.
পিছনে তাকিয়ে সে বললো, কি রে কতো নাম্বার এটা ?
কইলাম, 'দূর হালা! কত নাম্বার মানে?যা দূরে গিয়ে মর!'
.
মরতে তো আইছি ! এক্ষুণি লাফ দিবো ৷ সত্যি সত্যি এক পা একটু করে আলগা করছে!
.
খুব কাছের বন্ধু ছিলো ৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে একসাথে পড়তাম, সে ফাস্ট হতো আর আমি লাস্ট ।
.
শেষ একটা কথা বললাম তাকে, মরার আগে কারণটা অন্তত একটু জানিয়ে দিয়ে যা দোস্ত । ফেসবুকে কিছু দিন যাবত লেখার টপিকস পাচ্ছি না!
.
নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে,
টেনশনে একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম তারপর বললাম, শেষ টানটা দিয়ে যাবি? না আগেই?
.
তার টনক নড়ছে! বললো এক কাজ কর । ওখান থেকে এই ছাদে নিক্ষেপ কর । নিক্ষেপ করতে গিয়ে দেখি সিগারেটটি দুই ছাদের মাঝখান দিয়ে টুপ করে পড়ে আত্মহত্যা করলো!
.
তারপর বন্ধুর পালা, এবার সত্যি সত্যি সে লাফ দিবে! তার আগে মেয়েটি চিৎকার করে বললো, 'এই লক্ষি ছেলে শোনো বোকামী করো না! কি হয়েছে আমাকে বলো!'
.
সত্যি এরপর বন্ধুটি লক্ষী ছেলের মতো সিঁড়ি বেয়ে নেমে আমাদের বিল্ডিংয়ে চলে আসলো ।
.
অতপর, কয়েক বছর পর আগামী শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল লাইন সংলগ্ন যে নতুন কমিউনিটি সেন্টারটি হয়েছে সেখানে তাদের বিয়ে ৷ তাদের জন্য দোআ করবেন । জিজ্ঞেস করলাম, যার জন্য লাফ দিতে চেয়েছিলি তার কি খবর? সে বললো, ‘দূর বাল্।’

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা কিছু আবেগী পুলাপান দুইনাইত আইছে মরণের লাইগ্গা।

যাই হোক গল্প পজেটিভ

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

সোনাগাজী বলেছেন:



সন্দ্বীপের লোকজন আসলেই সমস্যা

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: বাহ!!

৪| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

সোহানী বলেছেন: হাহাহাহা....... মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.