নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি মুখ লুকিয়ে কার বুকে

২০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

তুমি যে মেয়েটিকে পাষাণ বলছো সে ও নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে এই মর্মে উপনীত হয়েছে যে তোমাকে পেতে হলে বাবা মা সমাজ সবকিছু তাকে ধিক্কার দিবে ।
.
রোজ বুকে টেনে নেওয়া বাবা মা বলবে ওই ছেলের সাথে সম্পর্ক রাখলে আমাদের মরা মুখ দেখবি ।
.
কারণ তুমি তার অসময়ের এক টুকরো আবেগ! বাস্তবতা বিপরীত ।
.
তুমি হয়তো জানো না মেয়েটি তোমাকে পাওয়ার জন্য বহু অনমনাক্ষণ কাটিয়েছে/ কেঁদে বাসিয়েছে মেকাপ! নিজেকে শক্ত করে সেই মুখে আবারো মেকাপের প্রলেপ দিয়ে একটি ব্রেকাপের সূচনা করেছে ।
.
ভেঙ্গে যাওয়া সম্পর্কগুলো এতো ভেবে চিন্তে হয় না,
যে মেয়েটিকে তুমি দুই নম্বর বলছো সে হয়তো তোমাকে ভোলার জন্য রোজ অন্য ছেলেদের সাথে টাইম পাস করে বেড়ায়! একটু সুখে থাকতে পারলে ক্ষতি কি?
.
ভালবেসেও তাকে রোজ শুনতে হয়, ও পষাণী বলে যাও কেনো ভালবাসোনি ।
.
তোমার চোখের জল মুচে দিতে চেয়েও সে পারেনি,
.
তবুও কোন এক সন্ধ্যা বেলায় বাবা মায়ের পছন্দ করা ছেলেকে মেনে নিয়ে সে ও কবুল বলে । নিজেকে অপরাধী মনে করে । বাথরুমের আয়নায় পানির জাপটা দিয়ে নিজেকে নিজে বলে উঠে, অভিনেত্রী!
.
চাইলে ছেলেদের মতো করে একটি মেয়ে শিকল ভাঙ্গতে পারে না । তাকে মেনে নিয়ে তারপর মনে নিতে হয় ।
.
অনেকদিন পর কোন এক ডাকপিয়ন এসে তার কানে তোমার খবর দিয়ে গেলে তার বুকও আনচান করে উঠে/
.
চাইলেও তোমার মতো সিগারেট আর মদের নেশায় তোমাকে ভোলার জন্য ভং ধরতে পারে না সে,
.
হয়তো কোন একদিন তার চোখের জলে তরকারি নোনা হয়ে যায়! লবন দেওয়ার আন্তাজ নেই ধমক শুনে সে ও চুপ করে তোমার কথা ভাবে ।
.
সব সময় বাস্তবতা কেয়ামত থেকে কেয়ামত ছবির মতো অনুকূলে থাকে না! পছন্দ হলো! ভালোবাসলাম! তারপর মৌসুমীর হাত ধরে সালমান শাহ পালিয়ে যাবে!
.
বাস্তবতায় 'এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার' এমন গানগুলো বাজে না/
.
ওখানে বরং 'সন্ধ্যা নামার কালে তুমি মুখ লুকিয়ে কার বুকে' নামক গানগুলো ভালো হিট হয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: লেখার ভঙ্গি বদলান।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ভঙ্গিমা নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.