নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মায়া

২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

কালো ঘড়িটার দাম কত ভাই? মাত্র ১৪,০০০ টাকা । এটা কি ঘড়ি না গাড়ীর দাম? ‘ঘড়ির দাম । চৌদ্দ লক্ষ না চৌদ্দ হাজার বলছি ।’
.
লাস্ট কত পারবেন? আপনাকে দেখে মনে হলো আপনি ভালো মানুষ । মায়া হচ্ছে । যদিও এটা জামাই ঘড়ি একদাম ১৪০০ টাকা নিয়ে নেন । শুধু মাত্র আপনার জন্য ।
.
ভাইএকদাম ১৪০ পারবেন? ‘ঘড়ি কিনতে আইছেন না গাড়ী? ১৪০ টাকা দিয়ে একটি খেলনার গাড়ী নিয়ে বাসায় চলে যান ।’
.
চলে যাচ্ছি এমন সময়,
.
পেছন থেকে কেনো ডাকছেন আবার?
‘ভাই আপনি আজকে আমার প্রথম কাস্টমার । এই নেন ঘড়ি দশ টাকা বাড়ায় দিয়েন ৷’
.
এবার ভুল দাম বলে ফেললাম মনে করে নিজের উপর মায়া হলো । শেষমেষ বললাম, শুধু ১৪ টাকায় দিতে পারবেন?
.
বলে চলে আসতেছিলাম । এমন সময় পেছন ফিরে দেখি সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে । যতদূর দেখা যায় এভাবে সে অপলক নয়নে আমার দিকে তাকিয়ে ছিলো । এখন তার জন্য বড্ড মায়া হচ্ছে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: হুম। বেশ।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪০

আবদুর রব শরীফ বলেছেন: জামাই ঘড়ি

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭

সোহানী বলেছেন: হাহাহা....... আমাকে কিছু ট্রেনিং দিয়েন। আমি একদম দামাদামি করতে পারি না।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪১

আবদুর রব শরীফ বলেছেন: আমি আবার লোক লজ্জা ভুলে দামাদামি করি । সেদিন চল্লিশ টাকার শাক বিশ টাকা বলাতে শাকওয়ালা ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলো । পরে ফিরে এসে ত্রিশ টাকা দিয়ে নিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.