নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮

২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি । ইন্টার পাশ করেছি । ফুল কিনে ফেলে দিয়েছি । কত সুন্দর এক্কান চেহারা অথচ আমার কেউ নেই । ধুত্তরি!
.
২০১০ সালের চৌদ্দ ফেব্রুয়ারি । ভালবাসার গুষ্ঠী কিলায়! গাছের ফুলের জন্য কষ্ট হচ্ছে । অন্যদিকে ভালো লাগছে, গাছের ফুল শ্বশুর মশাইয়ের ঘরে সুন্দর ।
.
২০১২ সালের ভালবাসা দিবস । গত ভালবাসা দিবসে যে বন্ধুটি সান্ত্বনা দিয়েছিলো সে ও আজ ভালবাসা নিয়ে ঘুরছে । এটা কোনভাবে মানা যায় না ।
.
২০১৪ থেকে ২০১৮ সালের একই দিনে, সবার আছে । সবাই ঘুরে । শুধু পোড়া কপাল আমার ।
জীবনে খুব ইচ্ছে ছিলো ভ্যালেন্টাইন পালন করবো । শখ ছিলো কিন্তু সখি ছিলো না ।
.
এখন ২০২৩ । ভালবাসার দিনে, বউ ফোন করতেছে বারবার । বললাম, এতো ফোন দিচ্ছো কেনো? ওপাশ থেকে সে বললো, আজ ভালবাসা দিবস । একটু শুভেচ্ছা ও দিলে না! এপাশ থেকে, ও শিট্ মনে ছিলো না । এসব দিবস টিবস পালন ঠিক না । প্রতিদিন ই তো ভালবাসা দিবস ।
.
অতপর,
পিছন থেকে মানিব্যাগটা নিয়ে চুমু দিয়ে রেখে দিলাম । একটা খরচ বেঁচে গেলো । চিয়ার্স ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

অক্পটে বলেছেন: সত্য কথন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: তেল নুন লাকড়ি কিনতে কিনতে শেষ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রথম পাতায় একাধিক পোস্ট না করাই ভালো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

Rehan বলেছেন: ভাই! খরচ কিন্তু ভাবী সব জমাচ্ছে। একবারে সুদে আসলে নিলে তখন????

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০

আবদুর রব শরীফ বলেছেন: রম্যে নেয় না কিন্তু বাস্তবে ঠিকি নিয়ে নেয় ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭

রানার ব্লগ বলেছেন: ১৪ ফেব্রুয়ারী এমন একটা দিন সেই দিনে বাঙ্গালি গালাগাল দেবার একটা উছিলা খুজে পায় । ব্যার্থ জাতির শেষ চিকিৎসা । খস্তি দেয়া ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০১

আবদুর রব শরীফ বলেছেন: সুস্থ স্বাভাবিক সাবলীল ভালবাসা কিন্তু খারাপ না ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: টাকা খরচ করতে আমার সমস্যা নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২

আবদুর রব শরীফ বলেছেন: অঢেল আছে তাই হয়তো ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১১

নেওয়াজ আলি বলেছেন: একটা গোলাপ কী পেতে পারে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.