নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আসল জীবনের খোঁজে...

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১২

এসএসসিতে গোল্ডেন পেয়েছেন সবাই বাহবা মারহাবা দিয়ে যাচ্ছে, এটা জীবন না ।
.
ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন, সতীর্থরা মাথায় তুলে নাচছে, এটা মূলত জীবন না ।
.
সুন্দরীর প্রেমে পড়েছেন, প্রেম হয়ে গেলো, সে রোজ ট্রিট দিচ্ছে এটাও জীবন না ।
.
ভালো জব পেয়েছেন, স্যালারি মাশাল্লাহ, কনগ্রেটজে ভরে উঠছে টাইম লাইন, না না এটা জীবন না ।
.
বন্ধুদের সাথে দেদারছে উড়াচ্ছেন! মাথায় তুলে রাখছে সবাই, নো, এটা জীবন হতে পারে না,
.
নতুন বিয়ে করেছেন, শহরের সেরা ক্লাব! চারদিকে ক্লিক্ ক্লিক্ শব্দে যদি আপনি ভেবে থাকেন এটাই জীবন? তাহলে ভুল ভাবছেন ।
.
অনেক জনপ্রিয়তা, লোকে দেখা হলে সেলফির জন্য ভীড় করে, জীবন! এটাই জীবন! না এটা জীবন হতে পারে না,
.
খোদার কসম ভাই! এগুলো জীবন হতে পারে না । চারপাশে সুন্দরীদের আনাগোনা, এটা জীবনা রে পাগলা, এটা সুসময় । জাস্ট সুসময় ।
.
তাহলে জীবন কি? কত প্রকার ও কি কি?
.
শুরুতে বলেছিলাম গোল্ডেন পেয়েছিলেন । তারপর ইন্টারে ফেইল করেছেন । দৃশ্যপট পাল্টে গেছে! কোথাও কেউ নেই! বাবা একটু আগে বলেছে 'ঘর থেকে বের হয়ে যা অপদার্থ!' চারদিকে শূন্যতা! আপনি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে বের হবেন কতটুকু ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেটাই জীবন । জিস্ট্ অব লাইফ । আজ আপনার পাশে তেমন কেউ নেই কেবলি আপনি ছাড়া, আসল খেলা শুরু হয়ে গেছে ।
.
তারপর বলেছিলাম ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলেন পরের মৌসুমে ঋতু পাল্টে গেলো । বিপক্ষ দল উল্লাস করছে! তাদের ভীড়ে মাঝখান দিয়ে আপনি প্যাভেলিয়নে ফিরে যাচ্ছেন ।ঠিক্ আপনার বিপরীত দিকে ক্যামেরার ফ্লাশ জ্বলছে! তোর কেউ নেই! আজ তোর কেউ নেই! এটাই জীবন । কিভাবে আপনি এই সময়টাকে খেলে দিতে পারবেন নিজের ভিতরে কতটুকু শক্তি সঞ্চয় করে সেটাই জীবন ।
.
অতপর বলেছিলাম সেই সুন্দরীর কথা যে আজ আর নেই! হেড ফোনে বেজে চলছে 'ঠিক সন্ধ্যা নামার বুকে তুমি মুখ লুকিয়ে কার বুকে' আজ তোর কেউ নেই! তোর কেউ নেই! জীবন শুরু রে পাগলা । কিভাবে আপনি কঠিন সময়গুলো মোকাবেলা করে বের হয়ে আসেন সেটা হলো জীবন ।
.
জবে ঢুকে কিছুদিন পর কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে ভাবছেন আজ জবটা চলে গেলে কাল কি করবেন, আছে ফাইলের ভিতর ভূত, মোঘল আর রাজপুত, ছেড়ে দিন আমায় প্লিজ ছেড়ে দিন, আসল জীবন শুরু, নো কনগ্রেটজ ।
.
শহরের সেরা ক্লাব! সেরা সেরা মানুষদের ভীড়, ঠেলে বের হয়ে যেতে চাচ্ছে প্রিয়তম! গতকাল উকিলের কাছে গিয়েছে! কারে এতো ভালবাসিলাম! পৃথিবীর নতুন রূপ! নিজের সাথে নিজের মোকাবেল! মাঝরাতে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার অঙ্গুল ধরতে চাই, জীবন ফিরে এসেছে! কঠিন রুপে! এটাই জীবন, লেটস্ প্লে!
.
হঠাৎ কোন এক সকালে, সব জনপ্রিয়তার শেষে, একা আপনি নিজের মধ্যে অন্তরীণ ।
.
জীবন রে পাগলা! কঠিন জীবন! তালি নেই, প্রিয়া নেই, মোমেন্ট নেই, আলো নেই, আশা নেই, ভাষা নেই, নেই! কিচ্ছু নেই! আঁকড়ে ধরার মতো খরকুটা নেই! ঠিক এই সময় তুমি আমি সবাই জীবনের মুখোমুখি! এই হলো জীবন! এটা যদি পার করার সাহস কিংবা ক্যালিবার তোমার থাকে তবে তুমি আসল পুরুষ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

এম ডি মুসা বলেছেন: আপনার কথা সত্য তার জন্ জবের জন্য অঘা ছাত্র ছাত্রী নানা কেীশলে মেধাবি হয়ে যায় যেমন আগে প্রশ্ন ফাঁস করে চাকরি তাদের আবার আমার বাড়ির পাশে একজন প্রশ্ন ফাঁস করে স্কুলে চাকরি করেতছে তাই ভাই এই দেশে আইন এখনো ৭১ চেতনায় ১০০% কার্যকর হয় নাই আইন কানুন কঠোর হতে হবে যেন কোনো যায়গায় অন্যায় কে গ্রহণ না করে

২| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: বাস্তব। একদম বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.