নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উক্তিসমূহ, প্রেম বিয়ে এবং বউ

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৮

দুনিয়াতে সবাই বলবে ভাই বিয়ে করছেন না কেনো কিন্তু কেউ বলবে না ভাই আপনার কাছে আমার বোন বিয়ে দিবো ।
.
যে বয়সে বুকে প্রেম জাগার কথা কিন্তু কফ্ জমে ।
.
অথচ প্রেমের টানে প্রেমিক প্রেমিকা আমদানিতে বরাবর ই শীর্ষে বাংলাদেশ!
.
পৃথিবী গোল সুতরাং এক্স জিএফ থাকলে তার সাথে একদিন না একদিন আপনার বউয়ের দেখা হবেই হবে ।
.
আমদের প্রজন্ম তার বাবার বয়সে বিয়ে করলে আজ আমাদের ছেলে মেয়েরা হয়তো জেএসসি ফেইল করে এসে বলতো 'বাপ কা বেটা!'
.
বিশ্বস্ত সূত্রে খবর পেলাম 'হানি’মুন' নোয়াখালির শব্দ ।
.
শিশুদের জন্য হ্যা বলুন মর্মে আগামী প্রজন্মের স্লোগান 'শিশুখাদ্য ঢেকে রাখো' হওয়া উচিত ।
.
এক্স নিজেই ইংরেজী বর্ণমালার চব্বিশতম বর্ণ!
.
শেষ কবে কালো চুলের কালো মেয়ে দেখেছি মনে নেই! দুটোই বিলুপ্তির পথে...!
.
সেন্টু গেঞ্জিতে রূপা(Rupa) নাম দেখলেও সিঙ্গেলরা হা হুতাশ করে উঠে!
.
ম্যাসেঞ্জারে ক্রাশের প্রোফাইল চেক করতে গিয়ে ভুলে কল কিংবা ভিডিও কল চলে যাওয়ার মতো বিড়ম্বনা আর নাই ।
.
বকোন ইস্যু না পেলে রোদ ঝড় বৃষ্টি ঠান্ডা গরম এগুলোকে রোমান্টিক ইস্যু বানিয়ে ছেড়ে দেয়!
.
এই পৃথিবীতে ভালবাসা হলো সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি যাবত জীবন ব্লক ।
.
অবশেষে, শালীকে বোনের দৃষ্টিতে দেখুন ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলোই মজার
শিশুখাদ্য ঢেকে রাখুন বর্তমান শহরের অবস্থা এটা

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩০

আবদুর রব শরীফ বলেছেন: খাদ্য ঢেকে রাখা আসলে দরকারও বটে ।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: বাস্তব। বাস্তব লেখা।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

আবদুর রব শরীফ বলেছেন: দুই চোখ খোলা রাখা ই বাস্তবতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.