নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন 'অসংখ্যবার' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম' তা শুনে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ।'
.
বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তার মধ্য দিয়ে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে,
.
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা ।'
.
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি ।'
.
How to change a life বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে How to change a wife হয়ে বের হয়েছিলো তারপর তা বেস্ট সেলার!
.
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না ।
.
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে,
.
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাই বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া ।'
.
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় ।'
.
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে ।'
.
অন্যতম সেরা ক্রীড়াবিদ্ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল ।'
.
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন ।'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাই বলেছিলেন, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ ।'
.
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
.
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না ।
.
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মোচে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মোচা না গেলে চিত্র হয় না ।
.
কলম মানসিকতার মানুষগুলোর নিজেকে নির্ভুল ভাবে......! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
২| ১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর পোস্ট।
৩| ১৪ ই মে, ২০২৩ রাত ৮:০৫
মামুinসামু বলেছেন: ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ... বড় ভাইরে সালাম। :p
পেন্ন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মোচে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মোচা না গেলে চিত্র হয় না ।
.
কলম মানসিকতার মানুষগুলোর নিজেকে নির্ভুল ভাবে......! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না! এইটা বেষ্ট ছিল।
৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:৩৫
জ্যাক স্মিথ বলেছেন: প্রতিটি ভুল থেকেই অভিজ্ঞতা সঞ্চার হয়, তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়, তবে একই ভুল যদি কেউ বার বার করে তাহলে তাকে আর ভুল বলা যায় না তখন তা হয়ে যায় তার অভ্যাস।
৫| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০৯
রানার ব্লগ বলেছেন: ফেইলর ইজ দ্যা পিলার অব সাকসেস।
৬| ১৫ ই মে, ২০২৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কথা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
যখন মানুষ ভূল করার পরও ভালো ফিল করতে পারে, তখন সেই ভূল ভালোর দিকে যায়।