নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি ক্ষেত ছিলাম আছি থাকবো,
.
প্রথম প্রাইভেট গাড়িতে উঠার পর লক্ষ্য করলাম গাড়িতে সিঁটকিনি নাই! দরজার পাশে বসে তো আরো মারাত্মক ভুল করছি এখন কেমনে বের হবো এই টেনশনে প্রথম 'জার্নি বাই কার' মাটি হয়ে গেছিলো ।
.
যদি পাশের জনকে বলি ভাই প্রাইভেট কারের দরজা কেমনে খুলে তাহলে তো ইজ্জত ধূলোয় লুটিয়ে যাবে মাইরি!
.
আমি এখনো জানি না কিভাবে প্লেনের সিঁটে বসতে হয় কারণ কখনো বসা হয়নি,
.
পচন্ড গরমে একবার মিটিং রুমে বসে ঘামছিলাম, ওখানে এসি ছিলো কিন্তু আমি জানতাম না এসি কেমনে চালায়! একবার চিন্তা করলাম টিপ একটা দিয়ে দিই আবার ভাবলাম যদি এসি ফুইট্টা যায় ।
.
আমি জানতাম না কিভাবে একটি সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় ।
.
সত্যি জানতাম না বার্গার কেমনে খায় তাই পাউরুটির দুই পার্ট আগে খেয়ে পরে মাংসের টুকরোটি চিবোতে চিবোতে ভাবছিলাম একটু ঝুল পাইলে শুকনা পাউরুটি চিবিয়ে খেতে হতো না! শালার!
.
রুটিকে পাইপ আকৃতি করে ভিতরে মাংস দিলে সেটা কে শর্মা বলে তা আমি মাত্র কিছু দিন আগে আবিষ্কার করলাম ।
.
এখনো টাই বাধতে পারিনা বলে এক গিট্টুর উপরে বছর পার হয়ে যায়!
.
বিশ্বাস করেন ভাই, একদিন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে প্রেমে পড়ার পর দুই লাইন মনের কথা লিখবো বলে পাঁচ পাতা নষ্ট করেও কিছু লিখতে পারিনি ।
.
ইয়েস! আমি ক্ষেত ছিলাম!
.
ইয়েস! আমি ক্ষেত আছি!
.
ইয়েস! আমি ক্ষেত থাকবো!
.
ক্ষেত না থাকলে ফসল ফলবে কেমনে?
.
যে মানুষটা আজকে আপনাকে ক্ষেত বলে নাক সিঁটকায় তা দেখে নিজেকে ছোট ভাবার কিছু নেই কারণ সে জন্ম থেকে সবকিছু শিখে এসেছে ।
.
ভূমিষ্ঠ হওয়ার পর সে নিজের পাছা নিজে পরিষ্কার করেছে তাকে কেউ শিখিয়ে দেয়নি যদি দিতো সে এমন ট্যারা চোখে ভ্রূ কোঁচাকতো না ।
.
আপনি কাঁটা চামচ দিয়ে খেতে পারেন না বলে সে আপনাকে গেয়ো ভূত ভাবছে আপনি তাকে দুটো কাঠি এগিয়ে দিয়ে চাইনিজদের মতো ভাত খেতে বলুন ।
.
কথায় কথায় ক্ষেত বলা কিংবা মুহূর্তে মুহূর্তে ক্ষেত ভাবা মানুষগুলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষেত কারণ তাদের সামান্য কমন সেন্স নেই!
.
আজ আপনি যখন এই লেখাটি পড়ছেন তখন খবর নিয়ে দেখুন আমাদের অনেকের বাবা মা দাদা দাদী নানী চাচীরা অনলাইন ব্যবহার করতে পারেন না ।
.
সিম্পল,
.
তারা অভ্যস্ত না বিষয়গুলোতে অথবা বিষয়গুলো নিয়ে তাদের কেউ এডুকেট্ করে নি!
.
আমি একটি বিষয় পারি কিন্তু আপনি পারেন না বলে আপনি যদি ক্ষেত হয়ে যান আমার কাছে তাহলে আমি সবচেয়ে বড় ক্ষেত ।
.
এমন ক্ষেত যে ক্ষেতে সারাদিন চাষ করলেও ফসল হয় না ।
২| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: বেশ মজার লেখা।
৩| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:১৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর লিখেছেন!
ভাবার যথেষ্ট উপকরণ রয়েছে।
৪| ০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:৩০
শার্দূল ২২ বলেছেন: আমি বলি আমি সেকেলে এই বেশ ভালো আছি।
মডার্ন দুনিয়ার আর্টিফিসিয়াল রীতিনীতি ধার আমি কখনোই ধারিনা। বিয়ে বাড়িতে সবাই যেখানে গলায় রুমাল বেধে আঙ্গুল নাচিয়ে খায় আমি সেখানে বাবুর্চির পাশে মোড়ায় বসে খেয়ে ফেলি। ওরাও আমাকে ওদের সেরাটুকু দেয়।
আমি সব সময় আমার ভালো লাগাকে প্রাধান্য দেই। গলা ভারি করে পুরুষ হয়ে যারা মেয়েদের মত ঠোট গোল করে কথা বলে তাদের প্রতি আমার বিরক্ত কাজ করে।
এখানে যেমন সবাই বইএর ভাষায় কথা বলে আমি এসবেও বিরক্ত। পৃথিবী যেখানে সব কিছুতে সহজ থেকে সহজতর হচ্ছে সেখানে মানুষ কি সব সফ্টওয়ার দিয়ে হাসে কাঁধে বলে আমার মাথায় আসেনা।
লেখক গুলো ভাবে দুর্বোধ্যেই সাহিত্য , পাঠক মনে করে শব্দের দুরত্ব বুঝতে না পারাই বুঝি লেখকের স্বার্থকতা।
এগিয়ে যান আমি আছি সাথে হাহাহাহ
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: আমি ওসব ব্যাপারে ধার ধারি না।
কারণ বাঙালদের আমি বেশ চিনেছি।