নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ধরুণ পৃথিবীর সবচেয়ে দামী এবং বিলাসবহুল Bugatti Veyron Super Sports গাড়িটি আপনার গ্যারেজে অযত্নে অবহেলায় পড়ে থাকে,
.
২০১ ক্যারট ডায়মন্ডের পৃথিবীর সবচেয়ে দামী 'কোপার্ড ২০১' ঘড়িটি হাত থেকে খুলে টেবিলে নিক্ষেপ করা আপনার ফ্যাশন ৷
.
চ্যানেল, গুচি, মার্ক জাকবস, ডিওর, প্রাডা, ডলকে এন্ড গাব্বানা, আরমানি, গেস, ভ্যালেন্টিনু, লুইস ভুইট্টনের মতো পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাক ছাড়া আপনার নিত্যদিন চলে না ৷
.
একুশ শতকের তাজমহল খ্যাত 'আন্তিলা' বাড়িটি ক্রয় করার জন্য আপনার ঘুম হারাম ! কিন্তু মুকেশ আম্বানি বিক্রী করছে না ৷
.
সুগন্ধির নতুন মাত্রা যোগ করতে DKNY Golden Delicious মিলিয়ন ডলারের Fragrance Bottle টি আপনার রুমের দক্ষিণ পাশে রাখা ৷
.
শিল্পী এডওয়ার্ডের 'দ্য স্কিম' চিত্রকর্মটি দেয়ালের উত্তর পাশে টাঙ্গানোর স্বপ্ন দেখে আপনি!
.
এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে ! কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না /
.
পৃথিবীর সেরা ধনীবর্গ কার্লোস স্লিম, বিল গেটস, ওরটেগা, ওয়ারেন বাফেট, ল্যারি এল্লিসন, চার্লস কোচ, ডেভিড কোচ, লি কা শিং অথবা আরনাল্টকে যদি আপনি জিঙ্গেস করেন আপনার শেষ ইচ্ছে কি ? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আমি মৃত্যুকে জয় করতে চাই,
.
কিন্তু মৃত্যুকে জয় করা যায় না, অমর হয়ে থাকা যায় ! কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে ৷
.
বড়জোড় ভাগ্য ভালো থাকলে একশ বছর বাঁচবেন ! দুইশো বছর তো নয়! কেমন হয় একটু ভেবে দেখুন পরের জনমে আমি বিশ্বজগতের সবচেয়ে দামী জিনিসগুলো ভোগ করছি কিন্তু মৃত্যু নেই ? তার সন্ধান করা বুদ্ধিমানের কাজ...! ইয়া আল্লাহ! ক্ষমা করো জান্নাত দাও! আমি পাপী, অনুতাপী!
২| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৩
মোঃ রাইসুল খান বলেছেন: অসাধারণ লিখেছেন। সত্যিই আমরা যদি এই সত্যটা সবসময় মনে রাখতে পারতাম এবং বুঝতে পারতাম যে আমরা এখানে থাকার জন্যে আসি নি। চলে যাবো বলেই এসেছি তাহলে এই জীবন নিয়ে আমরা অনেক বেশি সুখী হতে পারতাম আর অনন্ত আগামীর সেই জীবনে জন্যে আরও আন্তরিক ভাবে প্রস্তুতি নিতে পারতাম।
৩| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩২
বাকপ্রবাস বলেছেন: দুইদিন আগেও ভাবতাম কিছু একটা করতে হবে, এখন ভাবি সময় নেই, কিছু একটা করতে করতেই জীবন শেষ, তায় অতসব নিয়ে আর চিন্তা করিনা, ইজ্জতের সাথে বিদায় নিয়ে পারলে আর পরকাল এর জন্য কিছু থাকলে হবে
৪| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
৫| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে আমাদের আগামী অনন্ত জীবনের জন্য এখন হতে প্রস্তুতি নিতে হবে------
৬| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৭| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: মরার পরে যদি দেখি মা কালী বিরাট খঁড়গ নিয়ে দাড়িয়ে আছে তখন কি হবে।অথবা সাড়ে চার হাজার ধর্মের অন্য কোন সৃষ্টি কর্তা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৫
সোহানী বলেছেন: এ জনমে যেমন লাভ খোঁজা, সেই পরের জনমেই একইভাবে লাভ খোজা...........