নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লেখালেখির লাভ কি?

০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১১:১৮

আমার বউ সেদিনও বললো, এই যে লেখালেখি করো! তাতে কি লাভ হয়?
.
বললাম, আসলে লাভ হয় কিন্তু তা বলা যাবে না । সে বললো, সত্যি যদি লাভ হতো তাহলে অফিস থেকে আসার সময় পকেটে করে দুটো চকলেট তো অন্তত আনতে পারতে ।
.
সেদিন মহান বৃহস্পতিবারে সরাসরি বললো, লেখালেখি করে কোন লাভ হয়েছে তুমি দেখাতে পারলে মাঝরাতে এক কাপ চা বানিয়ে দিবো / বললাম, সব লাভ দেখা যায় না । কিছু লাভ অনুভব করতে হয় ।
.
যদিও আমার সেলারি কতো সে বিয়ের দুই বছর পার হয়ে গেলেও এখনো তদন্ত করে বের করতে পারেনি । লেখালেখি করে আসলে কি লাভ হয় তা ও আশা করি খুঁজে বের করতে পারবে বলে মনে হয় না ।
.
বউকে যখনি বলি আজ অমুক জায়গায় আমার একটা লেখা প্রকাশ করা হয়েছে সে তখনি বলে, এতো লিখে কি লাভ হয়! সারাদিন দেখি তথ্য খুঁজে বেড়াও ।
.
সত্যি বলতে, মাঝে মাঝে আমিও ভাবি আসলে কি লাভ হয় । নেশা তো লাভ বুঝে না কেবলি ফিল্ কাউন্ট করে । এটা বলে অন্তত তাকে বুঝ দিলাম মাইরি কিন্তু লাভ কি হয় তা বলা যাবে না ।
.
তার ও কি লাভ হয় তা না শুনলে ভাত হজম হবে না । মেয়েদের পাত্তা পাওয়ার মূল টোটকা তার মনে কৌতূহল সৃষ্টি করে রাখা । শেষ পর্যন্ত একদম অপারগ হয় তাকে লাভ দেখাতে ম্যাসেঞ্জার ওপেন করলাম । সেখানে একজন পাঠিকা মেসেজ করেছে, ‘ভাইয়া আপনি অনেক ভালো লেখেন । আই লাভ ইয়ু ।’ অবশেষে বউ লাভের খোঁজ পেয়ে আপাতত অফ গেলো ।
.
এখন আমি নিজেই অবাক হলাম একটা অপরিচিত নারীর আই লাভ ইয়ু লেখা দেখে বউ মাইন্ড করলো না কেনো? উল্টো তাকে প্রশ্ন করলাম, তুমি মনে হয় লেখালেখির লাভ ভালো করে দেখোনি?
.
সে বললো, ‘সত্যি বলতে লেখালেখি করে যদি কোন লাভ থাকতো মেয়েটা অন্তত তোমাকে ভাইয়া ডাকতো না ।’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: লেখালেখিতে একটা অকৃত্রিম আনন্দ পাওয়া যায়।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৪

ফেনা বলেছেন: হা হা হা হা............. সাংগাতিক মজা পাইলাম =p~

৩| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৯

জ্যাক স্মিথ বলেছেন: বাহ!! তাহলে লেখালেখি করলে ইনবক্সে লাভ পাওয়ায় যায়। =p~

লেখালেখি আমার কাছে সময় নষ্ট ছাড়া আর কিছু না, এবং এটা একটা নেশাও বটে।

৪| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে লেখালেখি করে মনে হয় ঠিক আনন্দটা পান না। পাঠকের সাথে সংযোগ নেই আপনার। লেখা পোস্ট করে হাওয়া হয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.