নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কাকতালীয় তিতা কথা, সরকার থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি,
.
ইজরাইলের আয়তন ২২ হাজার ৭২ বর্গকিলোমিটার আর বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটার প্রায়,
.
বাংলাদেশ প্রায় ইসরাইল থেকে সাত গুণ বড় ৷
.
পুরো পৃথিবীর প্রায় সবচেয়ে শক্তিশালী দেশটির জনসংখ্যা মাত্র ৮৭ লক্ষ আর আমাদের জনসংখ্যা তাদের ১৮/১৯ গুণ বেশী,
.
দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ইসরাইলের কাছে ১০০ পরমাণু ওয়ারহেড আছে ৷
.
আমরা প্রায় বলি ভারত বাংলাদেশের প্রায় বাইশ গুণ বড়, পাকিস্তান প্রায় পাঁচ গুণ বড় তাই ওদের আমাদের নমনীয় করে চলতে হবে ৷
.
এমন হলে আয়তনের দিক থেকে বাংলাদেশের সাত গুণ ছোট দেশ ইসরায়েল পৃথিবীর সব দেশকে নম নম করে চলতো,
.
মাথা ঠান্ডা করে চিন্তা করুন, রক্ত অনেক দিয়েছেন, এখন বুদ্ধির দিন ৷
.
ঝামেলা হলো শক্তিমত্তা নিয়ে, ভারতে কমপক্ষে ১১০ থেকে ১২০ টি পারমানবিক বোমা আছে আর পাকিস্তানেও প্রায় সমান সংখ্যক পারমানবিক বোমা আছে ৷
.
সত্যি বলতে প্রতিবেশী দেশদের শক্তিমত্তার তুলনায় আমাদের শক্তিমত্তা একদম জিরো,
.
আমরা জাতিসংঘে কয়েকটা ফোর্স পাঠিয়ে ভাবি পৃথিবী আমাদের দখলে ৷
.
ইরান পারমানবিক বোমা বানাতে গিয়ে পারমাণবিক শক্তিধর দেশগুলোর শত্রু হয়ে গিয়েছে,
.
বেপারটা হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশগুলো কোনভাবেই চাচ্ছে না অন্য কোন দেশ এই শক্তি অর্জন করুক ৷
.
যদি বলি, আচ্ছা ঠিক আছে আমি পারমাণবিক বোমা তৈরী করবো না কিন্তু আপনার বোমাগুলো আমার জন্য হুমকিস্বরূপ, সব ধ্বংস করেন! জাতিগুলো ওখানে কবির মতো নীরব থাকে,
.
ওরা পারমাণবিক বোমার সংখ্যা কমিয়ে জাতিসংঘকে কাঁচকলা দেখায়
.
নিয়ম তো এমন হওয়া দরকার, পরমানু শক্তি থাকলে সবার থাকবে, না থাকলে কারো থাকবে না, আপনার আছে আমার থাকতে পারবে না এটা কেমন কথা,
.
সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কিছু বক্তব্য শুনলাম,
.
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নিরাপত্তা নিয়ে কথা বলেছিলো, বৈশ্বিক হুমকি ধমকি ব্লা ব্লা নিয়ে ৷
.
পাকিস্তানের ইমরান খান কাশ্মীর নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে পুরো বিশ্বের এটেনশন্ নিয়ে নিয়েছিলো,
.
ইসরাইলের নেতা নিয়াহু নিজের দেশের নিরাপত্তা এবং বৈশ্বিক হুমকি নিয়ে বাহবা কুড়িয়ে নিয়ে আসলো ৷
.
এদিকে বাংলাদেশ উন্নয়ন নিয়ে লেখা স্ক্রিপটি রিডিং পড়ে চলে এসেছিলো ৷
.
জাতিসংঘ জানতাম দাবী আদায়ের জন্য এখন দেখি ফিরিস্তি শুনানোর.......!
.
গ্যারি ভি'র একটা কথা আছে, নো বডি গিভস্ ইয়ু শিট্, কেউ পাত্তা দিবে না, নিজের পাত্তা নিজেকে চিনিয়ে আনতে হবে!
.
পুরো বিশ্বে বর্তমানে জনসংখ্যা কিংবা আয়তন কোন বিষয় না, খেলাটা হলো মেধার....!
২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩১
ফেনা বলেছেন: খুবই সুন্দর আর বাস্তব কথা বলেছেন।
সুভ কামনা রইল।
৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১১
জ্যাক স্মিথ বলেছেন: মেধা দিয়ে কি হবে? একদিন তো মরেই যাবো আর তাই জনসংখ্যা দিয়ে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিবো।
৪| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের এই বিশাল জনসংখ্যা আমরা কাজে লাগাতে পারছি না।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
রাসেল বলেছেন: সরকারের দায়িত্বশীল ব্যক্তি ভালো করেই জানেন, কেন আমরা পারি ন।